ইব্রাহিমীয় ধর্ম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
২৮ নং লাইন:
 
=== ইসলাম ধর্ম ===
পৃথিবীর প্রথম মানব হযরত আদম আঃ হতেই ইসলাম ধর্মের শুরু। হযরত আদম (এডাম) ইসলামের প্রথম নবী । আর 570 খ্রিস্টাব্দে জন্ম নেয়া ধর্মপ্রচারক [[মুহাম্মদ]]এই ধর্মের সর্বশেষ নবী হযরত মোহাম্মদ (স:), পূর্বতন সকল ধর্মপ্রচারকদের আল্লাহ (ঈশ্বর) কর্তৃক প্রেরিত সতর্ককারী হিসেবে মেনে নিয়ে, তিনিই সর্বশেষ সতর্ককারীরূপে ইসলাম ধর্ম প্রচার করেন। ইসলাম ধর্মের মূল বিশ্বাস হলো: আল্লাহ'র কোনো অংশীদার নেই এবং মুহাম্মদ (স:) আল্লাহর বাণীবাহক। এই ধর্মের মূল ধর্মগ্রন্থ [[কোরআন]], আর কুরআন ব্যাখ্যায় দ্বারস্থ হতে হয় [[হাদিস]] সংকলনসমূহের উপর। এই ধর্মের উল্লেখযোগ্য দিক হলো, জীবনযাত্রার সর্বত্র, যেমন রাজনীতি, সমাজনীতি, পোষাক, খাদ্য, মেলামেশা ইত্যাদিতে এই ধর্ম নিজেকে জড়িয়ে আত্মপ্রকাশ করে। এই ধর্ম সর্বতোভাবে মুসলমান জাতির পূর্বপুরুষ হিসেবে ইব্রাহিম (আ:) কে উল্লেখ করে থাকে। এছাড়া [[ইব্রাহিম]] (আ:), [[ইয়াকুব]] (আ:), এবং [[ঈসা]] (আ:) কে আল্লাহ'র প্রেরিত পুরুষ হিসেবে স্বীকার ও সম্মান করে।
 
ইসলাম অর্থ = আল্লাহর নিকট আত্মসমার্পন করা। লা ইলাহা ইল্লাল লাহু মোহাম্মদার রাসুলুল্লাহ। আল্লাহ তায়ালা কেবল মাত্র একজন এবং হযরত মোহাম্মদ স্ঃ আল্লহর প্রেরীত পুরুষ। তিনি এই ধর্মের সর্বশেষ নবী।