ফজলুর রহমান মালিক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
file not exists
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
১৭ নং লাইন:
'''ফজলুর রহমান মালিক''' ([[Urdu]]: '''فضل الرحمان ملک''')( সেপ্টেম্বর ২১, ১৯১৯ - জুলাই ২৬, ১৯৮৮) [[ইসলাম|ইসলামের]] অন্যতম পরিচিত বিদ্বান ব্যক্তি। অ্যাসেসিয়েশন অব ইসলামি রিসার্চ এর এম ইয়াহইয়া বার্ত তার সম্প্রকে বলেছেন যে, "বিংশ শতকের দ্বিতীয়ভাগে প্রধান মুসলিম চিন্তাবিদদের মধ্যে শাস্ত্রীয় ইসলাম ও পাশ্চাত্য দার্শনিক ও আধ্যাত্মিক কথোপকথনের বিবেচনায় তিনি সম্ভবত সর্বাধিক জ্ঞানী।"
 
ফজলুর রহমান [[ব্রিটিশ ভারত|ব্রিটিশ ভারতের]] (বর্তমানে [[পাকিস্তান]]) [[Hazara, Pakistan|হাজারা]] এলাকায় জন্মগ্রহন করেন। তার পিতা [[Maulana Shihab al-Din|মাওলানা শিহাব আল দীন]] ছিলেন সেই সময়ের একজন বুদ্ধিজীবিবুদ্ধজীবী ছিলেন। [[Deoband|দেওবন্ধে]] তিনি ইসলামী আইন শিক্ষা ([[fiqh|ফিকহ]], [[হাদিস]], [[কুরআন|কুরআনের]] [[tafsir|তাফসির]], যুক্তিবিজ্ঞান, দর্শনসহ অন্যান্য বিষয়) লাভ করেন এবং [[alim|আলিম]] ডিগ্রি অর্জন করেন।
 
রহমান [[University of the Punjab|পাঞ্জাব বিশ্ববিদ্যালয়]] থেকে [[আরবি ভাষা|আরবি]] শিক্ষা লাভ করপন এবং এরপর তিনি [[অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়|অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে]] শিক্ষার জন্য যান। সেখানে তিনি [[ইবনে সিনা|ইবনে সিনার]] উপর একটি গবেষণামূলক প্রবন্ধ রচনা করেন। এরপর তার শিক্ষকতা জীবন শুরু হয়। প্রথমে তিনি [[হাখমানেশী সাম্রাজ্য|পার্সিয়ান]] এবং ইসলামী দর্শন বিষয়ে [[Durham University|দেরহাম বিশ্ববিদ্যালয়ে]] শিক্ষকতা শুরু করেন। এবং এরপর তিনি [[McGill University|ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে]] ইসলামিক শিক্ষা বিষয়ে অধ্যাপনা করেন। এই বিশ্ববিদ্যালয়ে তিনি ১৯৬১ সাল পর্যন্ত শিক্ষকতা করেছেন।