আলবীয়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন পৃষ্ঠা: {{Infobox Religious group| | group = আলাউয়ি<br>''আলাউয়িয়াহ''<br>علوية | flag = | image= File:Zulfiqar with inscripti...
 
আফতাব বট (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, সমস্যা? এখানে জানান
২৫ নং লাইন:
'''আলাউয়ি''' (''ʿAlawīyyah'' {{lang-ar|علوية}}) সিরিয়াকেন্দ্রিক একটি ধর্মীয় সম্প্রদায়। এটি [[দ্বাদশবাদি]] শিয়া মতের একটি শাখা। তবে তাদের বিশ্বাসে অন্যান্যদের সাথে ভিন্নতা রয়েছে। আলাউয়িরা [[আলি ইবনে আবি তালিব|আলি ইবনে আবি তালিবকে]] সম্মান করে এবং আলাউয়ি দ্বারা আলির অনুসারী বোঝানো হয়। ধারণা করা হয় যে ৯ম শতাব্দীতে [[ইবনে নুসাইর]] এই গোষ্ঠীর প্রতিষ্ঠা করেন। একারণে আলাউয়িদেরকে কখনো কখনো '''নুসাইরি''' (''{{Unicode|Nuṣayrī}}'' {{lang-ar|نصيرية}}) বলা হয়। বর্তমানে সিরিয়ার জনসংখ্যার ১২% আলাউয়ি সম্প্রদায়ের সদস্য। তুরস্ক ও উত্তর লেবাননে তারা উল্লেখযোগ্য সংখ্যালঘু হিসেবে রয়েছে। অধিকৃত [[গোলান মালভূমি|গোলান মালভূমির]] গাজার গ্রামেও আলাউয়িদের বসতি রয়েছে। তুরস্কের শিয়া [[আলেভি]] সম্প্রদায় ও আলাউয়িদের একই ধরে অনেকে ভুল করে থাকে। সিরিয়ান উপকূল এবং উপকূলবর্তী শহরে আলাউয়িরা প্রধান ধর্মীয় গোষ্ঠী।
 
ঐতিহাসিকভাবে আলাউয়িরা বহিরাগত ও অআলাউয়িদের কাছ থেকে তাদের বিশ্বাস গোপন করে রাখত। ফলে তাদের সম্পর্কে গুজব রটে। আলাউয়িদের সম্পর্কে আরবি বিবরণগুলোতে ভালো মন্দ উভয় লিখিত রয়েছে।<ref>{{cite book |title=The Nuṣayrī-ʻAlawīs: An Introduction to the Religion, History, and Identity of the Leading Minority in Syria |last=Friedman |first=Yaron |year=2010 |isbn=9004178929|p=68}}</ref>
 
[[সিরিয়া ও লেবাননে ফরাসি মেন্ডেট|সিরিয়ায় ফরাসি মেন্ডেট]] আলাউয়ি ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। এর মাধ্যমে ফরাসিরা তাদের সশস্ত্র বাহিনীর জন্য সিরিয়ানদের নিয়োগ দিতে থাকে এবং সংখ্যালঘুদের জন্য আলাদা অঞ্চল গঠন করে যার মধ্যে [[আলাউয়ি রাষ্ট্র]] অন্তর্গত ছিল। আলাউয়ি রাষ্ট্র পরে বিলুপ্ত করা হয়। তবে আলাউয়িরা সিরিয়ান সেনাবাহিনীর উল্লেখযোগ্য অংশ হিসেবে থেকে যায়। ১৯৭০ সালে [[হাফিজ আল আসাদ]] ক্ষমতায় গ্রহণের পর থেকে সরকার রাজনৈতিকভাবে প্রভাবশালী আলাউয়ি [[আল আসাদ পরিবার]] কর্তৃক নিয়ন্ত্রিত হতে শুরু করে। ১৯৭০ ও ১৯৮০ এর দশকে সিরিয়ায় ইসলামি উত্থানের সময় সরকার চাপের মুখে পড়ে এবং সংঘাত [[সিরীয় অভ্যুত্থান (২০১১–২০১২)|সিরিয়ান গৃহযুদ্ধ]] পর্যন্ত চলে আসে।