চুখাম্‌ফা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
→‎তথ্যসূত্র: বট নিবন্ধ পরিষ্কার করেছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
২ নং লাইন:
'''চুখাম্‌ফা''' ({{lang-en|Sukhaamphaa}}) [[আহোম সাম্রাজ্য|আহোম সাম্রাজ্যের]] ১৬তম রাজা ছিলেন। ১৫৫২ সনে তিনি রাজসিংহাসনে বসেন। চুখাম্‌ফা সুদীর্ঘ ৫১ বৎসর পর্যন্ত আহোম রাজ্য শাসন করেছিলেন। একবার তিনি শিকার করার সময় হাতি দ্বারা আঘাত প্রাপ্ত হয়ে পঙ্গু হন । পঙ্গু শব্দের অসমীয়া অর্থ হচ্ছে খোরা তাই তাঁর অপরনাম খোরা রাজা। একবার সাতজন আহোম রাজকুমার মিলে চুখাম্‌ফাকে হত্যা করার ষড়যন্ত্র করে। ষড়যন্ত্রের কথা জানতে পেরে রাজা তাঁদেরকে বন্দী করেন কিন্তু আহোম রাজ্যের উচ্চপদস্থ ও বিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ অনুযায়ী তিনি অপরাধীদের কোন দণ্ড না দিয়েই ছেড়ে দেন। কিছুদিন পর ষড়যন্ত্রকারীরা পুনরায় একই আচরন করে। এইবার রাজা তাঁদের মৃত্যুদণ্ড দেন।<ref name="সোণৰ অসম">{{cite book | title=সোণৰ অসম | publisher= শ্ৰী খগেন্দ্ৰনাৰায়ণ দত্তবৰুৱা; লয়াৰ্ছ বুক ষ্টল, পাণবজাৰ, গুৱাহাটী | author= ভূপেন্দ্ৰনাথ চৌধুৰী | authorlink= দশম অধ্যায়: চুডাংফা বা বামুণী কোঁৱৰ | year= ১৯৯৫ | location= গুৱাহাটী | pages= ৫৭, ৫৮, ৫৯ পৃষ্ঠা}}</ref>
==রাজত্বকাল==
পশ্চিম দিক থেকে যাতে আহোম সাম্রাজ্য কেউ আক্রমনআক্রমণ করিতে না পেরে তাই তিনি দুর্গ নির্মান করেছিলেন। তাঁর রাজত্বকালে [[নরা রাজা]], [[শুতীয়া রাজ্য|শুতীয়া রাজা]] ও [[নগা রাজা]] বিদ্রোহ করেছিলেন যদিও তিনি তাঁদের দমন করতে সক্ষম ছিলেন। চুখাম্‌ফার রাজত্বকালে অসমে প্রাকৃতিক দূর্যোগ সংঘটিত হয়েছিল। একবার বড় ভূমিকম্প ও বন্যা হয়েছিল।<ref name="সোণৰ অসম" />
==কোচের সহিত যুদ্ধ==
চুখামফার শাসনকালে আহোমের সহিত [[কোচ রাজবংশ|কোচ রাজার]] বিবাদ হয়েছিল। কোচ রাজা আহোম রাজার বিরুদ্ধে টেপু নামক একটি ব্যক্তির নেতৃত্বে সৈন্য পাঠান। কোচ সেনারা দিখৈ নদী গিয়ে পৌছায় । আহোম সৈন্যরা কোচ সেনাদের বাধা দিতে সক্ষম হয়েছিল যদিও কিছুদিন পর যুদ্ধে কোচ সেনাপতি [[চিলারায়]] যোগদান করার পর আহোম সৈন্যরা পরাজিত হয়েছিল। জয়ী হয়ে চিলারায় আহোমের রাজধানী গড়গাঁও দখল করে।