কবিতা কৃষ্ণমূর্তি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Jakaria Rion (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
আফতাব বট (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, সমস্যা? এখানে জানান
১৯ নং লাইন:
}}
 
'''কবিতা সুব্রামানিয়াম''' বা কৃষ্ণমূর্তি('''সারদা কৃষ্ণমূর্তি''' নামে ১৯৫৮ সালের ২৫'শে জানুয়ারিতে জন্মগ্রহন করেন) ({{lang-ta|சாரதா கிருஷ்ணமுர்த்தி}}) তিনি একজন জনপ্রিয় ভারতীয় সংগীত শিল্পী। তিনি ভারতীয় উপমহাদেশের বিভিন্ন ভাষায় গান করেছেন। <ref>{{cite web |url= http://articles.timesofindia.indiatimes.com/2009-12-19/news-and-interviews/28086455_1_bollywood-movies-songs-alanis-morissette |title= Kavita Krishnamurthy conquering global shores |author= Priyanka Dasgupta |date= 19 December 2009 |work= Times of India|accessdate=27 January 2010}}</ref> বিশেষ করে শাস্ত্রীয় সংগীতে তিনি অসামান্য অবদান রেখেছেন। এছাড়াও বিভিন্ন চলচ্চিত্রে তিনি গান করেছেন। বিখ্যাত সংগীত পরিচালকদের মধ্যে [[ এ আর রহমান ]], [[ আর ডি বর্মন ]] প্রমূখের সাথে তিনি কাজ করেছেন। <ref>{{cite web |url= http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=116076|title= Solidarity against terror through music and poetry|author= Pallab Bhattacharya |date= 3 December 2009 |work= Daily Star |accessdate=27 January 2010}}</ref>
<ref name="trill">{{cite web |url=http://news.google.com/newspapers?id=jUAhAAAAIBAJ&sjid=rnsFAAAAIBAJ&pg=2472,5030101&dq=kavita+krishnamurthy+rahman&hl=en |title= Bollywood Kavita trills for good lyrics|author= Rupa Damodaran|date= 8 May 2004 |work= [[New Straits Times Press|News Straits Times]]|accessdate=27 January 2010}}</ref>
 
তিনি চার বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অর্জন করেন। ২০০৬ সালে তার অবদানের স্বীকৃতি স্বরূপ ভারত সরকারের কাছ থেকে [[পদ্মশ্রী]] খেতাব পান। ২০১৩ সালের মার্চে একটি অ্যাপ চালু করেন। যেটি অ্যাপল এবং গুগলের অ্যাপ স্টোরে পাওয়া যাবে। <ref>{{cite web|url=https://itunes.apple.com/us/app/kavita-krishnamurti-subramaniam/id616545880?mt=8|title=iTunes app for Kavita Krishnamurthy}}</ref>
 
 
 
== শৈশব কাল ==
 
 
জন্মের সময় নাম ছিলো '''সারদা কৃষ্ণমূর্তি'''<ref name="kehte">{{cite web |url= http://www.tribuneindia.com/2003/20030825/login/music.htm |title= ...kehte hain mujhko Hawa Hawaii |author= Amit Puri |date= 23 August 2003 |work= The Tribune|accessdate=27 January 2010}}</ref>
তিনি [[দিল্লি|দিল্লি'র]] একটি [[তামিল]] পরিবারে জন্ম গ্রহন করেন। বাবার নাম টি. এস. কৃষ্ণমূর্তি । ''মিসেস ভট্টাচার্য'' নামে তার এক আত্মীয়ের কাছে প্রথম গান শিখতে শুরু করেন। প্রথম দিকে তিনি [[রবীন্দ্রসংগীত]] শিখতেন। <ref name="trill"/> এরপর বলরাম পুরী'র কাছে শাস্ত্রীয় সংগীত শিখেন।
মাত্র আট বছর বয়স থেকেই বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহন করতেন তিনি।
 
 
 
 
== কর্ম জীবন==
মাত্র নয় বছর বয়সেই জনপ্রিয় এবং কিংবদন্তি শিল্পী [[ লতা মঙ্গেশকর]] এর সাথে গান করার সুযোগ পান। ১৪ বছর বয়সে তিনি [[মুম্বই]] এ আসেন। এখানে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে অর্থনীতিতে বিএ অনার্স করেন। একদিন একটি অনুষ্ঠানে দৈবক্রমে রানু মুখার্জী'র ([[হেমন্ত মুখোপাধ্যায়|হেমন্ত কুমারের ]] মেয়ে) সাক্ষাত পান। ''রানু'' কবিতাকে তার বাবার কাছে নিয়ে যান।
<ref name="kehte"/> হেমন্ত কুমার কবিতার কন্ঠ শুনে আভিভূত হন এবং বিভিন্ন প্রোগ্রামে গান করার সুযোগ দেন। এমনই এক অনুষ্ঠানে [[মান্না দে]] কবিতা'র গান শুনেন। এবং কবিতাকে বিভিন্ন জায়গাতে গান করার সুযোগ করে দেন। এদিকে তার সেই আত্মীয় যার কাছে তিনি প্রথম গান শিখেছিলেন তার মাধ্যমে কবিতা বিখ্যাত সংগীত পরিচালক লক্ষীকান্ত'র সাথে পরিচিত হন।<ref name="kehte"/> লক্ষীকান্ত তাকে কাজ করার সুযোগ দেন।
 
১৯৮০ সালে তিনি প্রথম গান করেন ''মাং ভারো সাজনা'' ছবিতে। কিন্তু, দূর্ভাগ্যবশত গান টি শেষ পর্যন্ত বাদ যায়। ১৯৮৫ সালে তিনি আভির্ভূত হন ব্যাপক জনপ্রিয় গান ''পেয়ার ঝুটকা নাহি'' ছিনেমা'র ''তুমছে মিলকার না জানে কিউ'' গানের মধ্য দিয়ে। এর পরেই একের পর এক হিট গান উপহার দিতে থাকেন। যেমনঃ মি.ইন্ডিয়া ছবির ''হাওয়া হাওয়াই'' এবং ''কারতে হে হুম পেয়ার মিঃ ইন্ডিয়া ছে''। এসময়টা ছিলো তার জন্য খুব সৌভাগ্যের, কিছুদিন পরেই তিনি জনপ্রিয় কিংবদন্তি শিল্পী [[কিশোর কুমার]] এর সাথে কাজ করার সুযোগ পান।
 
১৯৯০ সালের দিকে তিনি লিডিং কন্ঠশিল্পীদের তালিকায় চলে আসেন। এরপর থেকে আর ঘুরে দাড়াতে হয়নি তাকে। কাজ করে গেছেন একের পর এক বিখ্যাত ছবিতে এবং বিখ্যাত সব সংগীত পরিচালকদের সাথে।
''এ লাভ স্টোরি'', ''ইয়ারানা'', ''অগ্নি সাক্ষী'', ''ভৈরবী'', ''খামোশি'' এমন সব চলচ্চিত্রে গান করার পর তিনি নিজেকে একটি অন্যতম উচ্চতায় তুলে ধরেন। কাজ শুরু করেন বিখ্যাত সব শিল্পী আর সংগীত পরিচালকদের সাথে যেমনঃ [[বাপ্পি লাহিড়ী]], [[এ আর রহমান]], [[ইসমাইল দরবার]], [[নাদিম-শ্রাবন]], [[যতীন ললিত]], [[বিজু শাহ]] এবং [[অনু মালিক]]। এছাড়াও তিনি অনেক শিল্পীর সাথে ডুয়েট গান করেন যেমনঃ [[কিশোর কুমার]], [[সুরেশ ওয়াকার]], [[কুমার শানু]], [[উদিত নারায়ন]] এবং [[সনু নিগম]] আর নারী কন্ঠশিল্পীদের মধ্যে [[অলকা ইয়াগনিক]], [[অনুরাধা পাঢ়য়াল]] এবং [[সাধনা সারগাম]] এর সাথে তিনি সফল জুটি হিসেবে অনেক গান করেন।
 
 
 
== শাস্ত্রীয় সংগীতে মনোনিবেশ ==
৭২ ⟶ ৬৪ নং লাইন:
 
==ব্যক্তিগত জীবন==
কবিতা কৃষ্ণমূর্তি বিখ্যাত বেহালা বাদক [[ড. এল সুব্রামানিয়াম]] এর সাথে ১১ নভেম্বর ১৯৯৯ এ বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের কোনো সন্তান নাই। কিন্তু, এল সুব্রামানিয়ামের আগের পক্ষে তিন সন্তান আছে। এরমধ্যে '''বিন্দু সুব্রামানিয়াম''' সংগীত শিল্পী এবং রচয়িতা। '''নারায়ন সুব্রামানিয়াম''' একজন ডাক্তার আর '''অম্বি সুব্রামানিয়াম''' অন্যতম একজন বেহালা বাদক। <ref>http://www.rediff.com/getahead/slide-show/slide-show-1-achievers-interview-with-bindu-subramaniam/20110512.htm</ref> <ref>http://www.mybangalore.com/article/0411/violinist-ambi-subramaniam-talks-about-music-and-more.html</ref>
 
২০০৭ সালে কবিতা এবং তার স্বামী একত্রে ব্যাঙ্গালুরুতে একটি মিউজিক ইন্সটিটিউট তৈরি করেছেন। যার নাম সুব্রামানিয়াম একাডেমি।<ref>http://www.sapaindia.com</ref>
 
 
==পুরষ্কার এবং সম্মাননা==
কবিতা কৃষ্ণমূর্তি অসংখ্য পুরষ্কার এবং সম্মানে ভূষিত হয়েছেন। যেমনঃ
 
'''সরকারি সম্মাননা'''
৯২ ⟶ ৮৩ নং লাইন:
'''স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড'''
* ১৯৯৭ –বেস্ট ফিমেল প্লে-ব্যাক শিল্পী – ''আজ মে উপর'' গানের জন্য '''খামোশি''' ছিনেমা
* ২০০০– বেস্ট ফিমেল প্লে-ব্যাক শিল্পী – ''হাম দিল দে চুকে ছানাম''
 
'''[[জি ছিনে অ্যাওয়ার্ড]]'''
১১২ ⟶ ১০৩ নং লাইন:
 
{{DEFAULTSORT:Subramaniam, Kavita}}
 
 
 
[[বিষয়শ্রেণী:ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ী]]
[[বিষয়শ্রেণী:পদ্মশ্রী প্রাপক]]