আসানসোল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
সংশোধন
সম্প্রসারণ
৯৩ নং লাইন:
 
এই শহরের জনসংখ্যার ১১% হল ৬ বছর বা তার কম বয়সী।
==যোগাযোগ ব্যবস্থা==
[[দক্ষিণবঙ্গ রাজ্য পরিবহন নিগম]] কলকাতা এবং [[মালদা]], [[শিলিগুড়ি]], [[মেদিনীপুর]], [[বাঁকুড়া]], [[সিউড়ি]], [[পুরুলিয়া]], [[বর্ধমান]], কালনা, [[হাবড়া]], [[ব্যারাকপুর]], [[দীঘা]], [[বোলপুর]], কিনাহার এবং [[বহরমপুর]] এবং অন্যান্য অনেক গন্তব্যস্থলে দৈনন্দিন বাস পরিসেবা পরিচালনা করে। এছাড়াও [[উত্তরবঙ্গ রাজ্য পরিবহন নিগম]] শহর থকে অন্য শহরে বাস পরিসেবা প্রদান করে। অনেকগুলি বেসরকারি বাস অপারেটর, ট্যাক্সি, <ref>{{cite news |title=Bengal promotes green transport in Asansol-Durgapur area |url= http://aitcofficial.org/aitc/bengal-promotes-green-transport-in-asansol-durgapur-area/|accessdate = 21 Dcember 2017}}</ref> ওলা ক্যাশ ইত্যাদি রেডিও ট্যাক্সিগুলি স্থানীয়ভাবে এবং আন্তঃসীমান্ত রুটগুলিও যাত্রী পরিবহনের কাজ করে। বিভিন্ন বেসরকারি বাস সংগঠন আসানসোল থেকে বর্ধমান, [[কল্যাণী]], হাওড়া, [[বারাসাত]] ও বাঁকুড়া শহরে বাস পরিচালনা করে। নগরীর বাস পরিসেবা আরও উন্নতির জন্য এবং দূষণমুক্ত করার জন্য রাজ্যের পরিবহন বিভাগ আসানসোলে বৈদ্যুতিক বাস চালু করতে যাচ্ছে। দুর্গাপুর-আসানসোল রুটে যেসব বৈদ্যুতিক বাস চলাচল করবে, সেগুলি দক্ষিণবঙ্গ রাজ্য পরিবহন নিগম (এসবিএসটিসি) এর বাস ডিপোতে রিচার্জ বা পুনঃনির্ধারিত হবে।<ref>{{cite news |title= WB govt negotiates with world bank to procure 130 electric buses |url= http://www.asianage.com/metros/kolkata/291117/towards-cleaner-city-wb-govt-negotiates-with-world-bank-to-procure-130-electric-buses.html| accessdate = 21 December 2017}}</ref><ref>{{cite news| title =State Transport department to introduce electric buses in city | url = http://www.millenniumpost.in/kolkata/state-transport-department-to-introduce-electric-buses-in-city-272339| accessdate = 21 December 2017}}</ref>
 
[[File:Asansol railway station platform.JPG|thumb|right|200px|আসানসোল স্টেশনের রেল প্লাটফর্ম]]
 
আসানসোলের প্রধান রেল স্টেশন শহর [[আসানসোল রেল স্টেশন|আসানসোল জংশন]]। এই স্টেশন থেকে বহু স্থানে রেল সংযোগ রয়েছে। [[উত্তর ভারত|উত্তর ভারতের]] সঙ্গে, [[কলকাতা]]র সঙ্গে সংযোগের প্রায় সমস্ত ট্রেন [[আসানসোল|আসানসোলের]] সাথে সংযুক্ত। ফলস্বরূপ, আসানসোল [[নতুন দিল্লি]], [[জম্মু]], [[অমৃতসর]], [[লুধিয়ানা]], [[এলাহাবাদ]], [[কানপুর]], লখনৌ, [[দেরাদুন]], [[জয়পুর]], কোটা, জোড়পুর, [[জয়সালমের|জয়সালমির]], [[গোয়ালিয়র]], [[ভোপাল]], [[ইন্দোর]], [[পাটনা]], [[রাঁচি]] এবং [[ধানবাদ|ধানবাদের]] মতো শহরগুলির সাথে চমৎকার সংযোগ স্থাপন করে। [[মুম্বাই]], [[আহমেদাবাদ]] এবং [[সুরাট|সুরাটের]] মত পশ্চিমী শহরগুলি এবং [[ভুবনেশ্বর]], [[বিশাখাপত্তনম]], [[বিজয়ওয়াড়া]], [[চেন্নাই]], ব্যাঙ্গালোর ও [[তিরুবনন্তপুরম|তিরুবনন্তপুরমের]] মত শহরগুলির সঙ্গে ভালো রেল যোগাযোগ রয়েছে আসানসোল শহরের। এটি রেলপথে [[উত্তর-পূর্ব ভারত|উত্তর-পূর্ব অঞ্চলের]] প্রধান শহর [[গুয়াহাটি]]র সাথেও সংযুক্ত। <ref>[http://www.makemytrip.com/railways/asansol_jn-asn-railway-station.html/ ] {{webarchive |url=https://web.archive.org/web/20100523124823/http://www.makemytrip.com/railways/asansol_jn-asn-railway-station.html/ |date=23 May 2010 }}</ref>
 
===সড়কপথ===
 
[[গ্র্যান্ড ট্রাঙ্ক রোড]] বা জাতীয় সড়ক ১৯ আসানসোলকে অতিক্রম করেছে। এই সড়কটি পূর্ব দিকে কলকাতা এবং উত্তর-পশ্চিমে দিকে দিল্লিকে যুক্ত করেছে আসানসোলের সঙ্গে। জাতীয় সড়ক ১৪ আসানসোল শহরকে দক্ষিণে ওড়িশা রাজ্যের সঙ্গে এবং উত্তরে ফারাক্কা ও উত্তরবঙ্গের সঙ্গে যুক্ত করেছে। এছাড়া সড়কপথে শহরটি ধানবাদ, বাঁকুড়া, পাটনা, [[হলদিয়া]]র সঙ্গে যুক্ত রয়েছে।
 
===রেলপথ===
[[File:Asansol Railway Station.jpg| thumb|right| আসানসোল জংশন রেলওয়ে স্টেশনের প্রধান প্রবেশ পথ]]
 
আসানসোল শহর রেল পরিবহনের কেন্দ্রবিন্দু। আসানসোল রেলওয়ে বিভাগ বর্তমানে পূর্ব রেল জোনের একটি অংশ। এই শহরটি আসানসোল রেল বিভাগের সদর দপ্তর হিসেবে কাজ করে এবং পশ্চিমবঙ্গ ও [[ঝাড়খণ্ড]] জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ৪৯৩ কিলোমিটার (৩০৬ মাইল) রেলপথ রয়েছে এই রেল বিভাগে। আসানসোল রেল বিভাগের স্টেশনগুলি হল আন্দুল, [[রাণীগঞ্জ]] এবং [[দুর্গাপুর]]। <ref>{{cite web|url=http://www.er.indianrailways.gov.in/view_section.jsp?lang%3D0%26id%3D0%2C1%2C702%2C707%2F |title=Archived copy |accessdate=2017-12-21 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20130927024426/http://www.er.indianrailways.gov.in/view_section.jsp?lang=0&id=0%2C1%2C702%2C707%2F |archivedate=27 September 2013 |df=dmy }}</ref>
 
কলকাতা থেকে দিল্লি পর্যন্ত প্রধান রেললাইনটি শহরের মধ্য দিয়ে হাওড়া থেকে নতুন দিল্লির দিকে যায় এবং সীতারামপুর রেল জংশনে গ্রান্ড কর্ড লাইন যুক্ত রয়েছে, আসানসোল জংশনের সামান্য কিছু পশ্চিমে। [[বর্ধমান-আসানসোল রেল পথ]] [[হাওড়া-দিল্লি প্রধান লাইন|হাওড়া-দিল্লি প্রধান লাইনের ]] একটি অংশ। অন্ডালের সঙ্গে আসানসোল এবং পরে [[জমশেদপুর]], পুরুলিয়া ও [[খড়্গপুর]] থেকে বাঁকুড়া পর্যন্ত রেলওয়ে ট্র্যাকের আরেকটি রেলপথ রয়েছে। একটি শাখা লাইন [[সাহেবগঞ্জ]] লুপের উপর সাঁথিয়া দিয়ে অন্ডালকে সংযুক্ত করেছে।
 
===আকাশপথ===
আসানসোল মহানগরের অন্তর্গত [[বার্ণপুর]] শহরে [[দামোদর নদ|দাদোদর নদের]] তীরে অবস্থিত একটি ব্যক্তিগত বিমানবন্দর রয়েছে। এই বিমানবন্দরের মালিকানা রয়েছে ইস্কো ইস্পাত (বার্নপুর ইস্পাত কারখানা) কারখানার কাছে। বর্তমানে এই বিমানবন্দর [[ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ]] দ্বারা পরিচালিত হয়। বর্তমানে বিমানবন্দরের রানওয়ে ১,২২০ মিটার (৪,০০০ ফু) দীর্ঘ ও ২৩ মিটার চওড়া।বিমানবন্দরটিতে কোনো টার্মিনাল বা প্রান্তীক নেই। নেই কোনো এটিসি নিয়ন্ত্রণ ভবন।
 
==আরও দেখুন==