মধ্যপ্রদেশ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Pratik89Roy (আলোচনা | অবদান)
Pratik89Roy (আলোচনা | অবদান)
৫৬ নং লাইন:
* '''ঘুঘুয়া জাতীয় উদ্যান''' ভারতবর্ষের একমাত্র [[জীবাশ্ম]] পার্ক । আমেরিকার [[অ্যারিজোনা|অ্যারিজোনার]] [[শিলীভূত বন জাতীয় উদ্যান]] ছাড়া পৃথিবীতে এটাই বোধহয় একমাত্র ‘অরণ্য’ যা কয়েক মিলিয়ন বছর আগে জীবাশ্ম হয়ে ‘রকগার্ডেন’-এ রূপান্তরিত হয়েছে। কার্বন ডেটিং পরীক্ষায় জানা গিয়েছে, প্রায় ৬৫ মিলিয়ন বছর আগে এই জায়গায় ক্রান্তীয় চির সবুজ বৃক্ষের বিশাল এক জঙ্গল ছিল। ঘুঘুয়া এবং পার্শ্ববর্তী গ্রাম উমারিয়া নিয়ে প্রায় ২৭ হেক্টর জায়গা জুড়ে এই জীবাশ্ম পার্কের ব্যাপ্তি। এখনও অবধি এই পার্কে ৩১টি প্রজাতির উদ্ভিদ শনাক্ত করা গিয়েছে। তাদের বেশির ভাগই পাম ও দ্বিবীজপত্রী উদ্ভিদ। ইউক্যালিপটাস, খেজুর, কলা, রুদ্রাক্ষ, জাম— এই সব ক্রান্তীয় সবুজ গাছকেই চিহ্নিত করে রাখা হয়েছে। রয়েছে ছোট বড় ইউক্যালিপটাসের জীবাশ্ম-গুঁড়ি। বিশাল সেই গুঁড়ির মধ্যে এখনও দেখা যায় গাছের বয়স-রেখা। স্থানীয়দের কাছে এই অঞ্চল ‘পাত্থর কা পেড়’ অর্থাত্ পাথরের গাছ নামেই পরিচিত। একটু উল্টেপাল্টে নিলেই— গাছ-পাথর।
* [[ভেদাঘাট]]
* [[সাঁচী]]
* [[ভীমবেটকা প্রস্তরক্ষেত্র]]
 
== তথ্যপঞ্জি ==