বাদশাহ সৌদ বিশ্ববিদ্যালয়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন পৃষ্ঠা: {{Infobox university |name = কিং সৌদ বিশ্ববিদ্যালয় |native_name = <span lang="ar">جامعة الملك سعو...
 
ref fix
২৩ নং লাইন:
'''কিং সৌদ বিশ্ববিদ্যালয়''' ('''KSU''', {{lang-ar|جامعة الملك سعود}}) [[সৌদি আরব|সৌদি আরবের]] [[রিয়াদ|রিয়াদে]] অবস্থিত একটি [[পাবলিক বিশ্ববিদ্যালয়|পাবলিক]] বিশ্ববিদ্যালয়। ১৯৫৭ সালে সৌদি আরবের রাজা সৌদ বিন আবদুল আজিজ '''রিয়াদ বিশ্ববিদ্যালয়''' নামে এটি প্রতিষ্ঠা করেন। সৌদি আরবে এটি ধর্মীয় বিষয়ের জন্য বিশেষায়িত নয় এমন বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম।<ref name="topuniversities1">{{cite web|url=http://www.topuniversities.com/institution/king-saud-university |title=Top Universities|publisher=Top Universities|date=2009-11-12|accessdate=2010-11-16}}</ref> দেশে দক্ষ জনবলের ঘাটতি দূর করার জন্য এটি প্রতিষ্ঠা করা হয়। ১৯৮২ সালে এটির নাম পরিবর্তন করে রাজা সৌদের নামে রাখা হয়।<ref>{{cite web|url=http://countrystudies.us/saudi-arabia/31.htm |title=Saudi Arabia - EDUCATION |publisher=Countrystudies.us |date= |accessdate=2010-11-16}}</ref>
 
বর্তমানে এতে মোট ৩৫,৮১০ জন ছাত্রছাত্রী আছে।<ref>{{cite web|url=http://ksu.edu.sa/AboutKSU/Pages/Factsandstatistics.aspx |title=Facts and Statistics|publisher=King Saud University|accessdate=2012-09-01}}</ref> ছাত্রীদের জন্য পৃথক প্যানেল<ref>{{cite web|url=http://www.ksu.edu.sa/Students/Female%20Students/OlyashahCenter/Aboutcenter/Pages/Committees.aspx |title=King Saud University > Committees > About center KSU |publisher=Ksu.edu.sa |date= |accessdate=2014-06-20}}</ref> এবং অগ্রগতি তদারকের জন্য কেন্দ্র রয়েছে যাতে ব্যক্তিগতভাবে নারী শিক্ষক বা টিভি নেটওয়ার্কের মাধ্যমে পুরুষ শিক্ষকরা কাজ করেন।<ref>{{cite web|url=http://www.ksu.edu.sa/Students/Female%20Students/OlyashahCenter/Aboutcenter/Pages/default.aspx |title=King Saud University > Home > About center KSU |publisher=Ksu.edu.sa |date= |accessdate=2014-06-20}}</ref> বিশ্ববিদ্যালয়ে প্রাকৃতিক বিজ্ঞান, মানবিক ও কর্মোপযোগী শিক্ষা প্রদান করা হয়। এর জন্য কোনো টিউশন ফি দিতে হয় না। [[আরবি ভাষা|আরবি]] ও [[ইসলাম]] বিষয়ক শাখাগুলো ব্যতিত স্নাতক পর্যায়ে অন্যান্য শাখার শিক্ষার মাধ্যম [[ইংরেজি ভাষা|ইংরেজি]]।
 
== See also ==