মেরিলেবোন ক্রিকেট ক্লাব: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
ক্লাব কর্মকর্তা
আফতাব বট (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, সমস্যা? এখানে জানান
৩৩ নং লাইন:
'''মেরিলেবোন ক্রিকেট ক্লাব''' (এমসিসি) [[Thomas Lord|থমাস লর্ড]] কর্তৃক ১৭৮৭ সালে প্রতিষ্ঠিত লন্ডনভিত্তিক [[cricket club|ক্রিকেট ক্লাব]]। এ ক্লাবটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেট ক্লাবরূপে পরিচিত ও বিশ্বের সর্বাপেক্ষা বিশাল ক্রিকেট ব্র্যান্ড।<ref>{{cite web|last=Pringle |first=Derek |url=http://www.telegraph.co.uk/sport/cricket/8961566/MCC-appoint-Derek-Brewer-as-new-chief-executive.html |title=MCC appoint Derek Brewer as new chief executive |publisher=Telegraph |date= |accessdate=2013-05-13}}</ref> ক্রিকেটের ইতিহাসে এ ক্লাবের ভূমিকা অপরিসীম। প্রতিষ্ঠা লগ্ন থেকেই এ ক্লাবটি সর্বাপেক্ষা সক্রিয় ও জনপ্রিয় ক্রিকেট ক্লাবের মর্যাদা পেয়ে আসছে। ক্রিকেটের স্বর্গভূমি নামে পরিচিত [[লর্ড’স ক্রিকেট গ্রাউন্ড|লর্ড’স ক্রিকেট গ্রাউন্ডের]] স্বত্ত্বাধিকারীর ভূমিকায় রয়েছে এমসিসি। এখানে ক্লাবের সদর দফতর অবস্থিত।
 
ক্রিকেটের সাবেক পরিচালনা পরিষদের ভূমিকায় ছিল এমসিসি। প্রতিষ্ঠার পর থেকেই ইংল্যান্ডের শীর্ষস্থানীয় ক্রিকেট ক্লাবের মর্যাদা পায়। পাশাপাশি ইংল্যান্ড এবং ওয়েলসের ক্রিকেট পরিচালনা পরিষদেরও দায়িত্ব নেয় এ ক্লাব। এছাড়াও, বৈশ্বিক ক্রিকেটের আইন প্রণয়নে এ ক্লাবটি নেতৃত্ব দেয়। ১৯৯৩ সালে অনেকগুলো বিষয় আইসিসি’র কাছে হস্তান্তর করে। একই সময়ে ইংল্যান্ডের খেলা পরিচালনার ক্ষেত্রেও এর ক্ষমতা [[Test and County Cricket Board|টেস্ট ও কাউন্টি ক্রিকেট বোর্ড]] (টিসিসিবি)’র কাছে প্রদান করে। এখনো এমসিসি [[ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল|ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের]] সাথে [[আন্তর্জাতিক ক্রিকেট]] সংক্রান্ত বিষয়ে পরামর্শকের ভূমিকায় রয়েছে।
 
== ইতিহাস ==
১৭৮৭ সালে এমসিসি প্রতিষ্ঠিত হয়।<ref group = "note">
The only evidence for this is a poster for an 1837 match proclaiming the MCC's Golden Jubilee.</ref> থমাস লর্ড কর্তৃক [[লর্ড’স ওল্ড গ্রাউন্ড|গ্রাউন্ড]] ক্রয়ের মাধ্যমে এ ক্লাবের প্রতিষ্ঠা ঘটে। পরবর্তীতে এর গঠনতন্ত্র অষ্টাদশ শতকের শুরুর দিকে অথবা তারও আগে পুণরায় রচিত হয়।<ref name="Lads to Lord's">{{cite web|title=From Lads to Lord's, The History of Cricket: 1781 – 1786: 1787 – Lord's and the MCC|last=Leach|first=John|year=2007|accessdate=20 December 2012|archiveurl=http://web.archive.org/web/20110629140319/http://www.jl.sl.btinternet.co.uk/stampsite/cricket/ladstolords/1787.html|archivedate=29 June 2011|url=http://www.jl.sl.btinternet.co.uk/stampsite/cricket/ladstolords/1787.html}}</ref> পুরনো ক্লাবকে বিশিষ্ট ব্যক্তি ও ভদ্রলোকদের ক্লাব বা ক্রিকেট ক্লাব নামে পরিচিতি পায়। মূলতঃ সামাজিক কার্যক্রম ও জুয়াখেলার ক্লাব হিসেবে প্রতিষ্ঠা পেলেও [[London Cricket Club|লন্ডন ক্রিকেট ক্লাব]], [[Jockey Club|জকি ক্লাব]], [[Hambledon Club|হ্যাম্বলডন ক্লাব]], [[White Conduit Club|হোয়াইট কন্ডুইট ক্লাবের]] সাথে এর সংশ্লিষ্টতা ছিল।