খাজা গোলাম ফরিদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
১৯ নং লাইন:
 
'''খাজা গোলাম ফরিদ''' ([[উর্দু]]: {{Nastaliq|خواجہ غُلام فرید}}) বা '''খোয়াজা ফরিদ''' (১৮৪৫-১৯০১) ঊনিশ শতকের একজন ভারতীয় [[সুফিবাদ|সুফিবাদী]] কবি ছিলেন। তিনি একাধারে ভাষাবিদ, পন্ডিত এবং লেখক ছিলেন। তিনি [[চিশতিয়া ত্বরিকা|চিশতি নেজামী]] [[সুফি ত্বরিকা]]র অনুসারী ছিলেন। তিনি ছাচরানে জন্মগ্রহণ এবং মৃত্যুবরণ করেন। তাকে মিথানকোটে সমাহিত করা হয়।
তার বয়স যখন পাঁচ বছর তখন তার মা মৃত্যুবরণ করেন এবং বার বছর বয়সে তার পিতা খাজা খোদা বক্স মারা গেলে তিনি এতিম হয়ে যান। এরপর তার বড় ভাই ফখর জাহান উহদি তার ভরণ পোষণের দায়িত্ব নেন এবং তিনু ধীরে ধীরে পণ্ডিত এবং লেখক হিসেবে নিজেকে গড়ে তুলেন। তিনি [[আরবি ভাষা]], [[ফার্সি ভাষা]], [[পাঞ্জাবী ভাষা]], [[সারাইকি ভাষা]], [[সিন্ধি ভাষা]] ও [[ব্রজ ভাষা]]সহ অনেক ভাষায় পান্ডিত্য অর্জন করেন এবং [[আরবি ভাষা]], [[ফার্সি ভাষা]], [[পাঞ্জাবী ভাষা]], [[সারাইকি ভাষা]], [[সিন্ধি ভাষা]] ও [[ব্রজ ভাষা] গুলোতে কাব্য রচনাও করেছেন।
 
==তথ্যসূত্র==