নাজিম উদ্দিন আলী খান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
+
+
৫০ নং লাইন:
 
==জীবন==
 
===জন্ম===
নাজিমুদ্দিন আলী খান ছিলেন মুন্নী বেগম ও মীর জাফরের দ্বিতীয় পুত্র। ১৭৬৪ সালের ২৯শে জানুয়ারি মীর জাফর নিজে নাজিমুদ্দিকে মুর্শিদজাদা বাহাদুর উপাধি দিয়ে তার উত্তরাধীকারী হিসেবে ঘোষণা করেন।
৫৬ ⟶ ৫৫ নং লাইন:
===নবাব হিসেবে রাজত্ব===
মীর জাফরের মৃত্যুর পর নাজিমুদ্দীন ''সুজা-উল-মুলুক'' (দেশের নায়ক), ''নাজাম-উদ-দৌলা'' (রাজ্যের স্টার), ''মহবত জং'' (যুদ্ধের বিভিষীকা) উপাধি গ্রহণ করে ১৫ বছর বয়সে ৫ই ফেব্রুয়ারি ১৭৬৫ সালে সিংহাসনে আরোহন করেন। ১৭৬৫ সালের ২৩শে ফেব্রুয়ারি [[ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি]]ও তাকে অনুমোদন দেয়। এরজন্য তাকে ₤১৪০,০০ ব্যায় করতে হয় এবং এটি কলকাতা কাউন্সিলের সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়া হয়।
 
==মৃত্যু ও উত্তরাধিকার==
১৭৬৬ সালের ৮ই মে নাজিমুদ্দীন মৃত্যুবরণ করেন। এরপূর্বে রবার্ট ক্লাইভের সম্মানে দেওয়া এক পার্টিতে তিনি জ্বরে আক্রান্ত হন। তাকে জাফরগঞ্জ সমাধিক্ষেত্রে তার পিতা মীর জাফরের সমাধির পশ্চিম পাশে সমাধিস্থ করা হয়। তিনি ছিলেন নিঃসন্তান। তার ছোট ভাই নাজবুত আলী খান মোহাম্মদীয় আইন অনুসারে রাজত্ব লাভ করেন।
 
==আরো দেখুন==