উইকিপিডিয়া আলোচনা:বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎উদ্যোগ: নতুন অনুচ্ছেদ
৪ নং লাইন:
 
২৭শে জানুয়ারী আসতে আর বেশি দেরী নেই। কোন ব্যবহারকারী এই বিষয়ে কি কি ভেবেছেন, আলোচনা শুরু করে দিলে ভালো হয়। [[User:Bodhisattwa|বোধিসত্ত্ব]] ([[User talk:Bodhisattwa|আলাপ]]) ১২:৩৫, ২ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)
 
==আলোচনা/সিদ্ধান্ত==
নিশ্চয়ই সকলে অবগত আছেন যে, আগামী নভেম্বর ২০১৪ থেকে বাংলা উইকিপিডিয়ার দশ বছর পূর্তির অনুষ্ঠান শুরু হচে যাচ্ছে। যদিও আক্ষরিকভাবে বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী ২০১৪ সালের জানুয়ারীতে অনুষ্ঠিত হওয়া কথা ছিল, কিন্তু সেসময় বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন এবং রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের পরিস্থিতি স্বাভাবিক না থাকায়, দশ বছর পূর্তির অনুষ্ঠানমালা এবছরের শেষের দিকে আয়োজন করার ব্যাপারে সিদ্ধান্ত হয়। অনুষ্ঠানের বিভিন্ন পরিকল্পনা, আলোচনা ইতোমধ্যে বেশ কয়েকটি মেইলিং লিস্টের থ্রেডে, উইকিমিটআপে সম্পন্ন হয়েছে। পরিকল্পনা এখনো শেষ হয়নি, চলছে। তবে সেসব আলোচনা মোতাবেক বাংলাদেশে দশ বছর পূর্তির অনুষ্ঠান নভেম্বরে শুরু হওয়ার কথা। যদিও অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিল, তবে ঈদুল-আযহা, স্পন্সর যোগার, ফান্ড ম্যানেজ ইত্যাদি কারণে অনুষ্ঠান নভেম্বরে শুরু হবে বলে আশা করা হচ্ছে।
 
দশ বছর পূর্তির আলোচনা/সিদ্ধান্ত এই প্রকল্প পাতাটিতে লিপিবদ্ধ হওয়ার কথা থাকলে তা আসলে হয়নি। আমি তাই ইতোমধ্যে যেসব সিদ্ধান্ত, আলোচনা মেইলিং লিস্টে বা উইকিমিটআপে হয়েছে, সেগুলো এই প্রকল্প পাতায় লিপিবদ্ধ করছি। এগুলোর ব্যাপারে কারো কোন মতামত থাকলেও এখানে যোগ করতে পারেন। কিংবা নতুন কোন বিষয় নিয়ে আলোচনাও এখানে শুরু করতে পারেন।
"বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী" প্রকল্প পাতায় ফিরুন।