বুধ গ্রহ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Che12Guevara (আলোচনা | অবদান)
সংশোধন
সংশোধন
১২০ নং লাইন:
}}
 
'''বুধ''' ({{lang-en|Mercury}}; {{IPA2|ˈmɜ(ɹ).kjə.ɹi}}) ''মার্কিউরী'') [[সৌরজগৎ|সৌরজগতের]] প্রথম এবং ক্ষুদ্রতম [[গ্রহ]]। এটি [[সূর্য|সূর্যের]] সর্বাপেক্ষা নিকটতম গ্রহ। এর কোনও উপগ্রহ নাই। এটি সূর্যকে প্রতি ৮৮ দিনে একবার প্রদক্ষিণ করে। এর উজ্জ্বলতার [[আপাত মান]] -২.৬ থেকে +৫.৭<ref>{{ওয়েব উদ্ধৃতি|url=https://web.archive.org/web/20140328023718/http://nssdc.gsfc.nasa.gov/planetary/factsheet/mercuryfact.html|title=Mercury Fact Sheet|date=2014-03-28|access-date=2017-12-28}}</ref><ref>{{ওয়েব উদ্ধৃতি|url=https://eclipse.gsfc.nasa.gov/TYPE/mercury2.html|title=NASA RP 1349 - Mercury Ephemeris|access-date=2017-12-28}}</ref> পর্যন্ত হয়ে থাকে। কিন্তু একে পৃথিবী থেকে সহজে দেখা যায় না, কারণ সূর্যের সাথে এর বৃহত্তম কৌণিক পার্থক্য হচ্ছে মাত্র ২৮.৩ ডিগ্রী। কেবল সকাল ও সন্ধ্যার ক্ষীণ আলোয় এটি দৃশ্যমান হয়। বুধ গ্রহ সম্বন্ধে সংগৃহীত তথ্যের পরিমাণ তুলনামূলক কম। বুধ অভিমুখী নভোযান হলো [[মেরিনার ১০]] যা [[১৯৭৪]] - [[১৯৭৫]] সালে অনুসন্ধানী অভিযান চালিয়েছিল এবং [[মেসেঞ্জার (নভোযান)|মেসেঞ্জার]] যা ২০০৪ - ২০১৫ সালে ৪০০০ বার অনুসন্ধানী অভিযান চালিয়েছিল।<ref>{{ওয়েব উদ্ধৃতি|url=http://www.planetary.org/blogs/emily-lakdawalla/2014/10100759-from-mercury-orbit-messenger.html|title=From Mercury orbit, MESSENGER watches a lunar eclipse|language=en|access-date=2017-12-28}}</ref><ref>{{সংবাদ উদ্ধৃতি|url=http://www.astronomy.com/news/2014/12/innovative-use-of-pressurant-extends-messengers-mercury-mission|title=Innovative use of pressurant extends MESSENGER's Mercury mission|newspaper=Astronomy.com|access-date=2017-12-28}}</ref>
 
ভৌত বৈশিষ্ট্যের দিক দিয়ে বুধ অনেকটা [[চাঁদ|চাঁদের]] মতো কারণ চাঁদের মতো এই গ্রহেও রয়েছে প্রচুর খাদ। গ্রহটির কোনও স্থিতিশীল বায়ুমণ্ডল নেই, নেই কোনও [[প্রাকৃতিক উপগ্রহ]]। এর একটি সুবৃহৎ [[লৌহ]] কেন্দ্র রয়েছে। এই কেন্দ্র কর্তৃক উৎপাদিত [[চৌম্বক ক্ষেত্র]] পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের তুলনায় ০.১% অধিক শক্তিশালী। বুধের পৃষ্ঠতলের তাপমাত্রা ৯০ থেকে ৭০০ কেলভিনের মধ্যে থাকে। সবচেয়ে উত্তপ্ত স্থান হচ্ছে [[অর্ধসৌর বিন্দু]] এবং শীতলতম স্থান হল এর মেরুর নিকটে অবস্থিত খাদসমূহের নিম্ন বিন্দু।