সার্বভৌম রাষ্ট্র: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্য থাকল এর পরিচালককে জানান।
৪০ নং লাইন:
===রাষ্ট্রচর্চা===
 
===ডি ফ্যাক্টো ও ডি জুর‍্যেজুরি রাষ্ট্র===
 
==ডি জুরি রাষ্ট্র==
==রাষ্ট্র ও সরকারের মধ্যে সম্পর্ক==
ডি জুরি রাষ্ট্র শব্দবন্ধটির উৎপত্তি ল্যাটিন ভাষা থেকে। ল্যাটিন ডি জুরি অর্থ আইনত। অর্থাৎ ডি জুরি রাষ্ট্র মানে আইনত স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। রাষ্ট্র গঠনের চারটি মৌলিক উপাদান (ভূমি, জনসংখ্যা, সরকার ও সার্বভৌমত্ব) বাদে এর বাড়তি আরো একটি যোগ্যতা আছে। সেটি হলো, স্বীকৃতি। অর্থাৎ অন্যান্য আইনত স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি। স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র বলতে সাধারণত আইনত স্বাধীন রাষ্ট্রই বোঝায়। যেমন- বাংলাদেশ, ভারত বা পাকিস্থান; এগুলো ডি জুরি রাষ্ট্রের উদাহরন।
যদিও রাষ্ট্র ও সরকার শব্দদ্বয় অনেকসময় পরস্পরের সমার্থক বলে পরিগণিত হলেও আন্তর্জাতিক আইন এদের মধ্যে সুস্পষ্ট পার্থক্য নির্দেশ করেছে। মূলত "নির্বাসিত সরকার" ধারণাটি এই পার্থক্যের নীতিতেই প্রতিষ্ঠিত। রাষ্ট্র একটি অবস্তুগত আইনসিদ্ধ সত্ত্বা, এটি কোন সংগঠন নয়। সাধারণ অর্থে, একটি রাষ্ট্রের সরকারই কেবল রাষ্ট্রকে দায়বদ্ধ বা আবদ্ধ করতে পারেন, যেমন চুক্তি দ্বারা।
 
==ডি ফ্যাক্টো রাষ্ট্র==
==রাষ্ট্র বিলোপ==
ডি জুরির মতো ডি ফ্যাক্টো শব্দটিও ল্যাটিন। এর ল্যাটিন মানে হচ্ছে, কার্যত। অর্থাৎ ডি ফ্যাক্টো রাষ্ট্র মানে কার্যত স্বাধীন রাষ্ট্র। কার্যত স্বাধীন রাষ্ট্রে মৌলিক চারটি উপাদান বহাল থাকে। তবে তার পঞ্চম এবং গৌণ উপাদানটি সীমিত থাকে বা থাকে না। অন্যান্য আইনত স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি ছাড়াও রাষ্ট্র গঠন সম্ভব। এরকম রাষ্ট্রের উদাহরন যেমন, ফিলিস্তিন, কসোভো, তাইওয়ান বা সোমালিল্যান্ড ইত্যাদি।
সাধারণত, রাষ্ট্র একটি স্থায়ী সত্ত্বা, যদিও স্বেচ্ছায় বা সামরিক শক্তিকর্তৃক জোরপূর্বক এর বিলোপসাধন সম্ভব। ২০০৪ সালের এক গবেষণা অনুযায়ী, কার্যত [[দ্বিতীয় বিশ্বযুদ্ধ]] শেষ হওয়ার মধ্য দিয়েই কার্যত বলপ্রয়োগপূর্বক রাষ্ট্রদখলের সমাপ্তি ঘটেছে। কেননা রাষ্ট্র একটি অবস্তুগত আইনসিদ্ধ সত্ত্বা, এর বিলোপ কেবল বাহ্যিক বলপ্রয়োগেই সম্ভব নয়। বরং বিলোপসাধনের জন্য বলপ্রয়োগের পাশাপাশি সামাজিক এবং আইনগত স্বীকৃতিও জরুরী।
==রাষ্ট্রের সত্ত্বাতাত্ত্বিক ধারণা==