মার্কিন যুক্তরাষ্ট্র: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
ইংরেজি ভাষাতে American পরিভাষা কীভাবে ব্যবহৃত হয়, সেটা বাংলা উইকিপিডিয়ার আলোচ্য বিষয় নয়;
Zaheen (আলোচনা | অবদান)
→‎নামকরণ: আরও সংশোধন; The United States কীভাবে ইংরেজি ভাষায় ব্যবহার করা হয়, তা বাংলা উইকিতে অনালোচ্য
১০০ নং লাইন:
১৫০৭ সালে জার্মান মানচিত্রকর মার্টিন ওয়াল্ডসিম্যুলার বিশ্বের একটি মানচিত্র প্রকাশ করেন। এই মানচিত্রে তিনি ইতালীয় আবিষ্কারক ও মানচিত্রকর আমেরিগো ভেসপুচির নামানুসারে পশ্চিম গোলার্ধের নামকরণ করেন [[আমেরিকা|"আমেরিকা"]]।<ref>{{ওয়েব উদ্ধৃতি|url=http://www.usatoday.com/news/nation/2007-04-24-america-turns-500_N.htm?csp=34|title=Cartographer Put 'America' on the Map 500 years Ago|work=USA Today|date=2007-04-24|accessdate=2008-11-30}}</ref> মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রে পূর্বতন ব্রিটিশ কলোনিগুলি প্রথম দেশের আধুনিক নামটি ব্যবহার করে। ১৭৭৬ সালের ৪ জুলাই "unanimous Declaration of the thirteen united States of America" নামে এই ঘোষণাপত্রটি "Representatives of the united States of America" কর্তৃক গৃহীত হয়।<!--Do not uppercase "united" here: it is unambiguously lowercased in the Declaration--><ref>{{ওয়েব উদ্ধৃতি|url=http://www.archives.gov/exhibits/charters/charters.html|title=The Charters of Freedom|publisher=National Archives|accessdate=2007-06-20}}</ref> ১৭৭৭ সালের ১৫ নভেম্বর দ্বিতীয় মহাদেশীয় কংগ্রেসে আর্টিকলস অফ কনফেডারেশন বিধিবদ্ধকরণের মাধ্যমে বর্তমান নামটি চূড়ান্ত হয়। এই আর্টিকেলে বলা হয়েছিল: "The Stile of this Confederacy shall be 'The United States of America.'" সংক্ষিপ্ত নাম হিসেবে ''the United States'' নামটি প্রামাণ্য। অন্যান্য প্রচলিত নামগুলি হল ''the U.S.'', ''the USA'', ও ''America''। কথ্য নামগুলি হল ''the U.S. of A.'' ও ''the States''। [[ক্রিস্টোফার কলম্বাস|ক্রিস্টোফার কলম্বাসের]] নামানুসারে ''কলম্বিয়া'' নামটি এককালে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম হিসেবে ব্যবহৃত হত। "ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া" নামের মধ্যে এই নামটির আজও অস্তিত্ব রয়েছে।
 
মার্কিন নাগরিকেরা সাধারণভাবেবাংলা ভাষায় "মার্কিনী" নামে পরিচিত। যদিও সরকারিভাবে ইংরেজি ভাষাতে বিশেষণ হিসেবে "ইউনাইটেড স্টেটস" কথাটি ব্যবহৃত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র -সংক্রান্ত বিশেষণ হিসেবে "মার্কিন" শব্দটি ব্যবহার করা হয়। </ref> আমেরিকার অধিবাসী বা আমেরিকা সম্বন্ধীয় বোঝাতে বাংলায় 'মার্কিন' শব্দটি ব্যবহৃত হয়।<ref>{{ওয়েব উদ্ধৃতি|url=http://www.ovidhan.org/b2b/মার্কিন|title=Meaning of মার্কিন}}</ref>
 
পূর্বে "দ্য ইউনাইটেড স্টেটস" কথাটি বহুবচনে ব্যবহৃত হত ("the United States are")। গৃহযুদ্ধের পর ১৮৬৫ সালে মার্কিন সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে শব্দটিকে একবচন হিসেবে ঘোষণা করা হয় ("the United States is")। বর্তমানে একবচন রূপটিই প্রামাণ্য। বহুবচন রূপটি কেবল বাগধারা "these United States" কথাটিতেই ব্যবহৃত হয়।<ref>{{ওয়েব উদ্ধৃতি|url=http://itre.cis.upenn.edu/~myl/languagelog/archives/002663.html|author=Zimmer, Benjamin|date=2005-11-24|title=Life in These, Uh, This United States|publisher=University of Pennsylvania—Language Log|accessdate=2008-02-22}}</ref>
 
== ইতিহাস ==