শাম্মী আখতার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
১০ নং লাইন:
}}
'''শামীমা আক্তার''' ('''শাম্মী আক্তার নামে পরিচিত''') (মৃত্যু: ১৬ জানুয়ারি ২০১৮) বাংলাদেশ একজন নারী সংগীত শিল্পী।<ref>{{cite web|url=http://www.jaijaidinbd.com/?view=details&archiev=yes&arch_date=22-03-2015&type=single&pub_no=1138&cat_id=3&menu_id=63&news_type_id=1&index=1|title=স্বাধীনতা দিবসে শাম্মীর হ্যাটট্রিক|publisher=[[যায়যায়দিন]]}}</ref> ২০১০ সালে তিনি ‘[[ভালোবাসলেই ঘর বাঁধা যায় না]]’ সিনেমার জন্য [[জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)|জাতীয় চলচ্চিত্র পুরস্কার]] লাভ করেন।<ref>{{cite web|url=http://www.dailynayadiganta.com/detail/news/70135|title=পুরনো দিনের জোড়া গান নিয়ে শাম্মী|publisher=দৈনিক নয়া দিগন্ত|date=১৭ নভেম্বর ২০১৫}}</ref>
 
==জন্ম ও পারিবারিক জীবন==
শাম্মী আক্তার খুলনায় জন্মগ্রহণ করেন। বাবার বদলির কারণে দেশের কয়েকটি জেলায় বিভিন্ন শিক্ষকের কাছে সংগীতের তালিম নেওয়ার সুযোগ পান তিনি। ১৯৭৭ সালের ২২ ফেব্রুয়ারি আকরামুল ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।<ref>{{ওয়েব উদ্ধৃতি|title=শাম্মী আক্তার আর নেই|url=http://www.prothomalo.com/entertainment/article/1410296/শাম্মী-আক্তার-আর-নেই|website=[[দৈনিক প্রথম আলো]]|accessdate=16 জানুয়ারি 2018}}</ref>
 
==কর্মজীবন==
ছয় বছর বয়সে তাঁর সংগীতজীবনের শুরু হয়। গানের জগতে তাঁর হাতেখড়ি হয় বরিশালের ওস্তাদ গৌরবাবুর কাছে। বাবা শামসুল করিম সরকারি চাকরি করতেন। বাবার বদলির কারণে দেশের কয়েকটি জেলায় বিভিন্ন শিক্ষকের কাছে সংগীতের তালিম নেওয়ার সুযোগ পান তিনি। ১৯৭০ সালে তিনি খুলনা বেতারে তালিকাভুক্ত হন। ১৯৭৫ সালে ঢাকায় এসে গান গাওয়ার আমন্ত্রণ পান। খুলনা থেকে ঢাকায় চলে আসেন শাম্মী আখতার। নিয়মিত গাইতে শুরু করেন বেতার ও টেলিভিশনে। প্রখ্যাত সংগীত পরিচালক সত্য সাহা তাঁকে ‘অশিক্ষিত’ চলচ্চিত্রে গান গাওয়ার সুযোগ দেন। এতে গান গাওয়ার মধ্য দিয়ে প্লেব্যাক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। প্রথম প্লেব্যাকেই দারুণ জনপ্রিয় হয় তাঁর গাওয়া গান ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’।
 
তিনি প্রায় তিন শতাধিক চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ ছবির ‘ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না’ গানের জন্য ২০১০ সালে শাম্মী আক্তার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
 
== উল্লেখযোগ্য গান ==