উইকিপিডিয়া:উইকিমিডিয়া আন্দোলনের কৌশল নির্ধারণ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
→‎আগামীর ১৫ বছর: নতুন অনুচ্ছেদ
১৬৭ নং লাইন:
পোলাপান খুঁজে বের করতে হবে।
[[ব্যবহারকারী:Mzz Tanmay|তন্ময়]] ([[ব্যবহারকারী আলাপ:Mzz Tanmay|আলাপ]]) ০৮:২২, ২৫ মার্চ ২০১৭ (ইউটিসি)
 
== আগামীর ১৫ বছর ==
 
উইকিপিডিয়ায় আগামী পনের বছর নিম্নলিখিত কাজগুলো করা যেতে পারে।
* উইকিপিডিয়ায় ব্যবহারকারী বাড়লে নিবন্ধ বাড়বে। কয়েকজন খুব বেশি শ্রম দেওয়ার চেয়ে অনেক ব্যক্তির অল্প অল্প শ্রম বেশি ফল দেবে। তাই নতুন ব্যবহারকারী যারা নিবন্ধ বাড়াতে চান বা উন্নতি করতে চান, তাঁদের সাহায্য করতে হবে।
* নতুন ব্যবহারকারী যুক্ত করতে যতটুকু সম্ভব বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কর্মশালা করা দরকার যাতে বিভিন্ন ব্যবহারকারীগণ বুঝতে পারেন কীভাবে উইকিতে কাজ করতে হয়।
* দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা। স্বল্পমেয়াদী পরিকল্পনায় প্রতিযোগিতা, পারস্পরিক যোগাযোগ, ছোটখাট কর্মশালা ইত্যাদি থাকবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় থাকবে বাৎসরিক কর্মসূচি। প্রতি বছরের শুরুতে বিভিন্ন কাজের জন্য বাৎসরিক টার্গেট নির্ধারণ করা দরকার।
* প্রতি বছর অন্তত এক জায়গায়, যেমন ঢাকা বা কলকাতায় বা অন্যান্য স্থানে, একটি বৃহৎ সম্মেলন করা উচিত যেখানে দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী করনীয়গুলো সকলকে জানানো যায়, এবং সেই অনুসারে কাজ করা যায়। গত বছরের কাজের ব্যর্থতাসহ মূল্যায়ন করা যায়।
* শুধু বাংলা উইকিপডিয়া নয়, অন্যান্য প্রকল্প সম্পর্কে করনীয় নির্ধারণ করা। আপাতত চালু প্রকল্পগুলোকে গতিশীল করা।
* গুণগত ও পরিমাণগত, উভয় দিক থেকে বাংলা উইকিপিডিয়ার নিবন্ধগুলোতে উন্নতি ঘটাতে নিবন্ধগুলোর আলাপ পাতায় যথেষ্ট মত তুলে ধরা। ব্যবহারকারীগণ আলাপ পাতায় মন্তব্য খুব কম করে থাকেন, এটি দুর করা দরকার।
* উইকিতে যারা নিবন্ধসংখ্যা বাড়াতে আগ্রহী তাঁদেরকে খুঁজে বের করে বিশেষভাবে তুলে ধরা দরকার, হতে পারে পুরষ্কার বা অন্য উপায়ে।
* সম্পাদকগণ মন খুলে মত প্রকাশ করেন না। বিশেষভাবে যেসব নিবন্ধ মুছে ফেলার জন্য প্রস্তাবনায় যায়। এই বিষয়টি খেয়াল করা এবং মত প্রদানে উৎসাহিত করা দরকার।
* প্রযুক্তিগত দিকের উন্নতির জন্য যারা এই বিষয়টি ভালো বোঝেন, সম্পাদকদের সাথে তাঁদের সমন্বয় বাড়াতে কাজ করা।--[[ব্যবহারকারী:Anup Sadi|সাদি]] ([[ব্যবহারকারী আলাপ:Anup Sadi|আলাপ]]) ১৩:০০, ২৫ মার্চ ২০১৭ (ইউটিসি)