অ
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্য থাকল এর পরিচালককে জানান।
(সম্প্রসারণ) |
|||
'''ডিজেল''' (ইংরেজি Diesel fuel {{IPAc-en|ˈ|d|iː|z|əl}}) এক ধরনের তরল জীবাশ্ম জ্বালানী। এটিকে [[খনিজ তৈল]] (পেট্রোলিয়াম) আংশিক পরিশোধনের মাধ্যমে পাওয়া যায়। অপেক্ষাকৃত কম দামের বলে এটিকে [[ডিজেল ইঞ্জিন|ডিজেল ইঞ্জিনযুক্ত]] ভারি যানবাহনে ব্যবহার হয়।
ডিজেলকে পেট্রলের চেয়ে উন্নততর জ্বলনক্ষম জ্বালানি হিসেবে গণ্য করা হয়।
==উত্স==
জার্মান বিজ্ঞানী ও উদ্ভাবক [[রুডলফ ডিজেল]] তাঁর ১৮৯২ সালে উদ্সংভাবিত কোচন-স্ফুরণ ইঞ্জিনের জন্য পরীক্ষা-নিরীক্ষা চালানোর সময় ডিজেল জ্বালানি আবিষ্কার করেন। বিজ্ঞানী ডিজেল আদিতে কয়লার ধূলিকে জ্বালানি হিসেবে ব্যবহার করে ইঞ্জিনটি চালানোর জন্য নকশা করেছিলেন।<ref>{{patent|DE|67207|Rudolf Diesel: "Arbeitsverfahren und Ausführungsart für Verbrennungskraftmaschinen" pg 4.}}</ref> পরবর্তীতে তিনি অন্যান্য জ্বালানি যেমন উদ্ভিজ্জ তেল নিয়েও পরীক্ষা চালান।<ref>{{
==তথ্যসূত্র==
|