হ্যারি পটার (চরিত্র): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Nirzak (আলোচনা | অবদান)
শেষ উপস্থিতি যোগ টেম্পলেট ইডিটের মাধ্যমে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্য থাকল এর পরিচালককে জানান।
২৩ নং লাইন:
 
== উৎপত্তি ও বিকাশ ==
রাউলিং এর মতে, ১৯৯০ সালে তিনি যখন [[ম্যানচেস্টার]] থেকে [[লন্ডন]] যাচ্ছিলেন তখন ট্রেনের জন্য অপেক্ষমাণ থাকাকালে রেলস্টেশনে সর্বপ্রথম তার মাথায় ''[[হ্যারি পটার]]'' এর ধারণাটি আসে। তার মতে, "কালো চুলের চশমা পরা শীর্নকায় ছেলেটি, যে জানতই না যে সে একজন জাদুকর, আমার কাছে ক্রমেই বাস্তব হয়ে উঠছিল"।<ref name="jkrbio">{{citeওয়েব webউদ্ধৃতি|url=http://www.jkrowling.com/textonly/en/biography.cfm| title=J. K. Rowling Official Site&nbsp; – Section Biography|accessdate=2007-08-15}}</ref> তিনি হ্যারিকে একজন অনাথ হিসেবে সৃষ্টি করেন। ১৯৯৯ সালে ''দ্য গার্ডিয়ান'' পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "হ্যারিকে অনাথ হতেই হত; ফলে, সে মুক্ত ও স্বাধীনভাবে বেড়ে উঠতে পারবে। তার মধ্যে বাবা মায়ের অনুশাসন মেনে চলা বা তাদেরকে অসন্তুষ্ট করার কোন ভয় থাকবে না। হগওয়ার্টসকেও একটি আবাসিক স্কুল হতেই হত। কেননা সিরিজের বেশিরভাগ গুরুত্বপূর্ণ ঘটনাই রাতের বেলা সংঘটিত হয়েছে! এছাড়া এখানে রয়েছে নিরাপত্তা। আমার নিজের একজন সন্তান থাকলে আমাকে এটা বিশ্বাস করতেই হবে যে শিশুদের জন্য সর্বাগ্রে নিরাপত্তা নিশ্চিত করা আবশ্যক। হগওয়ার্টস হ্যারিকে সেটাই দিয়েছে।"<ref name="carey1999">{{citeওয়েব webউদ্ধৃতি|url=http://www.accio-quote.org/articles/1999/0299-guardian-carey.htm
|title="Carey, Joanna. "Who hasn't met Harry?" Guardian Unlimited, February 16, 1999" |accessdate=2007-08-15}}</ref>
 
১৯৯০ সালের ৩০ ডিসেম্বর রাউলিং এর মায়ের মৃত্যু তাকে বেশ প্রভাবিত করে। তিনি তার লেখনীর মাধ্যমে, হ্যারির মনে মৃত বাবা মায়ের জন্য যে শূন্যতা ও ভালবাসাবোধ এবং তাদেরকে ফিরে পাওয়ার জন্য যে আকুলতা তৈরি করেছেন, তা অত্যন্ত গভীর ও বাস্তবসম্মত কেননা তিনি নিজের জীবনের অভিজ্ঞতাকে এর সাথে সমন্বয় করেছেন।<ref name="jkrbio"/> ২০০০ সালে তিনি এক সাক্ষাৎকারে বলেন যে, হ্যারির ব্যক্তিত্ব সৃষ্টিতে [[টি এইচ হোয়াইট]] রচিত ''দ্য সোর্ড ইন দ্য স্টোন'' উপন্যাসের ওয়ার্ট চরিত্রটি তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে।<ref name="Guardian2000">{{citeওয়েব webউদ্ধৃতি|url=http://www.accio-quote.org/articles/2000/0800-guardian-bio.html|title=JK (JOANNE KATHLEEN) ROWLING (1966-), ''Guardian Unlimited''|accessdate=2007-08-15}}</ref> তিনি তার নিজের জন্মদিন ৩১ জুলাইকে হ্যারির জন্মদিন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এছাড়াও তিনি বলেছেন যে, তিনি হ্যারিকে বাস্তব জীবনের কোন চরিত্র অবলম্বনে সৃষ্টি করেন নি, "সে আমারই একটি অংশ থেকে সৃষ্টি হয়েছে"।<ref name="Raincoast2001">{{citeওয়েব webউদ্ধৃতি|url=http://www.accio-quote.org/articles/2001/0301-raincoast-interview.html
|title="Raincoast Books interview transcript, Raincoast Books (Canada), March 2001."|accessdate= 2007-08-15}}</ref>
 
রাউলিং বলেছেন যে হ্যারি ছোট শিশুদের জন্য একজন উত্তম আদর্শ হতে পারে। "কাল্পনিক হিরোর সবচেয়ে বড় সুবিধা হল, তুমি তাকে বাস্তবের হিরোর চেয়েও বেশি জানতে পারবে। যদি কেউ হ্যারিকে পছন্দ করে এবং তাকে চিহ্নিত করতে পারে, তাহলে আমি আনন্দিত, কারণ আমি মনে করি হ্যারিকে অবশ্যি পছন্দ করা যায়"।<ref name="BN1999">{{citeওয়েব webউদ্ধৃতি|url= http://www.accio-quote.org/articles/1999/0399-barnesandnoble.html|title="Barnes and Noble interview, March 19, 1999"|accessdate= 2007-08-15}}</ref>
 
== উপস্থিতি ==
৩৬ নং লাইন:
হ্যারি সর্বপ্রথম ''[[হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন|হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোনে]]'' ([[যুক্তরাষ্ট্র|যুক্তরাষ্ট্রেঃ]] ''হ্যারি পটার অ্যান্ড দ্য সরসারার্স স্টোন'') সিরিজের প্রধান চরিত্র হিসেবে উপস্থিত হয়। হ্যারির বয়স যখন এক বছর ছিল, তখন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর কালো জাদুকর [[লর্ড ভলডেমর্ট]] হ্যারির বাবা মাকে হত্যা করে। সে হ্যারিকেও হত্যা করতে চেয়েছিল, কিন্তু সে চেষ্টা ব্যর্থ হয় এবং তার শরীর ধ্বংস হয়ে যায়, শুধুমাত্র আত্মার খন্ডিত অংশ নিয়ে কোন রকম বেঁচে থাকে।
 
রাউলিং এর মতে, অতীতের কাহিনী তৈরি করা অনেকটাই আবশ্যকীয় ছিল। "মূল ধারণা ছিল যে হ্যারি... সে জানত না যে সে একজন জাদুকর... তারপর আমি ভাবতে থাকলাম, কেন, এটা কিভাবে সম্ভব যে, সে জানত না... তার বয়স যখন এক বছর ছিল, তখন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর কালো জাদুকর [[লর্ড ভলডেমর্ট]] তাকে হত্যা করার চেষ্টা করে। সে তার বাবা মাকে হত্যা করে, এরপর হ্যারির দিকে অগ্রসর হয়। সে তাকে অভিশাপ দেওয়ার চেষ্টা করে... কিন্তু কোন এক রহস্যময় কারণে, অভিশাপটি হ্যারির উপর কোন কাজ করে নি। এটি হ্যারির কপালে একটি বিদ্যুৎ চমকানো আকৃতির একটি কাটা দাগ সৃষ্টি করে, এবং বুমেরাং হয়ে ভলডেমর্টের দিকে ফিরে যায়। এরপর থেকেই ভলডেমর্টকে আর দেখা যায় নি"।<ref>{{citeওয়েব webউদ্ধৃতি|url=http://www.accio-quote.org/articles/1999/1299-wamu-rehm.htm|title="J.K. Rowling on The Diane Rehm Show, WAMU Radio Washington, D.C., October 20, 1999"|accessdate= 2007-08-15}}</ref>
 
এর ফলশ্রুতিতে হ্যারি একজন অনাথ ও এতীম হয়ে পড়ে। সে তার পরিবারের একমাত্র জীবিত সদস্য, ডার্সলিদের সাথে বাস করতে থাকে। তার এগারতম জন্মদিনে, হ্যারি জানতে পারে যে সে একজন জাদুকর। [[রুবিয়াস হ্যাগ্রিড]] তাকে [[হগওয়ার্টস]] জাদুর স্কুলে ভর্তি করানোর জন্য নিতে আসে। সেখানে সে জাদুবিশ্ব, তার বাবা মা এবং ভলডেমর্ট সম্পর্কে জানতে পারে। সে গ্রিফিন্ডর হাউজের ছাত্র হিসেবে নির্বাচিত হয় এবং দ্রুত সহপাঠী [[রন উইজলি]] ও [[হারমায়োনি গ্রেঞ্জার]] এর সাথে বন্ধুত্ব সৃষ্টি করে। এসময় তারা তিনজন বুঝতে পারে যে, ভলডেমর্ট ফিলোসফার্স স্টোন বা পরশপাথরটি চুরি করার চেষ্টা করছে। এর মধ্যে তার সাথে সহপাঠী [[ড্রেকো ম্যালফয়]] ও পোশন বিষয়ের শিক্ষক [[সেভেরাস স্নেপ|সেভেরাস স্নেইপের]] শত্রুতা গড়ে উঠে। ১৯৯৯ সালে রাউলিং এক সাক্ষাৎকারে বলেন যে, ড্রেকো চরিত্রটি তার স্কুলের উত্ত্যক্তকারী ছাত্রদের অবলম্বনে সৃষ্টি করা হয়েছে।<ref name="Lydon1999">{{citeওয়েব webউদ্ধৃতি|url=http://www.accio-quote.org/articles/1999/1099-connectiontransc2.htm|title="Lydon, Christopher. J.K. Rowling interview transcript, The Connection (WBUR Radio), 12 October 1999"|accessdate=2007-08-15}}</ref> এবং স্নেইপ ক্ষমতার অপব্যবহারকারী শিক্ষকদের অবলম্বনে সৃষ্ট।<ref name="Lydon1999"/>
 
রাউলিং বলেছেন, বইয়ে ''এরিসেডের আয়না'' অধ্যায়টি তার সবচেয়ে প্রিয় অংশ। কারণ এই আয়নায় হ্যারির অন্তরের সবচেয়ে গভীর আকাংক্ষা প্রতিফলিত হয়, সে তার মৃত বাবা মাকে দেখতে পায়।<ref name="jkrbio"/> রাউলিং এর কাছে সবচেয়ে মজার দৃশ্য হচ্ছে যখন হ্যারি ডার্সলিদের উপস্থিতিতে চিড়িয়াখানা থেকে একটি বোয়া কনস্ট্রাকটর সাপকে মুক্ত করে দেয়।<ref name="Lydon1999"/>
৪৭ নং লাইন:
তৃতীয় বই ''[[হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অফ আজকাবান]]'' এ, রাউলিং সময় পরিভ্রমণের ধারণাটি ব্যবহার করেন। হ্যারি জানতে পারে হ্যারির বাবা মা তাদের বন্ধু [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#প|পিটার পেট্টিগ্রু]]র বিশ্বাসঘাতকতার কারণে নিহত হয়েছিল। কিন্তু এ অপরাধের জন্য হ্যারির গডফাদার [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#ব|সিরিয়াস ব্ল্যাক]]কে দায়ী করা হয় এবং তাকে জাদুকরদের জেলখানা আজকাবানে পাঠানো হয়। সিরিয়াস প্রতিশোধ নেওয়ার জন্য আজকাবান থেকে পালিয়ে আসে। এসময় হ্যারি ও হারমায়োনি একটি টাইম টার্নার ব্যবহার করে সিরিয়াসকে এবং বাকবিক নামের একটি হিপোগ্রিফকে উদ্ধার করে। কিন্তু পেট্টিগ্রু পালিয়ে যায়, ফলে নির্দোষ সিরিয়াস একজন জেল পালানো খুনী হিসেবেই পরিচিতি পায়।
 
পুর্ববর্তী বইগুলোতে হ্যারিকে একজন শিশু হিসেবে বর্ণনা করা হলেও, চতুর্থ বই ''[[হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার]]'' থেকে "হ্যারি শারীরিক ও মানসিক পরিপক্বতা লাভ করতে থাকে এবং তার অভিজ্ঞতার সীমা বিস্তৃত হয়"।<ref name="EW2000">{{citeওয়েব webউদ্ধৃতি|url= http://www.accio-quote.org/articles/2000/0900-ew-jensen.htm
|title="Jensen, Jeff. "'Fire' Storm," Entertainment Weekly, September 7, 2000"|accessdate=2007-08-15}}</ref> হ্যারির এই পরিপক্বতা দৃশ্যমান হয় যখন সে র‌্যাভেনক্ল হাউজের ছাত্রী [[ডাম্বলডোর'স আর্মি#চো চ্যাং|চো চ্যাং]] এর প্রতি আগ্রহী হয়। এসময় "গবলেট অফ ফায়ার" রহস্যজনকভাবে ট্রাইউইজার্ড টুর্নামেন্টে প্রতিযোগিতার জন্য হগওয়ার্টস থেকে [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#ড|সেডরিক ডিগরির]] পাশাপাশি হ্যারিকে নির্বাচিত করে।
 
আসলে এটা হ্যারির জন্য ভলডেমর্টের স্থাপন করা মৃত্যুফাঁদ ছিল। টুর্নামেন্টের ফাইনাল চ্যালেঞ্জে, একটি পোর্টকি হ্যারি ও সেডরিককে একটি কবরস্থানে নিয়ে যায়। সেখানে পিটার পেট্টিগ্রু সেডরিককে হত্যা করে। আর ভলডেমর্ট হ্যারির রক্ত ব্যবহার করে পুনরায় তার দেহ ফিরে পায়। এরপর হ্যারি ভলডেমর্টের সাথে দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হয় এবং তাদের জাদুদন্ড একটি সোনালি আলোর রশ্মির সাহায্যে পরস্পরের সাথে যুক্ত হয়ে যায়। এরপর ভলডেমর্ট যাদেরকে হত্যা করেছিল, তাদের আত্মার প্রতিচ্ছায়া একে একে ভলডেমর্টের দন্ড থেকে বের হতে থাকে। এদের মধ্যে সেডরিক এবং জেমস ও লিলি পটারের আত্মাও ছিল। এই আত্মাগুলো হ্যারিকে কিছুক্ষণের জন্য সুরক্ষিত করে এবং হ্যারি সেডরিকের মৃতদেহ নিয়ে হগওয়ার্টসে ফিরে আসে। রাউলিং এর মতে এই ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর থেকে হ্যারির সাহসিকতার প্রমাণ পাওয়া যায়। আর সেডরিকের মৃতদেহ উদ্ধার করা, হ্যারির চরিত্রের নিঃস্বার্থপরতার পরিচায়ক।<ref name="EW2000"/> রাউলিং বলেন, চতুর্থ বইয়ে হ্যারির জীবনের একটি ধাপ শেষ হয় এবং পরবর্তী বই থেকে আরেকটি ধাপ শুরু হয়।<ref name="EW2000"/> "সে আর সুরক্ষিত নয়। এতদিন সে সুরক্ষিত ছিল। কিন্তু এটা অনুধাবনের জন্য তার বয়স একটু কমই ছিল। এখন সে মাত্র ১৫ বছরে পা দিয়েছে কিন্তু এখনই তাকে এটি অনুধাবন করতে হবে।"<ref>{{citeওয়েব webউদ্ধৃতি|title= "J.K. Rowling Interview," CBCNewsWorld: Hot Type, July 13, 2000| url=http://www.accio-quote.org/articles/2000/0700-hottype-solomon.htm|accessdate=2008-04-09}}</ref>
 
=== পঞ্চম ও ষষ্ঠ উপন্যাস ===
[[চিত্র:HarryPotter5poster.jpg‎|thumb|right|[[হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অফ দ্য ফিনিক্স]] ছবিতে হ্যারির ভূমিকায় ড্যানিয়েল র‌্যাডক্লিফ]]
পঞ্চম বই ''[[হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অফ দ্য ফিনিক্স]]'' এ, [[জাদু মন্ত্রক|জাদু মন্ত্রণালয়]] হ্যারি ও ডাম্বলডোরের বিরুদ্ধে অবস্থান নেয় এবং ভলডেমর্টের পুনরাগমনকে অস্বীকার করে। জাদু মন্ত্রণালয় [[জাদু মন্ত্রক|ডলোরেস আমব্রিজ]] নামে মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে হগওয়ার্টসের ডিফেন্স অ্যাগেইনস্ট দ্য ডার্ক আর্টস (কালো জাদুর বিরুদ্ধে প্রতিরোধ) বিষয়ের নতুন শিক্ষক হিসেবে নিযুক্ত করে। কারণ, মন্ত্রণালয় অমূলকভাবে সন্দেহ করেছিল যে, ডাম্বলডোর ক্ষমতা দখলের জন্য ছাত্রছাত্রীদের নিয়ে একটি সৈন্যদল গঠন করছেন। আমব্রিজ ছাত্রছাত্রীদের বাস্তব জীবনভিত্তিক প্রতিরোধমূলক শিক্ষা দিতে আনীহা জ্ঞাপন করেন। তিনি দ্রুত আরো ক্ষমতা লাভ করেন এবং ডাম্বলডোরকে সরিয়ে স্কুলের ক্ষমতা নিজের হাতে তুলে নেন। এসব ঘটনা হ্যারিকে বিক্ষুব্ধ করে তোলে। রাউলিং বলেছেন যে, তিনি হ্যারিকে প্রচন্ড মানসিক চাপের মধ্য দিয়ে নিয়ে গেছেন। এর মাধ্যমে তার সহনশীলতা ও মানবতাবোধ প্রকাশ পেয়েছে। "হ্যারি একজন স্বাভাবিক মানুষ এবং হিরো। এটাই ভলডেমর্টের সাথে তার একটি বড় পার্থক্য। কারণ ভলডেমর্ট নিজেকে মানুষ হিসেবে দেখতে পছন্দ করে না।"<ref name="Fry2005 ">{{citeওয়েব webউদ্ধৃতি|url=http://www.accio-quote.org/articles/2005/1205-bbc-fry.html|title="Living With Harry Potter"|accessdate=2007-08-15}}</ref>
 
হারমায়োনির প্রস্তাবে, হ্যারি একটি গোপন ছাত্র সংগঠন সৃষ্টি করে। এর নাম দেওয়া হয় [[ডাম্বলডোর'স আর্মি]]। এর উদ্দেশ্য ছিল, প্রফেসর আমব্রিজকে অগ্রাহ্য করে, তাদের কালো জাদুর বিরুদ্ধে প্রতিরোধ বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা। তাদের সবকিছুই পরিকল্পনামত চলছিল। কিন্তু একসময়, ডাম্বলডোর'স আর্মির একজন সদস্য তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং আমব্রিজের কাছে সংগঠনটি্র কথা ফাঁস করে দেয়। ফলশ্রুতিতে ডাম্বলডোরকে হগওয়ার্টস ত্যাগ করতে হয়। কিছুদিন পরেই হ্যারি আবার মানসিক আঘাত লাভ করে যখন তার গডফাদার সিরিয়াস ডিপার্টমেন্ট অফ মিস্টেরিসে ডেথ ইটার [[ডেথ ইটার|বেল্লাট্রিক্স লেস্ট্র্যাঞ্জ]] এর সাথে দ্বন্দ্বযুদ্ধ করার সময় নিহত হন। কিন্তু হ্যারি ভলডেমর্টের একটি গুরুত্বপূর্ণ প্রফেসি বা ভবিষ্যৎবাণী চুরি করার প্রচেষ্টা ব্যর্থ করে দেয় এবং আমব্রিজকে হগওয়ার্টস থেকে বিতাড়িত করতে সক্ষম হয়। রাউলিং মন্তব্য করেন, "এবং এখন ধ্বংসস্তুপের মধ্য থেকে হ্যারির পুনরুত্থান ঘটবে।"<ref name="Fry2005"/> ''অর্ডার অফ দ্য ফিনিক্সের'' আরেকটি দিক ছিল যে, চো চ্যাং এর সাথে হ্যারির সম্পর্ক গড়ে উঠে। কিন্তু তা দ্রুতই ভেঙ্গে যায়। রাউলিং বলেন, "তারা কখনোই সুখী হতে পারত না, তাই এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়াতেই ভাল হয়েছে"।<ref name="WBD2004">{{citeওয়েব webউদ্ধৃতি|url=http://www.quick-quote-quill.org/articles/2004/0304-wbd.htm |title="JK Rowling's World Book Day Chat, March 4, 2004"|accessdate=2007-08-15}}</ref>
 
ষষ্ঠ বই, ''[[হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ-ব্লাড প্রিন্স]]'' এ, হ্যারি একটি কোলাহলপূর্ণ বয়ঃসন্ধিতে প্রবেশ করে। রাউলিং বলেন যে, এটা তার ও তার ছোট বোনের তারুণ্যের কঠিন সময়ের উপর ভিত্তি করে লিখিত।<ref name="richardjudy2006">{{citeওয়েব webউদ্ধৃতি|url=http://www.accio-quote.org/articles/2006/0626-ch4-richardandjudy.html|title="Richard & Judy Show"|accessdate=2007-08-15}}</ref> এ বইয়ে রাউলিং হ্যারি ও অন্যান্য চরিত্রের ব্যক্তিগত জীবন ও পরস্পরের সাথে তাদের সম্পর্ক ও রোমান্সের প্রতি জোর দেন।<ref name="Grossmann2005">{{citeওয়েব webউদ্ধৃতি|url= http://www.accio-quote.org/articles/2005/0705-time-grossman.htm|title="Grossman, Lev. "J.K. Rowling Hogwarts And All," Time Magazine, 17 July 2005"|accessdate=2007-08-15}}</ref> চো এর সাথে সম্পর্ক গড়ার ব্যর্থ প্রচেষ্টার পর সে জিনির প্রতি আগ্রহী হয় এবং পরবর্তীতে হ্যারি জিনির সাথে সম্পর্ক গড়ে তোলে। কিন্তু বইয়ের শেষ অধ্যায়ে, সে জিনির সাথে সম্পর্কচ্ছেদ করে, তাকে ভলডেমর্টের হাত থেকে রক্ষা করার জন্য। কারণ জিনির সাথে হ্যারির সম্পর্ক থাকলে হয়ত ভলডেমর্ট হ্যারিকে ধরার জন্য জিনিকে টার্গেট করত।
 
এ বইয়ে হগওয়ার্টসের পোশন বিষয়ের সাবেক শিক্ষক [[হগওয়ার্টসের শিক্ষক ও কর্মচারীবৃন্দ#হোরেস স্লাগহর্ন|হোরেস স্লাগহর্ন]] তার পুরনো বিষয়ে শিক্ষকতা করার জন্য ফিরে আসেন। কেননা বর্তমান শিক্ষক স্নেইপ কালো জাদুর বিরুদ্ধে প্রতিরোধ বিষয়ের শিক্ষক হিসেবে নিযুক্ত হন। হ্যারি পোশন ক্লাসে "দ্য হাফ-ব্লাড প্রিন্স" নামক একজন সাবেক ছাত্রের একটি পুরনো পোশান বই পায়, যেটা ব্যবহার করে সে তার পোশান ক্লাসে সেরা ছাত্র হিসেবে পরিচিতি পায়। এই বইটিতে হাতেলেখা বিভিন্ন নোট, পুনরালোচনা ও নতুন জাদুমন্ত্র লেখা ছিল। বিভিন্ন সময়ে ডাম্বলডোরের সাথে প্রাইভেট মিটিং এর মাধ্যমে হ্যারি ভলডেমর্টের শিশুকাল, তারুণ্য, ক্ষমতায় আরোহন প্রভৃতি সম্পর্কে জানতে পারে। এছাড়াও সে আরো জানতে পারে যে, ভলডেমর্ট অমরত্ব লাভের জন্য তার আত্মাকে সাতটি টুকরায় ([[হরক্রাক্স]]) বিভক্ত করেছে। এর মধ্যে দুইটি ইতোমধ্যেই ধ্বংস হয়েছে। এ দুইটি হল ডায়েরি ও আংটি। পরবর্তীতে, হ্যারি ও ডাম্বলডোর আরেকটি হরক্রাক্স উদ্ধার করে, কিন্তু এটি একটি নকল হরক্রাক্স ছিল। বইয়ের শেষ দিকে, ডেথ ইটাররা হগওয়ার্টসে প্রবেশ করে এবং স্নেইপ ডাম্বলডোরকে হত্যা করে। স্নেইপ পালিয়ে যাওয়ার পর, হ্যারি আবিষ্কার করে যে, স্নেইপই হল হাফ-ব্লাড প্রিন্স।
 
এরপর হ্যারির লক্ষ্য হয় একটাই যে, অবশিষ্ট হরক্রাক্সগুলো খুঁজে বের করে ধ্বংস করা ও ডাম্বলডোরের মৃত্যুর প্রতিশোধ নেওয়া। ২০০৫ সালে এক সাক্ষাৎকারে রাউলিং বলেন যে, "ষষ্ঠ বইয়ের পর হ্যারি এই মতাদর্শে বিশ্বাস স্থাপন করে যে, তারা একটি যুদ্ধের মধ্যে আছে। সে মানসিকভাবে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। এবং এখন সে বাইরে গিয়ে লড়াই করার জন্য প্রস্তুত। সে এখন ভলডেমর্ট ও স্নেইপের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়।"<ref name="Couric2004">{{citeওয়েব webউদ্ধৃতি|url= http://www.accio-quote.org/articles/2005/0705-nbcdateline-couric.htm|title="Couric, Katie.: 'J.K. Rowling, the author with the magic touch: 'It’s going to be really emotional to say goodbye,' says Rowling as she writes the last book in the Harry Potter saga,' Dateline NBC, July 17, 2005"|accessdate=2007-08-15}}</ref>
 
এই বইয়ে হ্যারির শত্রু [[ড্রেকো ম্যালফয়]] এর রহস্যময় ও সন্দেহজনক কর্মকান্ডের উপরও আলোকপাত করা হয়েছে। ভলডেমর্ট ম্যালফয়কে একটি কাজ দেয় আর কাজটি হল ডাম্বলডোরকে হত্যা করা। মোনিং মার্টলের বাথরুমে হ্যারি এ ব্যাপারে ম্যালফয়কে মোকাবেলা করে ও দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হয়। এসময় হ্যারি ম্যালফয়ের উপর হাফ-ব্লাড প্রিন্সের স্পেল "সেকটামসেম্প্রা" প্রয়োগ করে, এতে সে মারাত্মকভাবে আহত হয়। এতে হ্যারি ভীত হয় এবং যখন সে জানতে পারে ড্রেকো তার বাবা মায়ের জীবন রক্ষার জন্য ভলডেমর্টের পক্ষে কাজ করছে, তখন হ্যারি তার জন্য সমবেদনা অনুভব করে।
৭১ নং লাইন:
হ্যারি বুঝতে পারে যে, তার স্বনির্ভরকেন্দ্রিক মানসিকতা অনেক সময় তার শত্রুদের কাছে তাকে দুর্বল করে তোলে। পরবর্তীতে ভলডেমর্ট যখন স্নেইপকে হত্যা করে, তখন সে বুঝতে পারে যে, স্নেইপ আসলে বিশ্বাসঘাতক হত্যাকারী নয়, কিন্তু একজন ট্র্যাজিক অ্যান্টি-হিরো যার ডাম্বলডোরের প্রতি আনুগত্য ছিল। তেত্রিশতম অধ্যায় ''প্রিন্সের কাহিনীতে'', স্নেইপের রেখে যাওয়া স্মৃতি প্রমাণ করে যে, স্নেইপ হ্যারির মা, লিলি ইভান্সকে ভালবাসত। কিন্তু স্নেইপের ভবিষ্যৎ ডেথ ইটারদের সাথে বন্ধুত্ব এবং "রক্তের বিশুদ্ধতায়" বিশ্বাসের কারণে তাদের বন্ধুত্ব শেষ হয়ে যায়। যখন ভলডেমর্ট পটারদের হত্যা করে, তখন স্নেইপ লিলির ছেলেকে রক্ষা করার প্রতিজ্ঞা করে, যদিও সে হ্যারিকে জেমস পটারের ছেলে হওয়ায় অবজ্ঞার চোখে দেখত। আরো জানা যায় যে, স্নেইপ আসলে ডাম্বলডোরকে হত্যা করে নি, বরং ডাম্বলডোরের পূর্ব পরিকল্পনাকে বাস্তবায়ন করেছে। একটি স্লো-স্প্রিডিং কার্সে ধীরে ধীরে মৃত্যুর পথে গমনকারী ডাম্বলডোর চেয়েছিলেন, ডেথ ইটারদের মধ্যে স্নেইপের অবস্থানকে সুসংহত করতে এবং ড্রেকোকে ভলডেমর্টের হাত থেকে রক্ষা করতে।
 
হ্যারিকে পরাজিত করতে ভলডেমর্ট ডাম্বলডোরের কবর থেকে "এল্ডার ওয়ান্ডটি" চুরি করে। এটা ছিল তখন পর্যন্ত সৃষ্ট সবচেয়ে শক্তিশালী জাদুদন্ড। এটা দিয়ে সে দুইবার হ্যারির উপর কিলিং কার্স (হত্যার অভিশাপ) প্রয়োগ করে। প্রথমবার এই কার্সের ফলে হ্যারি জীবন ও মৃত্যুর মাঝামাঝি একটি স্থানে আটকা পড়ে। "কিংস ক্রস" অধ্যায়ে, ডাম্বলডোরের আত্মা হ্যারিকে জানায় যা, যখন ভলডেমর্ট হ্যারিকে শিশু অবস্থায় হত্যা করতে গিয়ে ব্যর্থ হয়, হ্যারি ভলডেমর্টের একটি হরক্রাক্সে পরিণত হয়। ভলডেমর্টের খন্ডিত আত্মার একটি টুকরা যতক্ষণ হ্যারির মধ্যে বাস করবে, ততক্ষণ পর্যন্ত হ্যারি ভলডেমর্টকে হত্যা করতে সক্ষম হবে না। আর যেহেতু হ্যারি স্বেচ্ছায় মৃত্যুকে বরণ করতে চেয়েছিল, তাই হ্যারির অভ্যন্তরে থাকা ভলডেমর্টের খন্ডিত আত্মার টুকরাটি ধ্বংস হয়ে গেছে। কিন্তু ভলডেমর্টের কিলিং কার্সটি ব্যর্থ হয় কেননা পুনর্জন্মের সময় ভলডেমর্ট হ্যারির রক্ত ব্যবহার করেছিল। বইয়ের শেষ প্রান্তে, হ্যারির উপর প্রয়োগ করা ভলডেমর্টের দ্বিতীয় কিলিং কার্সটিও ব্যর্থ হয়। কার্সটি হ্যারির এক্সপেলিয়ার্মাস স্পেলে বুমেরাং হয়ে ভলডেমর্টের উপর আঘাত করে এবং তাকে হত্যা করে। কারণ, এল্ডার ওয়ান্ডের প্রকৃত মালিক ছিল হ্যারি, ভলডেমর্ট নয়। হ্যারি অবশিষ্ট দুইটি ডেথলি হ্যালোসেরও মালিক হয়। এগুলো হল, অদৃশ্য হওয়ার আলখাল্লা এবং পুনর্জন্মী পাথর। এর ফলে, সে মৃত্যুরও প্রকৃত মাস্টার হয়। রাউলিং এর মতে, হ্যারি ও ভলডেমর্টের মধ্য পার্থক্য হল, হ্যারি মৃত্যুকে স্বেচ্ছায় গ্রহণ করতে চেয়েছিল, যা তাকে তার শত্রুর চেয়ে অধিক শক্তিশালী করে তোলে। "মৃত্যুর প্রকৃত মাস্টার এ সত্যটাকে গ্রহণ করে যে, তাকেও একসময় মৃত্যুবরণ করতে হবে, কেননা এ অবিনশ্বর পৃথিবীতে মৃত্যুর চেয়েও খারাপ বিষয় রয়েছে, প্রতিনিয়ত আমাদের যার মুখোমুখি হতে হয়।<ref name="AfterBook7">{{citeওয়েব webউদ্ধৃতি|url=http://web.archive.org/web/20071230220357/http://bloomsbury.com/jkrevent/content.asp?sec=3&sec2=1
|title="'J.K. Rowling Web Chat Transcript"|accessdate=2007-08-15}}</ref> একেবারে শেষ দৃশ্যে হ্যারি এল্ডার ওয়ান্ডটি ত্যাগ করার ও পুনর্জন্মী পাথরটি লুকিয়ে রাখার সিদ্ধান্ত নেয়। কিন্তু সে অদৃশ্য হওয়ার আলখাল্লাটিকে নিজের কাছে রাখে, কেননা, এটা সে তার বাবার কাছ থেকে পেয়েছে।<ref name="AfterBook7"/>
 
==== এপিলগ ====
রাউলিং এর মতে, ভলডেমর্টের পরাজয়ের পর, হ্যারি পুনর্গঠিত মন্ত্রণালয়ে কিংগস্লে শ্যাকলবোল্টের অধীনে "অরর ডিপার্টমেন্ট" এ যোগ দেয়। ২০০৭ সালের মধ্যেই সে ডিপার্টমেন্টের প্রধান পদে উন্নীত হয়।<ref name=October-2007-wotm>{{citeসংবাদ newsউদ্ধৃতি|url=http://www.jkrowling.com/textonly/en/wotm.cfm|title=Wizard of the Month for October|date=2007-10-20|accessdate=2007-10-20|publisher=J.K. Rowling}}</ref> রাউলিং বলেছেন, ''ডেথলি হ্যালোসে'' তিনবার জীবন বাঁচানোর পর তার পুরনো শত্রু ড্রেকো, তার প্রতি অনেকটাই নমনীয় হয়।<ref name="AfterBook7"/> যদিও তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি হয় না। হ্যারি জিনিকে বিয়ে করে, এবং তিন ছেলেমেয়ের বাবা হয়। এরা হলঃ [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#প|জেমস সিরিয়াস]], [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#প|অ্যালবাস সেভেরাস]] ও [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#প|লিলি লুনা]] পটার।
 
== চলচ্চিত্রে রূপায়ন ==
[[চিত্র:DANIEL RADCLIFFE 07.jpg‎|thumb|200px|right|[[ড্যানিয়েল র‌্যাডক্লিফ]] ]]
২০০০ সালে লন্ডনে ''স্টোনস ইন হিজ পকেট'' নামে এক নাটক চলাকালীন প্রযোজক [[ডেভিড হেম্যান]] প্রথম র‌্যাডক্লিফকে হ্যারি পটার চরিত্রাভিনয়ের জন্য অডিশনে আমন্ত্রণ জানান।<ref name="play2000">{{citeসংবাদ newsউদ্ধৃতি|last=McLean|first=Craig|coauthors=|title=Hobnobs & broomsticks|pages=|publisher=Sunday Herald|date=2007-07-15|url=http://www.sundayherald.com/life/people/display.var.1546220.0.0.php|accessdate=2007-07-15}}</ref><ref name="play2001">{{citeসংবাদ newsউদ্ধৃতি|last=Koltnow|first=Barry|coauthors=|title=One enchanted night at theater, Radcliffe became Harry Potter|pages=|publisher=East Valley Tribune|date=2007-07-08|url=http://www.eastvalleytribune.com/story/92834?source=rss&dest=STY-92834|accessdate=2007-07-15}}</ref> সেই বছরই অগস্টে বেশ কয়েকটি অডিশনের পর, [[জে. কে. রাউলিং]]-এর পুরস্কারজয়ী গ্রন্থসিরিজের বিগ-বাজেট চলচ্চিত্রায়নে তিনি নির্বাচিত হন। স্বয়ং রাউলিং তাঁর এই নির্বাচন সমর্থন করে বলেন : "ড্যান র‌্যাডক্লিফের স্ক্রিন টেস্ট দেখে আমার মনে হয়েছে ক্রিস কলম্বাস এর চেয়ে ভাল হ্যারি আর কোথাও পাবে না।"<ref>{{citeওয়েব webউদ্ধৃতি |first=Paul |last=Sussman |url=http://premium.edition.cnn.com/2000/WORLD/europe/08/22/potter.casting.02/ |title=British child actor 'a splendid Harry Potter' |work=CNN.com |date=2000-08-23 |accessdate=2007-10-20}}</ref>
 
এরপর র‌্যাডক্লিফ হ্যারি পটার সিরিজের নিম্নোক্ত পরবর্তী ছবিগুলিতেও অভিনয় করেন: ''[[হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেটস (চলচ্চিত্র)|হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেটস]]'' (২০০২), ''[[হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অফ আজকাবান (চলচ্চিত্র)|হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অফ আজকাবান]]'' (২০০৪), ''[[হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার (চলচ্চিত্র)|হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার]]'' (২০০৫), ''[[হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অফ দ্য ফিনিক্স (চলচ্চিত্র)|হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অফ দ্য ফিনিক্স]]'' (২০০৭)। এই সিরিজের শেষ দুই ছবি ''[[হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ-ব্লাড প্রিন্স (চলচ্চিত্র)|হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ-ব্লাড প্রিন্স]]'', এবং ''[[হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস (চলচ্চিত্র)|হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস]]'' ছবিতেও তিনি অভিনয় করছেন বলে জানা গেছে।<ref>[http://www.hpana.com/news.19790.html Report: Daniel Radcliffe signed for final two 'Potter' films] ''[[HPANA]].'' Retrieved on 2 March 2007.</ref> প্রথমোক্ত ছবিটির শ্যুটিং শুরু হয়েছে ২০০৭ সালের সেপ্টেম্বরে এবং মুক্তি পায় ১৭ জুলাই, ২০০৯। শেষ ছবিটি দুটি পর্বে ২০১০ ও ২০১১ সালে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। এর প্রথম পর্বটি মুক্তি পাবে ১৯শে নভেম্বর ২০১০ এবং দ্বিতীয় পর্বটি মুক্তি পাবে ১৫ই জুলাই ২০১১।<ref name="comingsoon1">{{citeসংবাদ newsউদ্ধৃতি|url=http://www.comingsoon.net/news/movienews.php?id=44442|title=Release Date Set for Harry Potter 7: Part I|publisher=Comingsoon.net|accessdate=24 May 2008|date=25 April 2008}}</ref><ref>{{citeসংবাদ newsউদ্ধৃতি|url=http://www.comingsoon.net/news/movienews.php?id=53203 |title=WB Sets Lots of New Release Dates! |publisher=Comingsoon.net |accessdate=24 February 2009 |date=24 February 2009}}</ref> মুক্তিপ্রাপ্ত ছবিগুলি সারা বিশ্বের বক্স অফিসে বিপুল সাড়া ফেলে জনপ্রিয়তা লাভ করেছে।
 
হ্যারি পটার চরিত্রটি র‌্যাডক্লিফের জন্য সৌভাগ্য নিয়ে আসে। ২০০৭ সালে, তার মোট সম্পদের পরিমাণ ১৭ মিলিয়ন পাউন্ড।<ref>{{citeসংবাদ newsউদ্ধৃতি|last=|first=|coauthors=|title=Young People's Rich List: Daniel Radcliffe|pages=|publisher=Times Online|date=|url=http://business.timesonline.co.uk/tol/business/specials/rich_list/rich_list_search/?urllink=http://www.timesonline.co.uk/richlist/person/0,,48353,00.html|accessdate=2007-06-05 | location=London}}</ref> যা তাকে ব্রিটেনের অন্যতম ধনী বালকে পরিণত করেছে।
 
''ফিলোসফার্স স্টোনে'' [[হ্যারি পটার চলচ্চিত্র সিরিজের কুশীলবদের তালিকা|সন্ডার্স ট্রিপলেটস]] অর্থাৎ সন্ডার্স জমজ ভাইয়েরা এক বছর বয়স্ক হ্যারির ভূমিকায় আবির্ভূত হয়। যদিও তিনজন সন্ডার্স শিশুদের কারো নামই চলচ্চিত্রে উল্লেখ করা হয়নি।
৯২ নং লাইন:
রাউলিং এর মতে, হ্যারি তার নিজের বিবেক বুদ্ধি দ্বারা পরিচালিত হয়। সে ভাল ও মন্দের পার্থক্য অনুধাবন করতে পারে। রাউলিং আরো বলেন যে, "খুব কম সংখ্যক মানুষ হ্যারির অভিভাবকের দায়িত্ব পালন করায়, ছোটবেলা থেকেই তাকে তার নিজের সিদ্ধান্ত নিজেকে নিতে হয়েছে।<ref>[http://www.accio-quote.org/articles/1999/1099-connectiontransc.html J.K. Rowling interview transcript, The Connection (WBUR Radio), 12 October, 1999]</ref> সে অবশ্যই ভুল করে, কিন্তু শেষ মুহূর্তে তার বিবেক তাকে যা করতে বলে, সে তাই করে"। রাউলিং এর মতে, হ্যারির চরিত্রের একটি গুরুত্বপূর্ণ দিক প্রকাশ পায় চতুর্থ বইয়ে, যখন হ্যারি সহপাঠী [[হ্যারি পটার সিরিজের সহচরিত্রসমূহের তালিকা#সেডরিক ডিগরি|সেডরিক ডিগরির]] মৃতদেহ ভলডেমর্টের হাত থেকে উদ্ধার করে আনে। এটি হ্যারির চরিত্রের সাহসিকতা ও নিঃস্বার্থপরতা দিকগুলো প্রকাশ করে।
 
রাউলিং অবশ্য বলেছেন যে হ্যারির চরিত্রের দুইটি মন্দ দিক হল, "রাগ এবং প্রায়শই ঔদ্ধত হওয়া"। কিন্তু সে সহজাতভাবেই সম্মানের যোগ্য। "সে নিষ্ঠুর নয়। সে প্রতিযোগিতামূলক, এবং সে একজন যোদ্ধা। সে প্রয়োজনের সময় বসে থাকে না। কিন্তু তার সহজাত পূর্ণতা রয়েছে। আর এটাই তাকে আমার কাছে হিরো করে তুলেছে। সে একজন সাধারণ ছেলে, তবে এমন কিছু গুনসম্পন্ন যা অধিকাংশের কাছেই প্রশংসনীয়।<ref name="omalley1999">{{citeওয়েব webউদ্ধৃতি|url= http://www.accio-quote.org/articles/1999/0799-booklinks-omalley.html
|title="O'Malley, Judy. "Talking With . . . J.K. Rowling," Book Links, July 1999"|accessdate= 2007-08-15}}</ref> শেষ বইটি প্রকাশিত হওয়ার পর রাউলিং মন্তব্য করেন, "হ্যারির মধ্যে অফুরন্ত প্রাণশক্তি রয়েছে, এর দ্বারা সে এমন অনেক কিছু করতে সক্ষম যা ভলডেমর্ট করতে অক্ষম। আর সেটা হচ্ছে মৃত্যুর মত সত্যকে গ্রহণ করা।"
 
৯৮ নং লাইন:
[[চিত্র:HPBOOK.jpg‎|right|thumb|150px|''ফিলোসফার্স স্টোন'' বইয়ের প্রচ্ছদে হ্যারি পটারের ছবি]]
 
হ্যারির চুলের রঙ তার বাবার চুলের রঙের মত কালো, এবং তার চোখের রং তার মায়ের চোখের রঙের মত সবুজ। তার কপালে একটি বিদ্যুৎ চমকানো আকৃতির কাটাদাগ রয়েছে। সে তার বয়সের তুলনায় অপেক্ষাকৃত খাটো ও শীর্নকায়। এছাড়া তার মুখ সরু ও হাঁটু গোলাকার। সে গোল কাচের চশমা পড়ে। প্রথম বইয়ে বলা হয়েছে, হ্যারি তার নিজের যে জিনিসটি সর্বাপেক্ষা বেশি পছন্দ করে সেটি হল তার কাটাদাগটি। যখন রাউলিংকে জিজ্ঞেস করা হয়, হ্যারির বিদ্যুতের মত এই কাটাদাগটি কি অর্থ প্রকাশ করে, তখন তিনি বলেন, "আমি চেয়েছিলাম, সে কি ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে এসেছে তার একটা চিহ্ন তার শরীরে থাকুক। এটি হচ্ছে তার অভ্যন্তরে যা ঘটে গেছে তার এক ধরনের বহিঃপ্রকাশ... অন্যভাবে বলা যায়, এটা অনেকটা চোজেন ওয়ান বা অভিশপ্ত ওয়ান হওয়ার মত।"<ref>[http://www.accio-quote.org/articles/2001/0301-detroitnews.htm Interview of J.K. Rowling, Detroit News, March 19, 2001]</ref> সিরিজের প্রথমদিকে হ্যারি খাটো হলেও পরবর্তীকালে সে লম্বা হয়। সপ্তম বইয়ে সে 'প্রায়' তার বাবার সমান লম্বা হয় এবং অন্যান্য চরিত্রসমূহ তাকে 'লম্বা' অভিহিত করে।<ref>{{citeবই bookউদ্ধৃতি |last=Zimmerman |first=W. Frederick |title=Unauthorized Harry Potter and the Deathly Hallows News: Harry Potter Book Seven and Half-Blood Prince Analysis |publisher=Nimble Books |year=2005|page=37 |isbn=0976540606}}</ref>
 
রাউলিং বলেন যে, হ্যারি পটারকে নিয়ে চিন্তা করার সময় সর্বপ্রথম যে ছবিটি তার মনে ভেসে উঠেছিল তা হল, "একজন শীর্নকায়, কালো চুলের ও চশমা পরিহিত ছেলে।<ref name="jkrbio"/> তিনি আরো বলেন যে, তিনি মনে করেন, হ্যারির চশমা তার সহনশীলতার প্রতীক।<ref>{{citeওয়েব webউদ্ধৃতি|title='Boquet, Tim. "J.K. Rowling: The Wizard Behind Harry Potter," Reader's Digest, December 2000|url=http://www.accio-quote.org/articles/2000/1200-readersdigest-boquet.htm |accessdate=2008-04-09}}</ref>
 
=== ক্ষমতা ও আগ্রহ ===
সিরিজের বিভিন্ন পর্যায়ে রাউলিং হ্যারি পটারকে একজন মেধাবী ও সাহসী জাদুকর হিসেবে প্রতিষ্ঠা করেছেন। ২০০০ সালে এক সাক্ষাৎকারে রাউলিং বলেন যে, হ্যারি বিশেষ করে ডিফেন্স এগেইনস্ট দ্য ডার্ক আর্টস (কালো জাদুর বিরুদ্ধে প্রতিরোধ) বিষয়ে অত্যন্ত মেধাবী ও দক্ষ। সে কুইডিচেও ভাল।<ref name="SWNS2000">{{citeওয়েব webউদ্ধৃতি|url=http://www.accio-quote.org/articles/2000/0700-swns-alfie.htm|title=""World Exclusive Interview with J K Rowling," South West News Service, 8 July 2000"|accessdate= 2007-08-15}}</ref> রাউলিং একই সাক্ষাৎকারে বলেছেন যে, তৃতীয় বইয়ের মধ্যভাগ পর্যন্ত, হ্যারির ঘনিষ্ঠ বন্ধু ও তাদের বর্ষের সবচাইতে স্মার্ট ছাত্রী [[হারমায়োনি গ্রেঞ্জার]] হ্যারিকে জাদুর ডুয়েলে বা দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করতে সক্ষম হবে। কিন্তু পরবর্তী বইগুলোতে, হ্যারি কালো জাদুর বিরুদ্ধে প্রতিরোধ বিষয়ে অত্যন্ত দক্ষ হয়ে উঠে বলে সে হারমায়োনিকেও পরাজিত করতে সক্ষম হবে।<ref name="SWNS2000"/>
 
হ্যারির বিভিন্ন ক্ষমতা সিরিজের প্রথম থেকেই দেখা যেতে থাকে। বিশেষ করে, হ্যারি অত্যন্ত দ্রুত জাদু ঝাড়ুর উপর নিজের নিয়ন্ত্রন প্রতিষ্ঠা করে, অতি অল্প বয়সে পেট্রোনাস প্রয়োগ করতে শুরু করে এবং ভলডেমর্টকে বেশ কয়েকবার সরাসরি মোকাবেলা করে। সে একজন পার্সেলমাউথ। অর্থাৎ সে সাপের সাথে কথা বলতে পারে এবং পার্সেলটাং বা সাপের ভাষা বুঝতে পারে। রাউলিং এর মতে, ভলডেমর্টের আত্মার একটি ক্ষুদ্র টুকরা হ্যারির অভ্যন্তরে বাস করে বলে, হ্যারি এই ক্ষমতা লাভ করে। তবে হ্যারির মধ্যে থাকা ভলডেমর্টের আত্মার সেই টুকরাটি ধ্বংস হয়ে যাওয়ার পর, হ্যারি পার্সেলটাং এ কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলে। এছাড়াও হ্যারি তার ক্লাসের একমাত্র ছাত্র যার উপর ইমপেরিয়াস কার্স কোন প্রভাব ফেলতে পারে না।
১৬২ নং লাইন:
৩/ নার্সিসা ম্যালফয় (Narcissa Malfoy): গ্রীক মিথে [[নার্সিসাস]] নামে একজন লোক ছিল যে নিজেই নিজের প্রেমে পড়েছিল। সে পানিতে তার প্রতিবিম্ব দেখে এতটাই আবেগে আপ্লুত হয়ে গিয়েছিল যে কখন ডুবে মরে গিয়েছে সে টেরই পায়নি! সেই ছেলেটির নামানুসারেই আত্মহংকারী, স্বমেহনে ব্যস্ত লোকজনকে নার্সিসিস্ট বলা হয়। আর নার্সিসার ভেতর আত্মহংকার পারিবারিক দাম্ভিকতা বেশ ভালোভাবেই ছিল।
 
৪/ লুসিয়াস ম্যালফয় (Lucious Malfoy): লুসিয়াস এসেছে সম্ভবত [[লুসিফার]] থেকে যার অর্থ শয়তান। আর ল্যাটিন ভাষায় লুসিয়াস মানে আলো, অর্থাৎ সাদা। তার চুলের দিকে খেয়াল করলে দেখা যায়—সূর্যের আলোয় ন্যায় সাদা ওগুলো।
 
৫/ রেমাস লুপিন (Remus Lupin): নামের প্রথম শব্দের অর্থ রোমান [[মিথ]] থেকে নেওয়া হয়েছে। রেমাস এবং রোমিউলাস ছিল দুই যমজ ভাই যাদেরকে একজন মেয়ে নেকড়ে প্রতিপালন করে বড় করে তোলে এবং যারা পরবর্তীতে রোম এর গোড়াপত্তন করে। সেই মেয়ে নেকড়ের নাম? লুপা।
২১৭ নং লাইন:
 
{{হ্যারি পটার}}
 
[http://www.mtv.com/news/2150320/harry-potter-names-meanings/harry.html Learn The Secret Meanings Behind Your Favorite Harry Potter]
 
{{DEFAULTSORT:পটার, হ্যারি}}
২২৪ ⟶ ২২৭ নং লাইন:
 
[[de:Figuren der Harry-Potter-Romane#Harry Potter]]
[http://www.mtv.com/news/2150320/harry-potter-names-meanings/harry.html Learn The Secret Meanings Behind Your Favorite Harry Potter]