দত্তাত্রেয় রামচন্দ্র বেন্দ্রে: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, কোন সমস্যা?
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
৪০ নং লাইন:
 
=== পরবর্তী জীবন ===
১৯২২ সালে দত্তাত্রেয় ''গেলেয়ারা গুম্পু'' (বন্ধুগোষ্ঠী) গঠন করেন। সাহিত্য ও সংস্কৃতি নিয়ে আলাপ আলোচনার জন্য এই গোষ্ঠীর সদস্য ছিলেন বিশিষ্ট কন্নড় কবি ও সাহিত্যিকেরা। এঁদের মধ্যে উল্লেখযোগ্য [[আনন্দ কাণ্ড]], [[শাম. বা. জোশী]], [[সিদ্দবনহল্লি কৃষ্ণ শর্মা]], [[এঙ্কে]], [[জি. বি. জোশী]], [[ভি. কে. গোকক]] ও [[আর. এস. মুগালি]]। ১৯২৬ সালে দত্তাত্রেয় ''নাদ-হব্বা'' নামে এক সাংস্কৃতিক আন্দোলন শুরু করেন। স্বদেশ ও সংস্কৃতির এই উৎসব আজও কর্ণাটকে [[নবরাত্রি]] উপলক্ষ্যেউপলক্ষে পালিত হয়। ১৯৩২ সালে রাজদ্রোহমূলক ''নরবলি'' রচনার জন্য তিনি কারারুদ্ধ হন। পরে মুগাদ গ্রামে তাঁকে গৃহবন্দী করেও রাখা হয়। তাঁর নয় সন্তানের মধ্যে জীবিত ছিলেন কেবলমাত্র তাঁর দুই পুত্র পাণ্ডুরঙ্গ ও বামন এবং কন্যা মঙ্গলা। ১৯৪৩ সালে [[শিমোগা]]য় আয়োজিত ২৭তম [[কন্নড় সাহিত্য সম্মেলন|কন্নড় সাহিত্য সম্মেলনের]] পৌরহিত্য করেন। পরে তিনি [[কন্নড় সাহিত্য পরিষদ|কন্নড় সাহিত্য পরিষদের]] ফেলো নির্বাচিত হন। ১৯৭২ সালে [[কর্ণাটক সরকার]] তাঁর জীবন সম্পর্কিত একটি তথ্যচিত্র প্রযোজনাও করেন।
 
== রচনা ও বার্তা ==