শ্রীমন্ত শঙ্করদেব: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন পৃষ্ঠা: {{Infobox Hindu leader |name = শ্রীমন্ত শঙ্করদেব |image = Sankaradeva.jpg |image_size = 250px |alt...
 
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, কোন সমস্যা?
২৫ নং লাইন:
বাল্যকালে শংকরদেবের মাতা ও পিতৃবিয়োগ হয়। তাঁর ঠাকুরমা খেরসুতি শংকরদেবকে লালন পালন করেন। ১২ বৎসর বয়সে শংকরদেবকে মহেন্দ্র কন্দলি অধ্যাপকের টোলে নামভর্তি করা হয়।<ref>http://www.atributetosankaradeva.org/bio.htm</ref> সেই বয়সে স্বরবর্নের ব্যবহার না করে তিনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি বিষয়ক কবিতা করতল কমল রচনা করেন। তারপর অধ্যাপক মহেন্দ্র কন্দলি তাঁকে দেব উপাধি দেন ও শংকরদেবকে সেরা ছাত্রে পরিনত করায়। তিনি মহেন্দ্র কন্দলির টোলে ৬বৎসর অধ্যয়ন করে চাঁরটি বেদ, চৌদ্দটি শাস্ত্র, অঠেরটি পুরান, নানান কাব্যগ্রন্থ, সংহিতা, ব্যাকরন, দর্শন ও বিভিন্ন শাস্ত্রে পারদর্শী হয়ে উঠেন। টোলে থাকা অবস্থায় তিনি প্রথম অনুবাদ স্বরুপ হরিশচন্দ্র উপাখ্যান কবিতা রচনা করেন। ধীর-স্থির ও জ্ঞানী-গুনী ব্যক্তি হয়ে তিনি নিজের পান্ডিত্যের পরিচয় দেন। ১৭ বৎসর বয়সে শিক্ষা সমাপ্ত করে তিনি নিজগৃহে ফিরে আসেন।
==কর্মজীবন==
শিক্ষা সমাপ্ত করে ঘরে আসার পর শংকরদেবকে সংসারের দায়িত্ব বহন করিতে হয়েছিল। পিতামহ জয়ন্ত দলৈ শিরোমনি ভূঞার দায়িত্ব শংকরদেবকে অর্পন করেন। তিনি ছোট বয়সে শিরোমনি ভূঞার দায়িত্ব পাওয়ার জন্য তাঁকে ডেকাগিরি ডাকা হত। শংকরদেব এই পদ গ্রহন করার কিছুদিন পর কছাড়িরা আলি পুকুর অঞ্চলে বসবাসকারী ব্রাহ্মন ও কায়স্থদের উপর অত্যাচার করা আরম্ভ করেন ফলে শংকরদেব তাঁর পরিবার সহ স্থানান্তর হয়ে বরদোয়াতে বসবাস করা আরম্ভ করেন। বরদোয়াতে ঘড় তৈরি করার সময় শংকরদেবে রামরাম গুরুর সঙ্গে উক্ত স্থানে মন্দির নির্মান করার জন্য আলোচনা করেন। মন্দির নির্মানের সময় মাটি খোঁড়ে চতুর্ভূজ বিষ্ণুমূর্তি পা্য়। সাতখলপীয়া সিংহাসনের উপর তিনি মূর্তিটি প্রতিষ্ঠা করেন।
 
==বৈবাহিক জীবন==
৩৪ নং লাইন:
{{reflist}}
{{অসমের প্রসিদ্ধ ব্যক্তি}}
 
[[বিষয়শ্রেণী: অসমের প্রসিদ্ধ ব্যক্তি]]