অমৃতলাল বসু: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
পরিবর্ধন ও তথ্যসূত্র যোগ করা হলও
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
১ নং লাইন:
'''অমৃতলাল বসু''' ([[১৭ই এপ্রিল]], [[১৮৫৩]]- [[২রা জুলাই]], [[১৯২৯]]) ব্রিটিশ আমলের বাঙালি নাট্যকার ও নাট্য অভিনেতা।<ref>{{cite web|author=Prof. Sirajul Islam |url=http://www.bpedia.org/B_0336.php |title=BANGLAPEDIA: Basu, Amrita Lal |publisher=Bpedia.org |date= |accessdate=2014-04-27}}</ref><ref>{{cite book|url=http://books.google.co.in/books?id=ObFCT5_taSgC&pg=PA564&dq=Amritalal+Basu&hl=en&sa=X&ei=GwJYU5aPCITf8AXooIK4Ag&ved=0CFMQ6AEwBw#v=onepage&q=Amritalal%20Basu&f=false |title=Encyclopaedia of Indian Literature: A-Devo - Google Books |publisher=Books.google.co.in |date= |accessdate=2014-04-27}}</ref> তাঁর জন্ম হয়েছিল [[কলকাতা|কলকাতায়]]। নাটক রচনা এবং নাট্যাভিনয়ে সাফল্যের জন্য জনসাধারণের কাছে রসরাজ নামে খ্যাত ছিলেন। [[গিরিশচন্দ্র ঘোষ]] ও [[অর্ধেন্দুশেখর মুস্তফী|অর্ধেন্দুশেখর মুস্তফীর]] উৎসাহে তিনি ন্যাশনাল, গ্রেট ন্যাশনাল, গ্রেট ন্যাশনাল অপেরা কোম্পানি, বেঙ্গল, স্টার, মিনার্ভা ইত্যাদি রঙ্গমঞ্চে সুনামের সাথে অভিনয় করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক '''জগত্তারিণীজগৎ্তারিণী পদক''' লাভ করেন।
 
==রসরাজ উপাধি==
হাস্যরসাত্মক নাট্যরচনার জন্য তিনি স্বদেশবাসীর কাছে "রসরাজ" উপাধি পেয়েছিলেন। ইংল্যান্ডের যুবরাজের আগমন উপলক্ষে উকিল জগদানন্দের বাড়িতে অনুষ্ঠিতঅণুষ্ঠিত ঘটনাকে ব্যঙ্গ করে রচিত নাটিকা পরিচালনার জন্য আদালতে দণ্ডিত হন। এই ব্যাপারে সরকার মঞ্চাভিনয়ের জন্য ১৮৭৬ সনে আইন রচনা করে।<ref name="সংসদ">সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, ''সংসদ বাঙালি চরিতাভিধান'', প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ৪২-৪৩, ISBN 978-81-7955-135-6</ref>
 
== উল্লেখযোগ্য নাটক ==
১০ নং লাইন:
* ''তরুবালা'',
* ''খাসদখল''
* ''ব্যাপীকাবিদায়'',
* ''ব্যাপিকাবিদায়'',
* ''বিমাতা বা বিজয়বসন্ত'',
* ''হরিশচন্দ্র''