উইকিপিডিয়া:বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Jayantanth (আলোচনা | অবদান)
+
+
২ নং লাইন:
;এই পাতাটিতে বাংলা উইকিপিডিয়ার দশম বছর উদ্‌যাপনের পরিকল্পনা, আয়োজন সম্পর্কিত আলোচনা এবং সমন্বয়ের জন্য ব্যবহৃত হয়। অনুগ্রহ করে [[উইকিপিডিয়া আলোচনা:বাংলা উইকিপিডিয়ার ১০ বছর|আলাপের পাতায়]] নতুন অনুচ্ছেদে আপনার আলোচনা শুরু করুন। অথবা পূর্বে শুরু হওয়া আলোচনায় অংশগ্রহণ করুন।
 
উইকিপিডিয়ার বাংলা সংস্করণ (bn.wikipedia.org) শুরু হয়েছিল ২০০৪ সালের ২৭শে জানুয়ারি। এ হিসেব মতে আগামী ২৭ জানুয়ারি, ২০১৪ বাংলা উইকিপিডিয়া দশ বছর অতিক্রম করবে।করে। বাংলা উইকিপিডিয়ার দশম বার্ষিকী উদ্‌যাপনের লক্ষ্যে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচী এবং অনুষ্ঠান আয়োজিত হবে।হবে ২০১৪ সালের নভেম্বর থেকে ২০১৫ সালের জানুয়ারি পর্যন্ত। দশ বছর পূর্তির অনুষ্ঠানমালা আয়োজনের বিভিন্ন আলোচনা বা সিদ্ধান্ত এখানে এখানে আলোচিত হয়। তাই এখানে আপনার মতামত রাখুন। এছাড়া আপনি কিভাবে আপনার এলাকায় বাংলা উইকিপিডিয়ার দশম জন্মদিন উদ্‌যাপন করবেন সে সকল ভাবনাগুলো এখানে যুক্ত করুন। এ বিষয়ে যে-কোনো আলোচনার জন্য [[উইকিপিডিয়া আলোচনা:বাংলা উইকিপিডিয়ার ১০ বছর|আলাপের পাতা]] ব্যবহার করুন।
 
==উইকিমিটআপ ঢাকা ১৮-র সিদ্ধান্ত ও কার্যসূচীসমূহ==
গত ২২ আগস্ট ঢাকার এলিফ্যান্ট রোডের শেলটেক নিরিবিলিতে উইকি মিটআপ ঢাকা ১৮ অনুষ্ঠিত হয়। পুরাতন/নতুন মিলিয়ে ২৫ জন উইকিপিডিয়ান মিটআপে উপস্থিত ছিলেন। মিটআপে বাংলা উইকিপিডিয়ার দশ বছর পূর্তির আয়োজনের ব্যাপারে নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীট হয়ঃ
 
* '''সিদ্ধান্ত ও কার্যসূচীসমূহ'''
 
'''সাধারণ সিদ্ধান্তসমূহ'''
 
১. উইকিমিডিয়া বাংলাদেশ চ্যাপ্টারে সদস্য গ্রহণ চালুর সিদ্ধান্ত নেয়া হয়। সাধারণ সদস্য ও অ্যাসোসিয়েট সদস্য ক্যাটাগরিতে সদস্য গ্রহণ করা হবে। সদস্যদের ১০০ টাকা দিয়ে নাম অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়াও সাধারন সদস্যদের বার্ষিক চাদা ৫০০ টাকা ও অ্যাসোসিয়েট সদস্যদের চাদা ১০০ টাকা গ্রহণ করা হবে।
২. সদস্য নিবন্ধন ফি সংগ্রহের জন্য বিক্যাশ অ্যাকাউন্ট চালুর সিদ্ধান্ত নেয়া হয়। অনলাইন ও ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থ সংগ্রহের প্রস্তাব করা হয়।
৩. স্কুল ও কলেজগুলোতে অ্যাক্টিভেশন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
৪. চ্যাপ্টারের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
 
'''কার্যসূচীসমূহ'''
 
১. দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন এমন উইকিপিডিয়ানদের সম্মাননা দেয়া।
 
১.১ উদযাপন নিয়ে বিশেষ প্রকাশনার পরিকল্পনা নেয়া যায় কিনা তা ভাবা হচ্ছে।
 
১.২ ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে উদযাপনের আনুষ্ঠানিক ঘোষণা জানান দেয়।
 
২. কলকাতার উইকিপিডিয়ানদের সমন্বয়ে ১০ বছর উদযাপন অনুষ্ঠানের প্ল্যান করা। বাংলাদেশ ও ভারতে দুটো আলাদা অনুষ্ঠান করে সমাপনী অনুষ্ঠান বাংলাদেশে করা যায় কিনা সে বিষয়ে চিন্তা করা।
 
৩. ফটোওয়াক প্রতিযোগিতার আয়োজনের সিদ্ধান্ত হয়।
 
৪. তিনমাস ব্যাপী অনুষ্ঠান পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। জিমি বাংলাদেশে আসতে পারে বলে সে হিসেবে দিনক্ষনের হিসেব করা।
 
৫. একটি বিশেষ ডকুমেন্টারি করার পরিকল্পনা নেয়া হয়।
 
৬. ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে ১০টি ক্যাম্পেইন করার পরিকল্পনা।
 
৭. উইকিপিডিয়ার ব্যবহারকারী বাড়ানোর জন্য স্কুলগুলোতে ক্যাম্পেইন করার উদ্যোগ।
 
৮. নতুন উইকিপিডিয়ানদের জন্য উইকিপিডিয়া কন্ট্রিবিউটর ডে করার পরিকল্পনা।
 
৯. কন্ট্রিবিউটর ডে, ফটোওয়াক আয়োজনের জন্য কমিটি করা হয়েছে। উইকিপিডিয়া কন্ট্রিবিউটর ডে নিয়ে বেলায়েত ভাই, হাছিব ভাই ও সজীব মিয়াকে নিয়ে একটি প্রাথমিক কমিটি করা হয়েছে। ফটোওয়াকের জন্য তানভীর মোর্শেদ, নাহিদকে কমিটি করা হয়েছে।
 
১০. উইকিপিডিয়া জিরো নিয়ে অ্যাক্টিভেশন চালানো।
 
১১. দুদিনের গ্র্যান্ড সেলিব্রেশন নিয়ে বেলায়েত ভাইকে পরিকল্পনা গ্রহণের আহ্ববান জানানো হয়েছে। এই উদযাপনে সব অ্যাডমিনকে নিয়ে কমিটি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 
১২. এছাড়াও অ্যাকটিভেশন কমিটি ও গ্র্যান্ট কমিটি তৈরি করা হয়েছে।
 
১৩. পরবর্তী মিটিংয়ের দিন ঠিক করা হয়েছে শনিবার, ৬ সেপ্টেম্বর ২০১৪।