উইকিপিডিয়া:সালিশ করার আবেদন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Nasirkhan (আলোচনা | অবদান)
→‎প্রশাসক: আলোচনায় অংশ নেয়ার জন্য যোগ্যতা অর্জন করুন :)
১৯ নং লাইন:
:[[ব্যাং ব্যাং!]] এক লাইনের নিবন্ধ। যেখানে শুধুমাত্র লেখা রয়েছে: "ব্যাং ব্যাং২০১৪ এর এ্যাকশন ফিল্ম।" তথ্যছকটিও অনুবাদ করা হয় নি। এটা উইকিপিডিয়ার নীতি অনুযায়ী লেখা হয় নি। উইকিপিডিয়ায় এ-ধরণের এক লাইনের নিবন্ধ অপসারণ করা হয়ে থাকে। অতীতেও এ-ধরণের পাতা মুছে দেয়া হয়েছে। আপনি চাইলে নিবন্ধে বর্ণনা যথেষ্ঠ যোগ করার পর আমাকে জানাতে পারেন অপসারণ ট্যাগ বাতিল করার জন্যে। আর একটা কথা "he many times breaking the terms of wikimedia" এবং "He destryoing many pages of wikimedia" বলতে আপনি কী বুঝিয়েছেন? দয়াকরে, এখানে ব্যখ্যা করুন। ধন্যবাদ। --[[ব্যবহারকারী:Moheen Reeyad|মহীন রীয়াদ]] ([[ব্যবহারকারী আলাপ:Moheen Reeyad|আলাপ]]) ০৩:১০, ১৪ অক্টোবর ২০১৪ (ইউটিসি)
 
<div class="boilerplate metadata" style="background-color: #ffeaea; padding: 0px 10px 0px 10px; border: 1px solid #8779DD;">
:''নিম্নোক্ত আলোচনাটি বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে। <span style="color:red">'''দয়া করে এটি পরিবর্তন করবেন না।'''</span> নতুন মন্তব্যের জন্য উপযুক্ত আলোচনা পাতা তৈরি করা উচিত বা [[উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা|প্রশাসকদের আলোচনাসভাতে]] জানানো উচিত। এই আলোচনাতে পরবর্তি কোন সম্পাদনা করা উচিত নয়।''<!-- from Template:Archive top red-->
---- উইকিপিডিয়ার নীতি অনুসারে এখানে সবাই স্বাধীনভাবে অর্থাৎ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজ করবেন। স্বেচ্ছাশ্রম মানে হলো, আপনি কাউকে ফোর্স করতে পারবেন না কাজের ব্যাপারে; স্বেচ্ছাসেবীর ভালো লাগলে কাজ করতে পারেন বা ভালো না লাগলে ছেড়ে দিতে পারেন। এখন, ব্যবহারকারী নির্দিষ্ট একটি নিবন্ধের আলাপ পাতায় মন্তব্য করেছিলেন (যদিও উক্ত আলাপ পাতার মন্তেব্যের টোন নিয়ে আমার যথেষ্ঠ আপত্তি রয়েছে) কিন্তু উত্তর দিতে দেরী হওয়ায় উক্ত ব্যবহারকারী যা ইচ্ছে (পুরু সম্প্রদায়কে আক্রমন!!) তাই বলেছেন। যেহেতু সম্পাদনা করার ব্যাপারে ব্যবহারকারী পুরু সম্প্রদায়কে ফোর্স করছেন এবং নীতিমালা অনুসারে কাউকে ফোর্স করা যায় না তাই বর্তমান প্রেক্ষাপটে আলোচনাটি চালু রাখার কোন মানেই হয় না। আপনার প্রতি আমার ব্যক্তিগত পরামর্শ হলো, অন্যের দোষ ধরার মানসিকতা ত্যাগ করুন এবং আশা করি পরবর্তিতে মার্জিত ভাষা ব্যবহার করবেন।-'''<span style="text-shadow:7px 7px 8px Black;">[[User:NahidSultan|<font face="Papyrus">যুদ্ধমন্ত্রী</font>]] <sup>[[User talk:NahidSultan#top|<font face="Papyrus">আলাপ</font>]]</sup></span>''' ২৩:০১, ২৪ অক্টোবর ২০১৪ (ইউটিসি)
===প্রশাসক===
আমি একজন উইকিপিডিয়ান।আমার নিজস্ব এ্যাকাউন্ট নেই। আমি উইকিতে প্রচুর অবদান রাখছি। বাংলা উইকিপিডিয়ার প্রশাসকদের মূর্খ আমি বলতে চাই। কারণ তারা শুধু হটক্যাটের মাধ্যমে হালকা অবদান রাখে। কোন পাতার আলোচনা সভায় কোন সমস্যা পেশ করা হলে তারা কোন কথা বলেনা।তারা নিজেদের বিরাট বড় মনে করেন। তারা কি অবদান রাখছে?বাংলা উইকিতে ৬০ভাগের বেশী পাতা অসম্পূর্ণ আছে। ইংরেজি উইকিতে প্রশাসক গণ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে । কিন্তু বাংলাতে সেটা হয়না।আমি ১২জন প্রশাসকের বিচার এবং পদচ্যুত করতে চাই। তারা কোন কাজের নয়। তারা নির্বোধ। তারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করছে। বিচার চাই([[Special:Contributions/203.223.95.177|203.223.95.177]] ([[User talk:203.223.95.177|আলাপ]]) ০৫:১৯, ২৪ অক্টোবর ২০১৪ (ইউটিসি))
৩১ ⟶ ৩৪ নং লাইন:
::: আপনি নিজের কোনো অ্যাকাউন্ট নেই, একটিও নিবন্ধ সম্পদান করেননি, নিজের পরিচয় দেয়ার মত যোগ্যতাও নেই, অথচ আপনি অন্যদের ভুল প্রমানের চেষ্টা করছেন। বাংলা উইকিপিডিয়া বর্তমানে যে অবস্থায় রয়েছে সেটি সম্ভব হয়েছে, যারা নিয়মিত অবদান রাখেন তাদের জন্য। আপনার মত অনেকে এমন আসেন, কয়েকদিন আগ্রহ সহকারে অন্যদের ভুল প্রমানের চেষ্টা করেন, আবার হয়িয়ে যান। একতরফাভাবে অন্যদের দোষ দেয়ার আগে কিছু কাজ করুন। অন্য কারো থেকে বেশি করতে হবে এমন বলছি না, তবে আগে আলোচনা করার মত যোগ্যতা অর্জন করুন। অন্যকে ভুল বলার সাথে সাথে সঠিক কাজটি করে দেখান। আপনাকে বিশেষ কিছু বলার নেই, আর বললেও সেটি অপাত্রে দান করার মতই হবে।
::: অন্তত কয়েকটি নিবন্ধের মত উন্নয়ন করুন, নিয়মিত কিছুদিন সম্পাদনা করুন। এরপর না হয় আমরা ভালো খারাপ নিয়ে কথা বলবো। ভালো থাকবেন, আশা করুন শিঘ্রই আপনি বাংলা উইকিপিডিয়াতে নিয়মিত অবদাব রাখবেন। --[[user:nasir8891|<span style="color:#006699">নাসির খান সৈকত</span>]] • <small>[[user talk:Nasir8891|<span style="color:#215876">আলাপ</span>]] </small>• ২০:২২, ২৪ অক্টোবর ২০১৪ (ইউটিসি)
----
:''ওপরের আলোচনাটি পুরোনো আলোচনার একটি সংগ্রহ হিসেবে বিদ্যমান। <span style="color:red">'''অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না।'''</span> এ সম্পর্কিত যে-কোনো আলোচনা যথোপযুক্ত স্থান, যেমন: মূল আলাপ পাতার নতুন আলোচনাসূত্রে শুরু করুন। এই আলোচনায় কোনো নতুন সম্পাদনা গ্রহণযোগ্য নয়।''<!-- from Template:Archive bottom --></div>