খোটান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
আইএসবিএন টেমপ্লেট যোগ
১৫ নং লাইন:
[[File:Bronze coin of Kanishka found in Khotan.jpg|thumb|খোটানে প্রাপ্ত সম্রাট [[কণিষ্ক|কণিষ্কের]] সময়কার ব্রোঞ্জমূদ্রা]]
 
সপ্তম শতাব্দীর চিনাচীনা [[পর্যটক]] [[হিউয়েন সাঙ|হিউয়েন সাঙের]] বিবরণী থেকে জানা যায় যে খোটানে চাষযোগ্য জমির পরিমাণ ছিলো অত্যন্ত কম ,কিন্তু সেগুলি ছিলো খুবই উর্বর। এইসব উর্বর জমিতে প্রচুর পরিমাণে খাদ্যশস্য ও ফল উৎপন্ন হতো। তিনি আরও উল্লেখ করেছিলেন যে, এ স্থান কার্পেট আর [[রেশম]] উৎপাদনে সুপরিচিত ছিল।<ref name="Hsüan-Tsang 1985">Hsüan-Tsang (1985). "Chapter 12". In Ji Xianlin. Records of the Western Regions. peking.</ref> এছাড়াও [[জেডপাথর|জেড]] নামে সাদা কালো [[সিলিকেট]] ঘটিত এক ধরণের [[রূপান্তরিত শিলা]] দিয়ে খোটানীরা সুদৃশ্য অলংকার তৈরি করতো।
[[File:chinese jadeite buttons.jpg|thumb|চৈনিক জেড শিল্পের সংগ্রহে কিছু জেডেলাইট বোতাম]] এক কথায় বলতে গেলে, খোটানের প্রধান [[অর্থনীতি|অর্থনৈতিক]] ভিত্তি ছিলো নদীর জলসেচ দ্বারা উৎপাদিত ফসল এবং উল্লিখিত কুটিরশিল্প। [[হিউয়েন সাঙ]] খোটানের মানুষের সংস্কৃতির কথাও উল্লেখ করেছেন। সাহিত্যের প্রতি এদের অনুরাগ যেমন ছিলো তেমনি [[সংগীত]] ও [[নৃত্য|নৃত্যকলায়]] এরা পারদর্শী ছিলো। শহরের মানুষেরা হাল্কা ও সাদা রঙের রেশমের পোশাক পরিধান করতেন।<ref name="Hsüan-Tsang 1985"/> চিনদেশে প্রথম রেশম চাষ শুরু হয়েছিলো একথা যেমন সত্য তেমনি একথাও সমভাবে সত্য যে [[চিন|চিনদেশের]] বাইরে প্রথম রেশমের প্রচলন হয়েছিলো খোটানে। মতভেদ থাকলেও খোটানে [[রেশম]] চাষ বিষয়ে জনশ্রুতি আছে যে, জনৈক চৈনিক রাজকুমারী খোটানী রাজাকে বিয়ের সময়ে তাঁর কবরীর মধ্যে লুকিয়ে রেশম কীট নিয়ে আসেন। সেখান থেকেই খোটানে রেশমের প্রচলন হয় এবং কালক্রমে [[রেশম|রেশমশিল্প]] খোটানের অর্থনীতির অঙ্গীভূত হয়ে পড়ে।<ref>Hill (2009). "Appendix A: Introduction of Silk Cultivation to Khotan in the 1st Century CE", pp. 466-467.</ref>