বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আশিক (আলোচনা | অবদান)
→‎তালিকা: নতুন অনুচ্ছেদ
১২৭ নং লাইন:
ভাইয়া, তখন + ও - এর যে প্রশ্নটা করেছিলাম সেটা ছিল 'আমার অবদান' শিরোনাম বিষয়ক। যে কোন পরিবর্তন বা সম্পাদনার পর 'আমার অবদান' শিরোনামে ক্লিক করে কি কি পরিবর্তন নিজে করেছে তা দেখা যায়। সেখানে ( ) এর ভিতর + দিয়ে নাম্বার থাকে, পয়েন্টের মত। আবার কোন কোন পরিবর্তনে নেগেটিভ মার্কিংও থাকে। এগুলোর বিষয়ে জানতে চাচ্ছিলাম। আর কিভাবে পজেটিভ/নেগেটিভ মার্কিং হয়, তা একটু জানাবেন। --[[User:Sudipta|Sudip]] ([[User talk:Sudipta|আলাপ]]) ১৬:১৬, ১৭ মার্চ ২০১৪ (ইউটিসি)
:প্রথমে ভুল বোঝার জন্য দুঃখিত। আসলে উইকি যেহেতু একটি মুক্ত সম্পাদনার সাইট ও যে কোন নিবন্ধ যে কেউ সম্পাদনা করতে পারে তাই কোন ব্যবহারকারী কখন কতটুকু লেখা যুক্ত করছেন বা অপসারণ করছেন তাই বাইট আকারে থাকে। আপনি যদি কোন নিবন্ধে লেখা যুক্ত করেন তাহলে এটি +চিহ্নসহ একটি সংখ্যা দেখাবে মানে হলো আপনি এতো বাইট লেখা যুক্ত করেছেন, আর - দিয়ে বুঝায় কতবাইট লেখা বাতিল করেছেন। এবং এটি সফ্টওয়্যার অটোমেটিক ডিটেক্ট করে। -- '''<span style="text-shadow:7px 7px 8px Black;">[[User:NahidSultan|<font face="Papyrus">যুদ্ধমন্ত্রী</font>]] <sup>[[User talk:NahidSultan#top|<font face="Papyrus">আলাপ</font>]]</sup></span>''' ১৭:১৯, ১৭ মার্চ ২০১৪ (ইউটিসি)
 
== তালিকা ==
 
আচ্ছা, ইংরেজি উইকি তে বিভিন্ন তালিকা আছে সেগুলো বাংলা উইকি তে করতে চাইলে সংশ্লিষ্ট বিষয়ের তালিকা নামে নতুন পাতা খুলতে হবে নাকি অন্য কোনও উপায় আছে? আসলে আমি এমন একটা লিস্ট ইংরেজী উইকি তে পেয়েছি যেটার কোনও উপাদানই বাংলায় অনুবাদ করা হয়নি। https://en.wikipedia.org/wiki/List_of_missing_treasure এই লিস্ট বাংলায় বানাতে হলে কি করতে হবে? [[User:আশিক|আশিক]] ([[User talk:আশিক|আলাপ]]) ১২:২৪, ১৮ মার্চ ২০১৪ (ইউটিসি)