লক্ষ্মীনারায়ণ রায়চৌধুরী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Shankar Sen (আলোচনা | অবদান)
Shankar Sen (আলোচনা | অবদান)
১ নং লাইন:
'''লক্ষ্মীনারায়ণ রায়চৌধুরী''' ( [[১৮৬৬]] - [[১৯৩৩]] ) ( [[ইংরেজি ভাষা]] Lakshminarayan Roychoudhury ) ভারত উপমহাদেশের প্রথম পেশাদার ফোটোগ্রাফার-চিত্রকরদের অন্যতম । তিনি ১৮৬৬ সালে লাহোর শহরে রায়চৌধুরী অ্যান্ড কোম্পানি - ফোটোগ্রাফার্স অ্যাণ্ড আর্টিস্টস' নামে একটি সংস্হা স্হাপন করেন যা বর্তমানে তাঁর তৃতীয় পুত্র রঞ্জিত রায়চৌধুরীর পৌত্র হৃদয়েশ রায়চৌধুরী কর্তৃক ভারতের বিহার রাজ্যের পাটনা শহরে অবস্হিত ।
==জীবন==
লক্ষ্মীনারায়ণ রায়চৌধুরীর জন্ম ১১ই জানুয়ারি ১৮৬৬ সাবর্ণ রায়চৌধুরী বংশের [[উত্তরপাড়া]] শাখায় রত্নেশ্বর রায়চৌধুরীর পরিবারে । তাঁর পিতার নাম যদুনাথ এবং মাতার নাম মাতঙ্গিনী । যদুনাথের তিন পুত্রের তিনি ছিলেন কনিষ্ঠ । তাঁর ভ্রাতাদ্বয়ের নাম হরিনারায়ণ এবং বৈকুন্ঠনারায়ণ । সাবর্ণ রায়চৌধুরীগণ ব্রাহ্মণ ; রায়চৌধুরী পদবি তাঁরা পেয়েছিলেন সম্রাট জাহাঙ্গিরের দ্বারা । ১৬৯৮ সালে সাবর্ণ রায়চৌধুরীরদের নিকট হতে কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুরের ইজারা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে হস্তান্তর করার পর পরিবারটির আর্থিক অবস্হা খারাপ হয়ে যায় । সম্রাট কর্তৃক প্রদত্ত স্বর্ণ ও রৌপ্যমুদ্রা খরচ হয়ে যাবার পর অষ্টদশ শতক থেকে পরিবারের সস্যগণ ভারতের বিভিন্ন অঞ্চলে জীবিকা সন্ধানের জন্য ছড়িয়ে পড়েন । তাঁর পিতা ষোলো বছর বয়সে লক্ষ্মীনারাণের বিবাহ তেরো বছর বয়সী কলকাতার পটুয়াটুলি নিবাসী মুখোপাধ্যায় পরিবারের অপূর্বময়ীর সঙ্গে দেবার পর লক্ষ্মীনারায়ণ কলকাতার তদানীন্তন বুদ্ধিজীবি সমাজের সদস্যদের সঙ্গে পরিচিত হন এবং ছবি আঁকতে শেখেন । প্রখ্যাত লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় ছিলেন অপূর্বময়ীর জেঠামশায়ের ছেলে । পিতার সংসারে স্ত্রীকে নিয়ে থাকতে লক্ষ্মীনারায়ণের আত্মসম্মানে লাগছিল বলে তিনি ছবি আঁকার মাধ্যমে রোজগারের প্রয়াস করতে থাকেন ।
 
==কর্মজীবন==