ডাইনোসরের বিবর্তন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
→‎জীবাশ্ম প্রমাণ: বট নিবন্ধ পরিষ্কার করেছে, সমস্যা? এখানে জানান
১১৮ নং লাইন:
 
অধিকাংশ ডাইনোসর জীবাশ্ম পাওয়া গেছে [[নরিয়ান]]-[[সিনেমুরিয়ান]], [[কিমেরিজিয়ান]]-[[টিথোনিয়ান]] এবং [[কাম্পানিয়ান]]-[[মাস্ট্রিক্টিয়ান]] অধোযুগ থেকে। যদিও অন্তর্বর্তী ব্যবধানের সময় থেকেও যথেষ্ট সংখ্যক নমুনা পাওয়া যায়। এ' থেকে বোঝা যায় ঐ ব্যবধানগুলোয় ডাইনোসরেদের প্রকরণ ও বিবর্তনের ধারা অব্যাহত ছিল।
 
জীবাশ্ম স্তরসমূহের মধ্যবর্তী উল্লিখিত ব্যবধানগুলি অনেক জাতের ডাইনোসরের বিবর্তনের পূর্ণাঙ্গ ইতিহাস নির্ধারণে বাধার সৃষ্টি করে। ১৯৯৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত নথিভুক্ত ডাইনোসরদের বিভিন্ন শাখার জীবাশ্মে<ref name="Sereno"/> এই ধরণের ব্যবধানের ব্যাপ্তি আড়াই কোটি বছর (''[[লেসোথোসরাস]]'', [[জেনাসরিয়া]], [[হ্যাড্রোসরয়ডিয়া]], [[সরোপোডা]], [[নিওসেরাটোপসিয়া]], [[সিলুরোসরিয়া]]) থেকে সাড়ে আট কোটি বছর ([[কার্কারোডন্টোসরিডি]])। ডাইনোসরদের বিবর্তন প্রথমে ছোট আকারের প্রজাতি থেকে শুরু হয়েছিল। ছোট প্রাণীদের দেহাবশেষের জীবাশ্মীভবন অপেক্ষাকৃত বিরল বলে অনেক জাতের প্রাথমিক ইতিহাসের প্রত্যক্ষ প্রমাণ লোপ পেয়েছে বলে ধারণা করা হয়। অবশ্য [[কার্কারোডন্টোসরিডি]] এবং [[অ্যাবেলিসরিডি]] প্রভৃতি কোনো কোনো শাখায় যথেষ্ট নিদর্শনের অভাব অন্য ব্যাখ্যা দাবি করে, কারণ এদের জীবাশ্মের বিভিন্ন স্তরের ব্যবধান এমন কিছু সময়কালের মধ্য দিয়ে বিস্তৃত যখন অন্যান্য জাতের অনেক নমুনার জীবাশ্মীভবন ঘটেছে।
 
==বিবর্তনীয় বৈশিষ্ট্য==