কেন্দুলি মেলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
১ নং লাইন:
{{কাজ চলছে}}
প্রতি বছর মকর সংক্রান্তির পুণ্যস্নানের মধ্যে দিয়েই, [[বীরভূম জেলা|বীরভূম জেলায়]] শুরু হয় ঐতিহ্যবাহী '''কেন্দুলি মেলা''' বা জয়দেব-কেন্দুলি মেলা। কেন্দুলির এই মেলা ঘিরে মানুষজনের মধ্যে উন্মাদনা তুঙ্গে থাকে। কবি [[জয়দেব|জয়দেবের]] স্মরণে প্রতিবছর মকর সংক্রান্তির দিনেই শুরু হয় মেলা। <ref>{{cite news|title=বীরভূমে শুরু হল ঐতিহ্যবাহী জয়দেব মেলা |url= http://zeenews.india.com/bengali/zila/jaydev-mela-at-birbhum_158368.html|accessdate= 1 January 2017|date= 14 January 2017| publisher = ২৪ ঘণ্টা }}</ref>
 
[[অজয় নদ |অজয় নদের]] পাড়ে ছোট্ট গ্রাম [[জয়দেব কেন্দুলি]]। নদীর পাড়ে বাউল আখড়ায় বসেছে জমজমাট গানের আসর। প্রতিবছরই এই সময়টার অপেক্ষায় দিন গোনেন বাউলপ্রেমি মানুষজন। মকরস্নানের দিন থেকেই শুরু হয়ে যায় গান-বাঝনক, মেলা, উত্‍সব। কেন্দুলি গ্রামে গীতগোবিন্দের রচয়িতা কবি জয়দেবের জন্মস্থান। লক্ষ্যণ সেনের সভাকবি ছিলেন তিনি। লক্ষ্যণ সেনই এখানে রাধামাধব মন্দির প্রতিষ্ঠা করেন।
 
জয়দেব মেলা মানেই বাউল গানের আসর। সেইসঙ্গে অবশ্যই কীর্তন।
 
==ইতিহাস ==
বীরভূম-বর্ধমান জেলার সীমান্ত বরাবর বয়ে চলা [[অজয় নদ|অজয় নদের ]] ধারে কেন্দুলি গ্রাম। এখানেই ছিল রাজা লক্ষ্মণ সেনের সভাকবি জয়দেবের নিবাস। রাধাগোবিন্দের মন্দির সহ কেন্দুলিতে জয়দেবের স্মৃতিধন্য বহু দ্রষ্টব্য থাকলেও কেন্দুলির সব চেয়ে বড় পরিচয় পৌষ সংক্রান্তির মেলা, যাকে কেন্দ্র করে কেন্দুলির কথা আজ দেশের সীমানা ছাড়িয়েছে। প্রাচীনত্ব ও জনপ্রিয়তার নিরিখে এ মেলা আজ দেশের অন্যতম প্রধান মেলা হিসেবে পরিগণিত হয়। এই একবিংশ শতকেও সমাগম হয় লক্ষাধিক মানুষের। ঐতিহাসিকদের মতে গঙ্গাবোধে অজয়ে মকরস্নান উপলক্ষেই এই মেলার সূচনা হয়েছে সুদূর অতীতে। পরে তার সঙ্গে জয়দেবীয় ঐতিহ্যধারা যুক্ত হয়ে হয়েছে জয়দেবের মেলা।