বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Imonreza (আলোচনা | অবদান)
২৮ নং লাইন:
 
জনাব Imonreza, আপনি অনেক বিষয়শ্রেণী ভুলভাবে যুক্ত করছেন। আমি বুঝতে পারছি আপনি ভালো উদ্দেশ্য নিয়েই করেছেন। কিন্তু উইকিপিডিয়ায় বিষয়শ্রেণী এভাবে যুক্ত করা হয় না। যেমন: [[অজিত দত্ত]] পাতায় [[:বিষয়শ্রেণী:কবি]], [[:বিষয়শ্রেণী:সাহিত্যিক]], [[:বিষয়শ্রেণী:অধ্যাপক]], [[:বিষয়শ্রেণী:শিক্ষক]], [[:বিষয়শ্রেণী:পেশাভিত্তিক নামের তালিকা]] যোগ করেছেন। কিন্তু এখানে এগুলি হচ্ছে মূল বিষয়শ্রেণী। এই সব বিষয়শ্রেণী সরাসরি নিবন্ধ যোগ করা উচিত নয়। এগুলি উপশ্রেণীতে ভাগ করে তাতে যোগ করা উচিত। যেমন: [[:বিষয়শ্রেণী:ভারতীয় কবি]] (কবি→জাতীয়তা অনুযায়ী কবি→'''ভারতীয় কবি'''), [[:বিষয়শ্রেণী:ভারতীয় সাহিত্যিক]], [[:বিষয়শ্রেণী:ভারতীয় অধ্যাপক]], [[:বিষয়শ্রেণী:ভারতীয় শিক্ষক]]। দয়া করে [[উইকিপিডিয়া:বিষয়শ্রেণীকরণ]] পড়ুন। কোথায় কি বিষয়শ্রেণী যোগ করা উচিত '''তা না বুঝলে''' সংশ্লিষ্ট নিবন্ধের ইংরেজি বা অন্য উইকির সংস্করণ (যদি থাকে) দেখে বিষয়শ্রেণী যোগ করুন আর [[:বিষয়শ্রেণী:পেশাভিত্তিক নামের তালিকা]] বিষয়শ্রেণীর নাম অনুযায়ী এতে যোগ করা পাতা অর্থ তৈরি করে না, এটা বাতিল করতে হবে। পরিশেষে, দুঃখজনকভাবে বলতে হচ্ছে আপনার বিষয়শ্রেণী যোগের সম্পাদনাগুলি বাতিল করতে হবে। আপনি এখন আপনার সম্পাদনা বাতিলের অনেকগুলি বিজ্ঞপ্তি পাবেন। '''দয়া করে হতাশ হবেন না। আমিও শুরুতে এই রকম ভুল করেছি।''' বিষয়শ্রেণীকরণ নিয়ে আপনাকে চিন্তিত হতে হবে না। আপনি নিবন্ধ তৈরি, সম্প্রসারণের দিকে মনযোগ দিন। ধন্যবাদ। --[[ব্যবহারকারী:Aftabuzzaman|আফতাব]] ([[ব্যবহারকারী আলাপ:Aftabuzzaman|আলাপ]]) ১৬:০৭, ৭ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)
 
জনাব [[ব্যবহারকারী:Aftabuzzaman|আফতাব]], আপনার বিস্তারিত আলাপের জন্য ধন্যবাদ জানাচ্ছি। [[উইকিপিডিয়া:বিষয়শ্রেণীকরণ]] পাতাটি আমি আগেও পড়েছি, কিছু ইংরেজী বুঝতে আমার সমস্যা হলেও মূল ব্যপারগুলো বুঝেছি আগেই। এরপর এখানে আপনি যা বোঝাতে চেয়েছেন, আমি বুঝতে পেরেছি।
কিন্তু আমার অবস্থানটা অন্য জায়গায়। আমি চেয়েছিলাম একটা বৈশ্বিক তালিকা পাতা, যেখানে বিষয়শ্রেণীভিত্তিক জীবনীগুলো সবাই একসাথে পাবে। হতে পারে তিনি ভারতীয় কবি, কিংবা ইংল্যান্ডের কবি। কিন্তু [[:বিষয়শ্রেণী:কবি]] পাতায় যেনো সেই নামটা থাকে। ধরুন আমি জানি 'ক' একজন কবি, কিন্তু কোন সম্প্রদায়ভুক্ত কবি তা জানিনা। কোন দেশের কবি তাও জানিনা। কিংবা ধরুন তার নামটিও পুরোটা জানিনা। অথবা ধরুন, উইকিপিডিয়ায় কতোজন কবির জীবনী আছে সেটাও জানিনা। সেক্ষেত্রে [[:বিষয়শ্রেণী:কবি]] পাতাটিতে আমি কবির বৈশ্বিক তালিকা পেতে পারি।
 
 
লক্ষ করুন, [[:বিষয়শ্রেণী:কবি]], [[:বিষয়শ্রেণী:সাহিত্যিক]], [[:বিষয়শ্রেণী:ভাষাবিজ্ঞানী]] ইত্যাদি পাতাগুলো। যেমন '''[[:বিষয়শ্রেণী:কবি]]''' পাতাটিতে '''উপবিষয়শ্রেণীসমূহ''' তালিকায় [[:বিষয়শ্রেণী:বাঙালি কবি]], [[:বিষয়শ্রেণী:রোম্যান্টিক কবি]], [[:বিষয়শ্রেণী:আধুনিক কবি]] ইত্যাদি অন্যান্য '''বিষয়শ্রেণী''' রয়েছে। এবং সেইসাথে '''"কবি" বিষয়শ্রেণীতে অন্তর্ভুক্ত নিবন্ধসমূহ''' তালিকায় ২৩টি জীবনীও রয়েছে। একইরকমভাবে অন্যান্য বিষয়শ্রেণীতেও একইরকম '''উপবিয়য়শ্রেণী''' ও নামের তালিকা রয়েছে। লক্ষ করার মতো ব্যপার হলো- উইকিপিডিয়ায় '''উপবিয়য়শ্রেণী''' বা সাব-ক্যাটাগরী বলতে কিছু আছে কি? সবই ক্যাটাগরী এবং একটা ক্যাটাগরীকেই অন্য ক্যাটাগরীর আওতাভুক্ত করলে সেটা '''উপবিষয়শ্রেণী''' হিসেবে পরিগণিত হয়। এখানে ২ স্তর ব্যবহৃত হচ্ছে। ৩ স্তর ব্যবহৃত হলে সমস্যা কী? আমি জানিনা।
আমরা যখন ওয়েবসাইট বানাই, তখন কিন্তু বহুস্তরবিশিষ্ট ক্যাটাগরী তৈরি করি অনেক সময়। যেমন: পোষাক>পুরুষের পোষাক>শার্ট ইত্যাদি। যেমন ওয়ার্ডপ্রেস বা অন্যকিছু CMS এ এটা করা খুবই সহজ।
ঠিক একইভাবে আমি যেটা করতে চেয়েছি এখানে সেটি হলো: '''পেশা>কবি/সাহিত্যিক/বিজ্ঞানী/রসায়নবিদ>বাংলাদেশী কবি/ভারতীয় সাহিত্যিক/মার্কিন বিজ্ঞানী/ইটালীয় রসায়নবিদ'''
আশা করি, আমি ব্যপারটি বুঝাতে পেরেছি।
আরেকটি কথা হলো- উইকিপিডিয়া বৈশ্বিক তথ্যকোষ। এখানে বৈশ্বিক তালিকা পাতা থাকতেই পারে, থাকা সংগতও। অন্য কোন ভাষায় থাকলেই সেরকমটি বাংলায় থাকবে, অন্যথায় থাকবেনা বা থাকতে পারেনা- এরকম মতের সাথে আমি এমত নই।
 
শেষমতে, আমি ক্ষুদ্র পাঠক। আগ্রহের বশে টুকটাক সম্পাদনা করি। আমি আমার মতামতটির সামান্য ব্যাখা দিলাম। আপনি প্রশাসক, অভিজ্ঞ। আশা করি, আমার সদিচ্ছাকে অপরাধ হিসেবে দেখবেন না। কিন্তু সেইসাথে, আমি যে সদিচ্ছাটি করলাম, তার একটি উপযুক্ত সমাধানও আপনার কাছ থেকে প্রত্যাশা করি। -- [[ব্যবহারকারী:Imonreza|ইমন রেজা]] ([[ব্যবহারকারী আলাপ:Imonreza#top|আলাপ]]) ১৮:৩০, ৭ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)