বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
De Mazid Islam (আলোচনা | অবদান)
→‎দুঃখ পেলাম: নতুন অনুচ্ছেদ
১০ নং লাইন:
আমার তৈরীকৃত [[জাইগোট|ভ্রুন]] বিষয়ক পাতার শিরোনাম আপনি ”জাইগোট” দ্বারা প্রতিস্থাপন করেছেন। আমি এ সম্পর্কে আপনার যুক্তি জানতে চাচ্ছি।
:{{ping|Azmi sultana}} আমি চিকিৎসাবিদ্যা সম্পর্কে খুব জানি না। ”জাইগোট” বাংলা [[ভ্রূণ]] হলে পাতাটি ভ্রূণ নামে স্থানান্তর করে নিন। একটি প্রশ্ন Embryo, Fetus এর বাংলা কি হবে? --[[ব্যবহারকারী:Aftabuzzaman|আফতাব]] ([[ব্যবহারকারী আলাপ:Aftabuzzaman#top|আলাপ]]) ১৪:৫৩, ৩ নভেম্বর ২০১৬ (ইউটিসি)
 
== দুঃখ পেলাম ==
 
আসসালামু আলাইকুম <br>ভাই উইকিপিয়া সম্পাদনার মনোবল আমার হারিয়ে গেছে ৷ আপনারা '''ওমর আল জাবির'‘' পাতাটি অপসারণ করেছেন ৷ আপনারা বলছেন, তিনি উল্লেখযোগ্য ব্যক্তি নয় ৷ একজন ব্লগারের নামে যদি নিবন্ধ থাকতে পারে ৷ যে কয়টা মাত্র বই লেখেছেন ৷ তাহলে কেন plageflage উদ্ভাবক ৷ এবং বই চারটা পাচটা বই লিখেছেন এবং যিনি MVA AWARD পেয়েছেন ৷ তার নামে নিবন্ধ থাকতে পারবে না ৷ কিছু বুঝলাম না?৷ আমি ইংরেজি জানি না তাই ভাল করে তথ্যসূত্র দিতে পারিনাই ৷ <br> হয়ত এটাই আমার উইকিপিডিয়ায় শেষ সম্পাদনা ৷ <br> '''ভাল থাকবেন‘'' শুভ কামনা করছি ৷