বাংলাদেশ ব্যাংক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
১৭ নং লাইন:
}}
 
বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক হিসেবে ব্যাংকিং বিষয়ক অভিযোগ জানানোর সুবিধার্থে আপামর জনসাধারণের জন্যে একটি হটলাইন (১৬২৩৬) চালু করেছে বাংলাদেশ ব্যাংক এবং প্রথম কেন্দ্রীয় ব্যাংক হিসেবে গ্রীন ব্যাংকিং পলিসি প্রণয়নের গৌরবের অধিকারী এই প্রতিষ্ঠানটি।
'''বাংলাদেশ ব্যাংক''' হচ্ছে [[বাংলাদেশ|বাংলাদেশের]] [[কেন্দ্রীয় ব্যাংক]]। এটি '''বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ, ১৯৭২''' এর মাধ্যমে [[ডিসেম্বর ১৬]], [[১৯৭১]] খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা লাভ করে। এর কার্য নির্বাহী প্রধান ‘গভর্নর’ হিসাবে আখ্যায়িত। বাংলাদেশ ব্যাংক একটি রেগুলেটরি সংস্থা এবং কার্যতঃ ‘ব্যাংকসমূহের ব্যাংক’। রাষ্ট্রের পক্ষে এটি দেশের ব্যাংকিং খাতকে নিয়ন্ত্রণ করে থাকে। দেশের মুদ্রানীতি বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিরূপিত হয়। এটি দেশের বৈদেশিক মুদ্রার তহবিল সংরক্ষণ করে থাকে। এছাড়া এটি বৈদেশিক মুদ্রার বিপরীতে বাংলাদেশী টাকার বিনিময় হার নির্ধারণ করে। ১ টাকা এবং ২ টাকার কাগুজে নোট ব্যতীত সকল কাগুজে নোট মুদ্রণ এবং বাজারে প্রবর্তন এই ব্যাংকের অন্যতম দায়িত্ব। এছাড়া এটি সরকারের কোষাগারের দায়িত্বও পালন করে থাকে।
 
 
== পরিচিতি ==
 
'''বাংলাদেশ ব্যাংক''' হচ্ছে [[বাংলাদেশ|বাংলাদেশের]] [[কেন্দ্রীয় ব্যাংক]]। এটি '''বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ, ১৯৭২''' এর মাধ্যমে [[ডিসেম্বর ১৬]], [[১৯৭১]] খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা লাভ করে। এর কার্য নির্বাহী প্রধান ‘গভর্নর’ হিসাবে আখ্যায়িত। বাংলাদেশ ব্যাংক একটি রেগুলেটরি সংস্থা এবং কার্যতঃ ‘ব্যাংকসমূহের ব্যাংক’। রাষ্ট্রের পক্ষে এটি দেশের ব্যাংকিং খাতকে নিয়ন্ত্রণ করে থাকে। দেশের মুদ্রানীতি বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিরূপিত হয়। এটি দেশের বৈদেশিক মুদ্রার তহবিল সংরক্ষণ করে থাকে। এছাড়া এটি বৈদেশিক মুদ্রার বিপরীতে বাংলাদেশী টাকার বিনিময় হার নির্ধারণ করে। ১ টাকা এবং ২ টাকার কাগুজে নোট ব্যতীত সকল কাগুজে নোট মুদ্রণ এবং বাজারে প্রবর্তন এই ব্যাংকের অন্যতম দায়িত্ব। এছাড়া এটি সরকারের কোষাগারের দায়িত্বও পালন করে থাকে।
 
== ইতিহাস ==
 
[[বাংলাদেশের মুক্তিযুদ্ধ|১৯৭১ সালের মুক্তিযুদ্ধে]] বিজয়ের পর [[বাংলাদেশ সরকার]] ঢাকায় অবস্থিত স্টেট ব্যাংক অফ পাকিস্তানের ঢাকা শাখাকে বাংলাদেশ ব্যাংক নাম দিয়ে বাংলাদেশের কেন্দ্রিয়কেন্দ্রীয় ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা করে। বাংলাদেশ ব্যাংক আধ্যাদেশঅধ্যাদেশ ১৯৭২ পাশ হওয়ার পর বাংলাদেশ ব্যাংক ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর থেকে কার্যকর বলে ঘোষনা করা হয়।
 
১৯৭১ সালে মুজিব সরকার সমাজতান্ত্রিক ব্যাবস্থারব্যবস্থার আদলে অর্থনীতিকে গড়ে তোলার লক্ষে এবং যুদ্ধ-বিদ্ধস্ত দেশের উন্নয়নার্থে পর্যাপ্ত তহবিল সরবরাহের উদ্দেশ্যে সকল ব্যাংককে জাতীয়করনজাতীয়করণ করার সিদ্ধান্ত গ্রহন করে। জাতীয়করনেরজাতীয়করণের পর সকল ব্যাংকের নিয়ন্ত্রন সরকারের হাতে চলে গেলে সরকার সেগুলোকে সঠিকভাবে দিকনির্দেশনা দিতে ব্যর্থ হয়। ফলশ্রুতিতে ব্যাংকগুলো মাত্রাতিরীক্তমাত্রাতিরিক্ত পরিমান তহবিল কোনপ্রকার বানিজ্যিক বিবেচনা ছাড়াই বিতরন করে এবং স্বাভাবিক ভাবেই এই ঋণগুলো সময়মত পরিশোধ হয়নি।<ref name=bahar /><ref name=cpd>{{cite journal|last=Bhattacharya|first=Debopriyo|coauthors=Toufic A Chowdhury|title=Financial Sector Reforms in Bangladesh: The Next Round|journal=CPD Occasional Paper Series|year=2003|month=April|volume=Paper 22|series=Paper 22|accessdate=15 August 2011|publisher=Centre for Policy Dialogue|location=Dhaka, Bangladesh}}</ref> ব্যাপক পরিমান অপরিশোধিত ঋন নিয়ন্ত্রনের জন্য সরকার কোনপ্রকার লোন মনিটরি পলিসিও চালু করতে ব্যার্থব্যর্থ হয়েছিল। এরই ধারাবাহিকতায় অধিকাংশ ব্যাংক মূলধন স্বল্পতায় পড়ে গিয়েছিল।
 
১৯৮২ সালে বাংলাদেশ সরকার ব্যাংকিং ব্যাবস্থারব্যবস্থার প্রথম পূনর্গঠন শুরু করে। এই পূনর্গঠনের আওতায় ছয়টি রাষ্ট্রায়ত্ব ব্যাংককে বিজাতীয়করন করে এবং তৎকালীন সরকারী ব্যাংকগুলোর সাথে সুস্থ প্রতিযোগীতা প্রতিযোগিতা সৃষ্টির লক্ষে বেসরকারী ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন দেয়। ব্যাংকিং খাতকে পূনর্গঠন, খেলাপি ঋণ নিয়ন্ত্রন এবং বেসরকারী পর্যায়ে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা ও নিয়ন্ত্রনের লক্ষে ১৯৮৬ সালে ''ন্যাশনাল কমিশন অন মানি, ব্যাংকিং এন্ড ক্রেডিট'' নামে একটি কমিশন গঠন করা হয়।<ref name=cpd /> এর পরেও এর পরেও ব্যাংকিং খাত দক্ষ ও কার্যকর হয়ে উঠতে সক্ষম হয় নি।<ref name=bahar>{{cite journal|last=Bahar|first=Habibullah|title=Financial Liberalization and Reforms in Bangladesh|date=9|year=2009|month=December|accessdate=15 August 2011|publisher=UNESCAP/UNDP/Royal Monetary Authority of Bhutan|location=Thimphu, Bhutan}}</ref>
 
== বোর্ড ==