চাঁদ সদাগর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎চম্পক নগর: সংশোধন
২৬ নং লাইন:
[[চিত্র:BD Mahasthangarh8.JPG|thumb|right|180px|[[বাংলাদেশ|বাংলাদেশের]] [[বগুড়া|বগুড়ার]] নিকটবর্তী এই ধ্বংসাবশেষটিকে বেহুলা-লখিন্দরের লৌহবাসর বলে দাবি করা হয়।]]
অনেকে মনে করেন, চম্পক নগর [[অঙ্গদেশ|অঙ্গদেশে]] অবস্থিত ছিল।<ref>{{cite web | url =http://bihula.rediffblogs.com/2005_31_07_bihula_archive.html
| title = Bihula, the legendary lady of Anga/ Ang Desh| accessdate = 2007-12-12 | last = | first = | work = | publisher = rediff.com, 1 August 2005}}</ref> [[মহাস্থানগড়|মহাস্থানগড়ের]] ৩ কিলোমিটার দক্ষিণে এবং [[বগুড়া]] শহরের ৯ কিলোমিটার উত্তরে বগুড়া-রংপুর সড়ক থেকে ১ কিলোমিটার দূরে গোকুল মেধ নামে একটি জায়গা রয়েছে। এই জায়গাটির স্থানীয়ভাবে বেহুলার বাসরঘর বা লখিন্দরের মেধ নামে পরিচিত। ১৯৩৪-৩৬ সালে এখানে খননকার্যের সময় একটি সারিবদ্ধ অঙ্গনে ১৭২টি আয়তাকার বদ্ধঘরের সন্ধান মিলেছে। এটি খ্রিষ্টীয় ষষ্ঠ অথবা সপ্তম শতাব্দীতে নির্মিত হয়। স্থানীয় লোকবিশ্বাস অনুযায়ী, এই স্থানটি বেহুলা ও লখিন্দরের সঙ্গে যুক্ত। মহাস্থানগড়ের চেঙ্গিসপুর গ্রামে ধ্বংসস্তুপের উত্তর-পশ্চিম কোণ থেকে ৭০০ মিটার পশ্চিমে একটি মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এটিকে [[খুল্লনার ঢিপিধাপ|খুল্লনার ঢিবি]] বলা হয়। এই অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত [[করতোয়া নদী|করতোয়া]] নদী এখন শীর্ণকায়া হলেও অতীতে এই নদী বিশালাকার ছিল বলে জানা যায়।<ref>Hossain, Md. Mosharraf, ''Mahasthan: Anecdote to History'', 2006, pp. 56-65, Dibyaprakash, 38/2 ka Bangla Bazar, Dhaka, ISBN 984 483</ref>
 
বগুড়ার অনেক উত্তরে [[অসম|অসমের]] [[ধুবড়ী জেলা|ধুবড়ি জেলায়]] একটি অঞ্চল আছে। এই অঞ্চলটি মনসার সহচরী নেতার স্মৃতিবিজড়িত বলে মনে করা হয়। [[কলকাতা|কলকাতার]] পার্শ্ববর্তী [[হাওড়া|হাওড়ার]] একটি মন্দিরকে চাঁদ সদাগরের দ্বারা প্রতিষ্ঠিত বলে মনে করা হয়।