রাশিয়া: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Pratik89Roy (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Илья Драконов (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৪১ নং লাইন:
| lower_house = [[স্টেট দুমা]]
| sovereignty_type = [[রাশিয়ার ইতিহাস|গঠন]]
| established_event1 = [[রুরিক]]-র আগমন<ref>[http://www.1150russia.ru/ukaz-prezidenta-rf-o-prazdnovanii-1150-letiya-zarozhdeniya-rossiyskoy-gosudarstvennosti.html Указ Президента РФ "О праздновании 1150-летия зарождения российскойРоссийской государственности"] {{ru icon}}</ref>
|established_date1 = ৮৬২
|established_event2 = [[কিয়েভ রুশ]]
১০২ নং লাইন:
'''রাশিয়া''' ({{lang-ru|Россия}} ''রশিয়া''), সরকারিভাবে '''রুশ ফেডারেশন''' নামে পরিচিত ({{lang-ru|Российская Федерация}} ''রশিস্কায়া ফিদিরাৎসিয়া'') যেটা উত্তর [[ইউরেশিয়া]]তে অবস্থিত বিশ্বের বৃহত্তম দেশ। এই দেশটি অর্ধ প্রেসিডেনসিয়াল ফেডারেল প্রজাতন্ত্র যার সংবিধান ৮৩ টি ফেডারেল বিষয় দ্বারা গঠিত। রাশিয়ার উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্ব পর্যন্ত [[নরওয়ে]], [[ফিনল্যান্ড]], [[এস্তোনিয়া]], [[লাটভিয়া]], [[লিথুয়ানিয়া]] ও [[পোল্যান্ড]] (উভয় দেশই [[কালিনিনগ্রাদ]] অব্লাস্ত সীমান্ত দিয়ে যুক্ত), [[বেলারুশ]], [[ইউক্রেন]], [[জর্জিয়া]], [[আজারবাইজান]], [[কাজাখস্তান]], [[চীন]], [[মঙ্গোলিয়া]] ও [[উত্তর কোরিয়া|উত্তর কোরিয়ার]] সাথে সীমান্ত আছে। দেশটির অখতস্ক সাগরের মাধ্যমে [[জাপান|জাপানের]] সাথে ও [[বেরিং প্রণালী|বেরিং প্রণালীতে]] [[মার্কিন যুক্তরাষ্ট্র|মার্কিন যুক্তরাষ্ট্রের]] [[আলাস্কা|আলাস্কার]] সাথে সামুদ্রিক সীমানা রয়েছে। রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশ যার রয়েছে পৃথিবীর মোট আবাসযোগ্য জমির এক অষ্টমাংশ। দেশটির মোট আয়তন ১৭,০৭৫,৪০০ বর্গকিলোমিটার (৬,৫৯২,৮০০ বর্গমাইল)। রাশিয়া বিশ্বের নবম জনবহুল দেশ যেখানে ২০১২ হিসাব অনুযায়ী ১৪৩ মিলিয়ন লোক বসবাস করে।<ref><nowiki> name="popstat">{{ru icon}} [http://www.gks.ru/bgd/free/B12_00/IssWWW.exe/Stg/dk10/8-0.htm Official estimate] as of 1 September 2012.</nowiki></ref> [[উত্তর এশিয়া]] ও [[পূর্ব ইউরোপ|পূর্ব ইউরোপে]] জায়গা সম্প্রসারণের ফলে রাশিয়া ৯টি সময় অঞ্চলের অন্তর্ভুক্ত এবং এখানে অনেক রকম ও বিস্তৃত পরিবেশের সমন্বয় ঘটেছে।
 
দেশটির ইতিহাস শুরু হয় ৩য় ও ৮ম খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে ইস্ট স্লাভদের মাধ্যমে যারা ইউরোপের একটি স্বীকৃত জাতি হিসেবে পরিচিত ছিল।<ref><nowiki> name=autogenerated1>{{cite web|url=http://www.britannica.com/EBchecked/topic/513251/Russia/38597/The-Indo-European-group?anchor=ref422350|title=Russia|publisher=Encyclopædia Britannica|accessdate=31 January 2008}}</nowiki></ref> পরবর্তীতে ভারাঞ্জিয়ান যোদ্ধা ও তাদের বংশ দ্বারা প্রতিষ্ঠিত ও শাসিত হয় এবং নবম শতকে দেশটির উত্থান শুরু হয়। ৯৮৮ খ্রিস্টাব্দে [[বাইজান্টাইন সাম্রাজ্য]] থেকে গোঁড়া খ্রিস্টান রীতি গৃহীত হয়। এর ফলে বাইজান্টাইন ও স্লোভাক সংস্কৃতির সংমিশ্রণ ঘটে যা পরবর্তী সহস্রাব্দ পর্যন্ত বহাল থাকে। রাশিয়া অনেকগুলো ছোট ছোট অঞ্চলে ভাগ হয়ে যায় এবং বেশিরভাগ জমি মঙ্গোলদের আক্রমণের জন্য পদদলিত হয় ও যাযাবরদের জন্য স্বর্গ হয়ে ওঠে।<ref>[[Michael Prawdin]] and Gérard Chaliand, ''The Mongol Empire: Its Rise and Legacy'' (2005) pp.&amp;nbsp;512–550</ref> মস্কোর গ্র্যান্ড ডিউকের জমিদার শেষ পর্যন্ত পার্শ্ববর্তী রুশ অঞ্চলে আধিপত্য বিস্তার করেন ও যাযাবরদের কাছে থেকে স্বাধীনতা অর্জন করেন। তারা মূলত কিয়েভান রাশিয়ার রাজনীতি ও সংস্কৃতিকে শাসন করেন। ১৮ শতক পর্যন্ত এই জাতিটি বিজয়, আত্মসাৎ, এবং অন্বেষণ মাধ্যমে ব্যাপকভাবে জায়গা সম্প্রসারণ করে ইউরোপের পোল্যান্ড থেকে উত্তর আমেরিকার [[আলাস্কা]] পর্যন্ত যা ছিল ইতিহাসে তৃতীয় বৃহত্তম [[রুশ সাম্রাজ্য|সাম্রাজ্য]]।<ref><nowiki>Peter Turchin, Thomas D. Hall and Jonathan M. Adams, "[http://jwsr.ucr.edu/archive/vol12/number2/pdf/jwsr-v12n2-tah.pdf East-West Orientation of Historical Empires]{{dead link|date=January 2014}}", ''Journal of World-Systems Research'' Vol. 12 (no. 2), pp. 219–229 (2006).</nowiki></ref><ref><nowiki>{{cite journal|author=Rein Taagepera|authorlink=Rein Taagepera|title=Expansion and Contraction Patterns of Large Polities: Context for Russia|journal=[[International Studies Quarterly]]|volume=41|issue=3|pages=475–504|year= 1997|doi=10.1111/0020-8833.00053}}</nowiki></ref>
 
রুশ বিপ্লবের পর [[রুশীয় সোভিয়েত যুক্তরাষ্ট্রীয় সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র]] ছিল [[সোভিয়েত ইউনিয়ন|সোভিয়েত ইউনিয়নের]] বৃহত্তম, নেতৃস্থানীয় ও প্রয়োজনীয় সদস্য হয়ে ওঠে যা সংবিধান অনুযায়ী একটি [[সমাজতান্ত্রিক]] দেশ। এসময় এটি অত্যন্ত শক্তিশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করে<ref><nowiki>{{cite book|author1=Jonathan R. Adelman|author2=Cristann Lea Gibson|title=Contemporary Soviet Military Affairs: The Legacy of World War&amp;nbsp;II|url=http://books.google.com/books?id=XXcVAAAAIAAJ&pg=PA4+|accessdate=15 June 2012|date=1 July 1989|publisher=Unwin Hyman|isbn=978-0-04-445031-3|page=4}}</nowiki></ref> যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিষ্পত্তিমূলক ভূমিকা পালন করে।<ref><nowiki>{{Cite book|author=Weinberg, G. L.|title=A World at Arms: A Global History of World War&amp;nbsp;II|isbn=0-521-55879-4|publisher=Cambridge University Press|page=264|year=1995}}</nowiki></ref><ref>Rozhnov, Konstantin, "[http://news.bbc.co.uk/2/hi/europe/4508901.stm Who won World War&amp;nbsp;II?]". BBC.</ref> সোভিয়েত যুগ ২০তম শতকের কিছু উল্লেখযোগ্য প্রযুক্তিগত সাফল্য পেয়েছিল যার মধ্যে ছিল বিশ্বের প্রথম মহাকাশযান ও [[ইউরি গ্যাগারিন|প্রথম নভোচারী]]। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর সোভিয়েতের রুশীয় প্রজাতন্ত্র আর রুশ ফেডারেশন হিসেবে গঠিত হয় এবং একক রাষ্ট্র হিসেবে স্বীকৃত হয়।