চট্টগ্রাম সিটি কর্পোরেশন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ashiq Shawon (আলোচনা | অবদান)
119.30.39.171-এর সম্পাদিত সংস্করণ হতে Moheen Reeyad-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
৭৫ নং লাইন:
}}
 
'''চট্টগ্রাম সিটি কর্পোরেশন''' ('''চসিক''') ({{lang-en|Chittagong City Corporation}}) বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী ও দ্বিতীয় বৃহত্তম শহর [[চট্টগ্রাম|চট্টগ্রামের]] স্থানীয় সরকার সংস্থা যা সার্বিকভাবে চট্টগ্রাম মহানগরীর পরিচালনের দায়িত্ব পালন করে থাকে। এই কর্পোরেশন চট্টগ্রাম শহরকে সর্বমোট ৪১টি ওয়ার্ডে বিভক্ত করেছে এবং প্রতিটি ওয়ার্ডে একজন নির্বাচিত কাউন্সিলর দায়িত্বপ্রাপ্ত। প্রতি ৫ বছর অন্তর সরাসরি ভোটের মাধ্যমে একজন [[মেয়র]] এবং প্রতিটি ওয়ার্ডে একজন করে [[কাউন্সিলর]] নির্বাচন করা হয়। মেয়র সিটি কর্পোরেশনের কার্যনির্বাহী প্রধান হিসাবে দ্বায়িত্বপ্রাপ্ত। এছাড়াও একজন সরকারীসরকারি কর্মকর্তা প্রেশনে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে কাজ করেন। বর্তমান ভারপ্রাপ্ত মেয়র বা নগরপাল হলেন প্যানেল মেয়র ১ মোহাম্মদ হোসেন। মার্চ ২৭, ২০১৫ সালে প্রাক্তন মেয়র [[মোহাম্মদ মনজুর আলম|এম মনজুর আলম]] ক্ষমতা ছেড়ে দিলে প্যানেল মেয়র ১ ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পান।
 
== ইতিহাস ==
জুন ২২, ১৮৬৩ সালে ''চট্টগ্রাম মিউনিসিপ্যালিটি'' যাত্রা শুরু হয়। ১৯৮৪ সালে এর প্রশাসন ও কার্যক্রম পরিচালনার জন্য ১৮ জন কমিশনার সমন্বয়ে পরিষদ গঠন করা হয়। সেসময়ে চট্টগ্রাম শহরের সাড়ে চার বর্গমাইল এলাকা উক্ত মিউনিসিপ্যালিটির আওতাধীন ছিল। প্রথমে ৪টি ওয়ার্ডে মিউনিসিপ্যালিটি বিভক্ত থাকলেও ১৯১১ সালে এ, বি, সি, ডি এবং ই নামে ৫টি ওয়ার্ড সৃষ্টি করা হয়। জে, ডি, ওয়ার্ডে ছিলেন প্রথম প্রশাসক। খান বাহাদুর আবদুচ ছত্তার ছিলেন প্রথম নির্বাচিত চেয়ারম্যান। পরবর্তীতে ত্রিশ বছর ধরে চেয়ারম্যান ছিলেন নূর আহমদ।
 
জুন ২৯, ১৯৭৭ সালে চট্টগ্রাম মিউনিসিপ্যালিটির নাম পরিবর্তিত করে ''চট্টগ্রাম পৌরসভা'' নামকরণ করা হয়। চট্টগ্রাম পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন ফজল করিম। এই পৌরসভার কাজ ছিল শহুরেদের কাছ থেকে [[আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি|আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানির]] হোল্ডিং ও জেটি কর, গৃহায়ন কর, ভূমি কর এবং (১৮৯৬ সাল থেকে) পয়ঃনিষ্কাশন কর আদায় করা। ১৯০৬ সাল থেকে শুরু হয় ফেরি কর ও টোল কর আদায়। ১৯৫‌-৬ সালে কর আদায়ের সাফল্যের জন্য চট্টগ্রাম পৌরসভার প্রথম সরকারীসরকারি অর্থ সাহায্যের জন্য সরকারীসরকারি অর্থ সাহায্যের তালিকায় নথিভুক্ত হয়।
 
সেপ্টেম্বর ১৬, ১৯৮২ সালে চট্টগ্রাম পৌরসভাকে চট্টগ্রাম মিউনিসিপ্যাল কর্পোরেশনে উন্নীত করা হয়। এই সময়ে এর আওতাধীন এলাকা হয় সর্বমোট ৬০ বর্গমাইল। প্রশাসক হিসেবে নিযুক্ত হন ব্রিগেডিয়ার মফিজুর রহমান চৌধুরী।