বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Wakim32 উদীচী গণসাংস্কৃতিক সংগঠন কে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শিরোনামে স্থানান্তর করেছেন: দা...
আফতাব বট (আলোচনা | অবদান)
উদ্ধৃতি টেমপ্লেটের তারিখ সংশোধন
৮১ নং লাইন:
}}
 
'''বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী''' (সংক্ষেপে - '''উদীচী''') হচ্ছে বাংলাদেশের বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন। ১৯৬৮ সালে বিপ্লবী কথাশিল্পী [[সত্যেন সেন]] উদীচী গঠন করেন। পরবর্তী সময়ে [[রণেশ দাশগুপ্ত]], [[শহীদুল্লাহ কায়সার|শহীদুল্লাহ কায়সার সহ]] একঝাঁক তরুণ উদীচীর সাথে সম্পৃক্ত হন।<ref>[http://www.orangebdgroup.com/samakal/details.php?news=23&action=main&option=all&menu_type=&pub_no=144&type= উদীচীই পারে চ্যালেঞ্জ নিতে, '''দৈনিক সমকাল''']</ref> জন্মলগ্ন থেকে উদীচী অধিকার, স্বাধীনতা ও সাম্যের সমাজ নির্মাণের সংগ্রাম করে আসছে। উদীচী ’৬৮, ’৬৯, ’৭০, ’৭১ সালে বাঙালির সার্বিক মুক্তির চেতনাকে ধারণ করে গড়ে তোলে [[সাংস্কৃতিক]] সংগ্রাম। এ [[সংগ্রাম]] গ্রাম-বাংলার পথে-ঘাটে ছড়িয়ে পড়ে। ১৯৭১ সালে উদীচীর কর্মীরা প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশ নেয়। দেশের সকল গণতান্ত্রিক, মৌলবাদবিরোধী ও সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামে এ সংগঠন বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে। বর্তমানে সারাদেশে উদীচীর তিন শতাধিক শাখা রয়েছে। দেশের বাইরেও ছয়টি দেশে শাখা রয়েছে উদীচীর। ২০১৩ সালে এই সংঠনটি দেশের সর্বোচ্চ সম্মাননা [[একুশে পদক]] লাভ করে।<ref>{{সংবাদ উদ্ধৃতি |url=http://archive.thedailystar.net/newDesign/news-details.php?nid=112544 |title=Udichi's anniversary celebration across the country |newspaper=[[দ্য ডেইলি স্টার (বাংলাদেশ)|দ্য ডেইলি স্টার]] |date=|accessdate=১৭ আগস্ট, ২০১৭}}</ref>
 
== বিভাগ ও শাখা ==