লেভ ইয়াশিন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, সমস্যা? এখানে জানান
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
৩১ নং লাইন:
১৯৬২ বিশ্বকাপে দুইবার আঘাতপ্রাপ্তি স্বত্ত্বেও আরও একবার দলকে কোয়ার্টার-ফাইনালে নিয়ে যান। কিন্তু স্বাগতিক [[চিলি জাতীয় ফুটবল দল|চিলির]] কাছে পরাজিত হয়ে তাঁর দল প্রতিযোগিতা থেকে বিদায় নিতে বাধ্য হয়।<ref name="concussion">{{cite web | url = http://en.euro2008.uefa.com/history/season=1960/historymaker/index.html | title = Victor Ponedelnik | publisher = UEFA EURO 2008| accessdate=21 April 2008}}</ref> এ প্রতিযোগিতায় ইয়াসিন অতিমানবীয় ক্রীড়াশৈলী প্রদর্শন করলেও কিছু কিছু অমার্জনীয় ভুলও করেছেন। কলম্বিয়া’র বিপক্ষে ৪-১ ব্যবধানে এগিয়ে থাকা স্বত্ত্বেও ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথম ও একমাত্র গোল হিসেবে [[corner kick|কর্নার কিক]] থেকে [[Marcos Coll|মার্কোস কলের]] সরাসরি বাঁকানো গোলও হজম করেন। খেলাটি ৪-৪ ড্র হলে ফরাসি দৈনিক [[l'Equipe|আই’ইকুইপ]] ইয়াসিনের খেলোয়াড়ী জীবন শেষ হয়েছে বলে তুলে ধরে।<ref name="l'Equipe">{{cite news | url = http://news.bbc.co.uk/sport3/worldcup2002/hi/team_pages/russia/newsid_1751000/1751095.stm| title = The path of the 'Panther' | publisher = BBC News| accessdate=21 April 2008 | date=9 April 2002}}</ref>
 
১৯৬২ বিশ্বকাপে তাঁর নিষ্প্রভতা স্বত্ত্বেও অদ্যাবধি একমাত্র গোলরক্ষক হিসেবে ইয়াসিন ১৯৬৩ সালের [[Ballon d'Or|বাঁলু দো’অর]] [[পুরস্কার]] জয় করেন।<ref name="FIFA"/> ঐ বছর এফএ কাপের শতবর্ষ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যেউপলক্ষে অনুষ্ঠিত খেলায় বহিঃবিশ্ব একাদশের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলেন। [[Wembley Stadium (1923)|ওয়েম্বলি স্টেডিয়ামে]] অনুষ্ঠিত খেলায় তিনি বেশকিছুসংখ্যক শ্বাসরূদ্ধকর ও অবিশ্বাস্য গোল রক্ষা করেন। ইংল্যান্ডে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে ইয়াসিনের নেতৃত্বে সোভিয়েত দল তাদের সেরা ক্রীড়া প্রদর্শন করে ও চতুর্থ স্থান অর্জন করে। সর্বদাই পরামর্শ দিতে অভ্যস্ত ইয়াসিন মেক্সিকোতে অনুষ্ঠিত ১৯৭০ সালের বিশ্বকাপে দলকে কোয়ার্টার ফাইনালে নিয়ে যান।
 
১৯৭১ সালে মস্কোতে অনুষ্ঠিত নিজস্ব শেষ খেলায় অংশগ্রহণ করেন লেভ ইয়াসিন। মস্কোর লেনিন স্টেডিয়ামে প্রায় এক লক্ষ সমর্থকের উপস্থিতিতে ফিফা [[testimonial match|স্মারক খেলায়]] [[পেলে]], [[ইউসেবিও]] এবং [[Franz Beckenbauer|ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের]] ন্যায় প্রমূখ ফুটবল তারকা উপস্থিত ছিলেন।<ref name="FIFA"/>
 
== সম্মাননা ==
১৯৬৭ সালে দেশ ও দশের জন্য অসাধারণ সেবা প্রদান করায় সোভিয়েত ইউনিয়নের সর্বোচ্চ পুরস্কার [[Order of Lenin|অর্ডার অব লেনিন]] উপাধিতে ভূষিত হন ইয়াসিন।<ref name="FIFA"/> অবসর-পরবর্তী সময়কালে [[কোচ (ক্রীড়া)|কোচের]] দায়িত্বেও ছিলেন তিনি। ১৯৯৪ সালে [[FIFA World Cup All-Time Team|ফিফা বিশ্বকাপ সর্বকালের সেরা দলেও]] তিনি অন্যতম সদস্যরূপে মনোনীত হন। এ বছরই [[ফিফা]] বিশ্বকাপের চূড়ান্ত খেলায় সেরা গোলরক্ষক নির্বাচনে [[FIFA World Cup awards#Golden Glove|লেভ ইয়াসিন পুরস্কার]] প্রবর্তন করে। এছাড়াও, ১৯৯৮ সালে ফিফা কর্তৃক সংঘটিত ভোটে [[World Team of the 20th Century|বিংশ শতকের বিশ্ব দলের সদস্যও]] ছিলেন লেভ ইয়াসিন। ২০০২ সালে গঠিত বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে [[FIFA Dream Team|ফিফা স্বপ্নের দলে]] তাঁকে অন্তর্ভূক্তঅন্তর্ভুক্ত করা হয়। ১৯৬৩ সালে একমাত্র গোলরক্ষক হিসেবে [[Ballon d'Or (1956–2009)|ইউরোপীয় বর্ষসেরা ফুটবলার]] হিসেবে তিনি অন্তর্ভূক্তঅন্তর্ভুক্ত হন।<ref name="FIFA"/> [[IFFHS|আইএফএফএইচএস]] কর্তৃক তিনি বিংশ শতকের শ্রেষ্ঠ গোলরক্ষকের মর্যাদা লাভ করেন।<ref>{{cite web |title=IFFHS' Century Elections |author= Stokkermans, Karel |work= RSSSF |url=http://www.rsssf.com/miscellaneous/iffhs-century.html |accessdate=25 June 2008 }}</ref> [[World Soccer Magazine|ওয়ার্ল্ড সকার ম্যাগাজিন]] কর্তৃক [[World Soccer Magazine#The 100 Greatest Players of the 20th century|বিংশ শতকের ১০০ সেরা খেলোয়াড়দের]] একজন হিসেবে তাঁকে অন্তর্ভূক্তঅন্তর্ভুক্ত করে। অনেক ধারাভাষ্যকারদের মতে তিনি এখনও ফুটবলের ইতিহাসে সেরা গোলরক্ষক হিসেবে রয়েছেন। এ প্রেক্ষাপটেই তাঁকে ফিফা বিশ্বকাপর সর্বকালের দল ও ফিফা স্বপ্নের দলের মতো বিশ্বের অধিকাংশ সর্বকালের দলের সদস্যরূপে চিত্রিত করা হয়েছে।<ref>[http://www.rsssf.com/miscellaneous/wrldallt.html World All-Time Teams], 15 May 2004</ref>
 
== তথ্যসূত্র ==