বাকাটক রাজবংশ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
৪৮ নং লাইন:
[[প্রথম প্রবরসেন|প্রথম প্রবরসেনের]] পুত্র [[সর্বসেন]] [[ওয়াশিম|বৎসগুল্ম]] নামক স্থানে রাজধানী স্থাপন করেন ও সেখান থেকে রাজ্য শাসন করেন।<ref name=Mahajan/>{{rp|৫৮৮}} তিনি ''ধর্মমহারাজা'' উপাধি গ্রহণ করেন ও ''হরিবিজয়'' নামক একটি প্রাকৃত গ্রন্থ রচনা করেন। তাঁর মৃত্যুর পর তাঁর পুত্র [[বিন্ধ্যসেন]] রাজত্ব লাভ করেন।<ref name="singh1">{{cite book|last=Singh|first=Upinder|title=A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century|year=2008|publisher=Pearson Education|location=New Delhi|isbn=978-81-317-1677-9|page=484}}</ref> যিনিও ''ধর্মমহারাজা'' উপাধি গ্রহণ করেন এবং কুন্তল রাজ্যকে পরাজিত করেন। তাঁর মৃত্যুর পর [[দ্বিতীয় প্রবরসেন]] খুব অল্প সময়ের জন্য রাজত্ব করেন। [[দ্বিতীয় প্রবরসেন|দ্বিতীয় প্রবরসেনের]] পুত্র তথা পরবর্তী শাসকের নাম জানা যায় না। এই অজ্ঞাত শাসকের পর তাঁর পুত্র [[দেবসেন]] রাজত্বলাভ করেন, কিন্তু মূলত তাঁর মন্ত্রী হস্তীভোজ তাঁর হয়ে শাসনকার্য্য পরিচালনা করতেন।<ref name=Mahajan/>{{rp|৫৯০,৫৯১}}
 
[[দেবসেন|দেবসেনের]] পরে তাঁর পুত্র [[হরিষেণ (বাকাটক)|হরিষেণ]] সিংহাসনে আরোহণ কুরেন। তিনি বৌদ্ধ সংস্কৃতি ও শিল্পকলার পৃষ্ঠপোষক ছিলেন। তাঁর শাসনকালে [[অজন্তা গুহাসমূহ|অজন্তা গুহার]] ষোল, সতেরো ও উনিশ নম্বর গুহার বিহার নির্মিত হয় ও চিত্র ও ভাস্কর্য্য দিয়ে তা সজ্জিত করা হয়, যদিও ওয়াল্টার স্পিঙ্ক নামক এক শিল্প-ঐতিহাসিকের মতে, [[অজন্তা গুহাসমূহ|অজন্তা গুহার]] নয়, দশ, বারো, তেরো ও পনেরো নম্বর গুহা বাদ দিয়ে সকল গুহা ভাস্কর্য্যই [[হরিষেণ (বাকাটক)|হরিষেণের]] রাজত্বকালে নির্মিত হয়েছিল।<ref>Spink, Walter, M. (2009). ''Ajanta: Defining Features'', in ''Indica'', Vol.46, No.1, Mumbai: Heras Institute of Indian History and Culture, pp.3-38</ref> এর মধ্যে তাঁর মন্ত্রী বরাহদেব [[অজন্তা গুহাসমূহ|অজন্তার ষোড়শ গুহাটি]] বিহার নির্মাণ করেন।<ref name=Mahajan/>{{rp|৫৯০,৫৯১}} [[অজন্তা গুহাসমূহ|এই গুহার]] একটি শিলালিপি থেকে জানা যায় যে, [[হরিষেণ (বাকাটক)|হরিষেণ]] [[অবন্তী]], [[কোশল]], [[কলিঙ্গ]], [[অন্ধ্র]], [[গুজরাট|লাট]], [[নাসিক জেলা|ত্রিকূট]] এবং কুন্তল রাজ্য অধিকার করেন।
 
== তথ্যসূত্র ==