ওয়ার্নার পার্ক স্পোর্টিং কমপ্লেক্স: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
+বিষয়শ্রেণী:ওয়েস্ট ইন্ডিজে টেস্ট ক্রিকেট মাঠ; +[[বিষয়শ্রেণী:সেন্ট কিটস ও নেভিসের ক্রিকেট মা...
আফতাব বট (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, সমস্যা? এখানে জানান
৩৪ নং লাইন:
}}
 
'''ওয়ার্নার পার্ক স্পোর্টিং কমপ্লেক্স''' [[St. Kitts|সেন্ট কিটসের]] [[Basseterre|বাসেতের]] এলাকায় অবস্থিত একটি অ্যাথলেটিক সুযোগ-সুবিধাদি বিদ্যমান ক্রীড়া কমপ্লেক্স। কমপ্লেক্সের অভ্যন্তরে ওয়ার্নার পার্ক স্টেডিয়াম রয়েছে যা [[২০০৭ ক্রিকেট বিশ্বকাপ|২০০৭]] সালের [[ক্রিকেট বিশ্বকাপ|ক্রিকেট বিশ্বকাপের]] খেলা অনুষ্ঠিত হয়েছিল। বিখ্যাত পর্যটক [[Thomas Warner (explorer)|স্যার টমাস ওয়ার্নারের]] নাম অনুসরণে কমপ্লেক্সের নামকরণ হয়েছে। তাঁর আগমনের কারণেই সেন্ট কিটসে প্রথম ইংরেজ উপনিবেশ গড়ে উঠে।
 
পূর্বদিকে [[ক্রিকেট]] পিচ, প্যাভিলিয়ন, সম্প্রচারকেন্দ্র রয়েছে। চার হাজার আসনবিশিষ্ট এ অংশে বৃহৎ ক্রীড়া আসরে সাময়িকভাবে দশ হাজার আসনের ব্যবস্থা করা যায়। [[Republic of China|তাইওয়ান]] সরকারের বড় ধরনের অর্থ সহায়তা রয়েছে যাতে ২.৭৪ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেয়া হয়। সামগ্রীকভাবে প্রকল্প বাস্তবায়নে ১২ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়িত হয় যার অর্ধাংশ ক্রিকেট খেলা ও অর্ধেক ফুটবল খেলার জন্য।
 
পশ্চিমাংশে ফুটবল [[স্টেডিয়াম]] রয়েছে। তিন হাজার পাঁচশত আসনে [[দর্শক]] উপবেশন করেন। উত্তরাংশে তিনটি টেনিস কোর্ট, তিনটি নেটবল/ভলিবল কোর্ট, [[Len Harris (cricketer)|লেন হ্যারিস ক্রিকেট একাডেমি]] আছে। উৎসব আয়োজনের জন্য রয়েছে কার্নিভাল সিটি।