স্পার্টা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
→‎বহিঃসংযোগ: বট নিবন্ধ পরিষ্কার করেছে, কোন সমস্যা?
BdEdit (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৩১ নং লাইন:
}}
 
'''স্পার্টা''' ([[গ্রিক ভাষা|গ্রিক ভাষায়]] Σπάρτη, Sparte; [[ডোরিক আঞ্চলিক ভাষা|ডোরিক ভাষায়]] Σπάρτα, Spártā) দক্ষিণ [[গ্রীস|গ্রীসের]] একটি প্রাচীন শহরের নাম। সুপ্রাচীন কালে এটি একটি বিখ্যাত ডোরীয় গ্রিক সামরিক সাম্রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত ছিল। তখন এটি মূলত [[ল্যাকোনিয়া|ল্যাকোনিয়ার]] অন্তর্গত ছিল। গ্রিসের কেন্দ্রীয় ল্যাকোনীয় সমতলের দক্ষিণে একেবারে শেষভাগে [[ইউরোটাস|ইউরোটাস নদীর]] ডান তীরে স্পার্টা নগরী অবস্থিত।

একটি পৃথক শহর-স্টেট হিসেবে প্রতিষ্ঠিত স্পার্টার সৈন্যদের কঠোর অনুশীলন করানো হত। এজন্যই স্পার্টার সেনাদল তৎকালীন গ্রিসের সবচেয়ে দুর্ধর্ষ সেনাদল হিসেবে চিহ্নিত হয়ে থাকে। [[এধেন্স|এথেনীয়]] এবং পার্সীয়[[পারস্য সাম্রাজ্যের]] বিরুদ্ধে কয়েকটি গুরুত্বপূর্ণ বিজয় লাভের পর স্পার্টা নিজেকে গ্রিসের স্বাভাবিক রক্ষক হিসেবে ঘোষণা করে।<ref name="মাচেদোনীয়ান সাম্রাজ্য">মাচেদোনীয়ান সাম্রাজ্য: ফিলিপ II এবং আলেকজান্ডারের অধীনে যুদ্ধের যুগ, ৩৫৯-৩২৩ বি.সি.- জেমস আর.।</ref> গ্রিসের কেন্দ্রীয় ল্যাকোনীয় সমতলের দক্ষিণে একেবারে শেষভাগে [[ইউরোটাস|ইউরোটাস নদীর ডান]] তীরে স্পার্টাঅবস্থানের নগরীকারণে অবস্থিত। প্রাচীন কাল থেকেই এইস্পার্টা শহরেরনগরীর একটি প্রাকৃতিক প্রতিরোধ বিদ্যমান ঠিল। কারণ এর তিনদিক পর্বতশ্রেণী দ্বারা ঘেরা। একদিকে ছিল টেইগেটাস পাহাড়ের উপর দিয়ে লেগদা গিরিপথ হয়ে আগ্রাসী বাহিনী আক্রমণ করতে পারত। এক্ষেত্রে তাদেরকে ল্যাকোনিয়া এবং পেলোপনেসাস অতিক্রম করতে হত। কিন্তু এই পথে স্পার্টান সৈন্যদের কর্তৃত্ব বজায় ছিল সবসময়। উপরন্তু এই শহর থেকে নিকটতম সমুদ্র বন্দর তথা জিথিয়াম বন্দরের দূরত্ব ছিল ২৭ কিলোমিটার। এ কারণে এই শহরটিকে অবরোধ করা ছিল দুঃসাধ্য কাজ।
 
== ইতিহাস ==