প্যানজিয়া: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বিষয়শ্রেণী:ঐতিহাসিক মহাদেশ যোগ হটক্যাটের মাধ্যমে
বানান সংশোধন ও লিঙ্কযোগ
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
১ নং লাইন:
[[চিত্র:Pangaea bn.png|right|thumb|প্যানজিয়া]]
'''প্যানজিয়া''' (ইংরেজিরোমান ভাষায়হরফ: Pangea) প্রাগৈতিহাসিক পৃথিবীর একটি এককমহাদেশ।[[এককমহাদেশ]]। এটি প্যান্থলসাপ্যান্থালাসা ('''Panthalassa''') নামক একটিমাত্র মহাসাগর দ্বারা বেষ্টিত ছিল।
আজ থেকে ১১০ কোটি বছর পূর্বেও পৃথিবীতে একটিমাত্রই মহাদেশ ছিল, যার নাম [[রোডিনিয়া]]। ৭৫ কোটি বছর পূর্বে এটি ভেঙে যায় এবং কিছু অংশ দক্ষিণ গোলার্ধে চলে আসে। মহাদেশগুলো টেকটোনিক প্লেটের উপর অবস্থিত যারা চলমান। এই গতিই রোডিনিয়ার ভগ্নাংশগুলোকে আবার একত্র করে প্রায় ৩০ কোটি বছর পূর্বে গঠন করেছিল প্যানজিয়া, তবে এটি পুরোপুরি গঠিত হয় আনুমানিক ২৭ কোটি বছর পূর্বে।<ref>[http://www.britannica.com/EBchecked/topic/441211/Pangea Pangea], Encyclopedia Britannica</ref> ২০ কোটি বছর পূর্বে অবশ্য প্যানজিয়া ভেঙে উত্তরে [[লরেশিয়া]] ও দক্ষিণে [[গন্ডোয়ানা]] নামের দুটি অতিমহাদেশ গঠিত হয়। ১৮ কোটি বছর পূর্বে [[জুরাসিক]] যুগের শুরুর দিকেই গন্ডোয়ানার পূর্বাংশ আলাদা হয়ে যায়, যার অন্তর্ভুক্ত ছিল বর্তমান [[মাদাগাস্কার]], [[ভারতীয় উপমহাদেশ]], [[অস্ট্রেলিয়া]] ও [[অ্যান্টার্কটিকা]]। ১৩ কোটি বছর আগে পশ্চিম গন্ডোয়ানাও আবার দুই ভাগে ভাগ হয়ে যায়- এবার পূর্বের অংশটি হয় [[আফ্রিকা]] আর পশ্চিমেরটি [[দক্ষিণ আমেরিকা]]। এরপর ৯ কোটি বছর পূর্বে মাদাগাস্কার ভারতকেও ছেড়ে দেয়, হয়ে ওঠে একটি স্বাধীন দ্বীপ। মাদাগাস্কারের বন্ধন থেকে মুক্তি পেয়ে ভারত এশিয়ার দিকে এগোতে শুরু করে।<ref>Stanley, Steven (1998). Earth System History. USA. pp. 386–392.</ref>
[[চিত্র:Pangea animation 03.gif|thumb|left|প্যানজিয়া থেকে আধুনিক মহাদেশগুলোর ভাঙন ও তাদের অবস্থান প্রকৃতি]]'
 
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা}}