দিনেশ রামদিন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
খেলোয়াড়ী জীবন
আফতাব বট (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, সমস্যা? এখানে জানান
১০৪ নং লাইন:
}}
 
'''দীনেশ রামদিন''' ([[জন্ম]]: [[১৩ মার্চ]], [[১৯৮৫]]) ভারতীয় বংশোদ্ভূত ও ত্রিনিদাদে জন্মগ্রহণকারী ওয়েস্ট ইন্ডিয়ান [[ক্রিকেটার]]। [[ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল|ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের]] বর্তমান সদস্য তিনি। ডানহাতি ব্যাটসম্যানরূপে দলে তিনি মূলতঃ [[উইকেট-রক্ষক|উইকেট-রক্ষকের]] দায়িত্ব পালন করেন। এছাড়াও, ওয়েস্ট ইন্ডিজের একদিনের আন্তর্জাতিক ও টুয়েন্টি২০ আন্তর্জাতিক দলের [[অধিনায়ক (ক্রিকেট)|অধিনায়কের]] দায়িত্ব পালন করেছেন। ২০০৪ সাল থেকে ঘরোয়া ক্রিকেটে ত্রিনিদাদ ও টোবাগো ক্রিকেট দলের হয়ে খেলছেন। বর্তমানে তিনি ঐ দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন নভেম্বর ২০১১ সাল থেকে।
 
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রতিনিধিত্বকারী রামদিন [[একদিনের আন্তর্জাতিক|একদিনের আন্তর্জাতিকের]] উইকেট-রক্ষক হিসেবে ১২৮ রান করে সর্বোচ্চ রান সংগ্রহের কৃতিত্ব প্রদর্শন করেন। এছাড়াও [[টেস্ট ক্রিকেট|টেস্ট ক্রিকেটে]] ১৬৬ রান করে দ্বিতীয় সর্বাধিক রান করেন।
 
== খেলোয়াড়ী জীবন ==
শুরুর দিকে রামদিন [[ফাস্ট বোলিং]] করতেন। কিন্তু বোলিংবিহীন অবস্থায় তিনি বিরক্তবোধ করতেন। তাই তিনি উইকেট-রক্ষকের দায়িত্ব পালন করতে থাকেন। রামদিনের তথ্য মোতাবেক জানা যায়, তিনি খেলোয়াড়ী জীবনের শুরুতে কোন [[কোচ (ক্রীড়া)|কোচের]] শরণাপন্ন হননি। পরবর্তীতে অবশ্য তিনি [[ডেভিড উইলিয়ামস]] ও [[জেফ ডুজন|জেফ ডুজনের]] কাছ থেকে উইকেট-রক্ষণের বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।<ref>[http://www.espncricinfo.com/magazine/content/story/214408.html Gollapudi, Nagraj; Ramdin, Denesh (27 July 2005), 'I used to get bored when I wasn't keeping', ESPNcricinfo, retrieved 10 June 2012]</ref> এছাড়াও, ওয়েস্ট ইন্ডিজ ও ত্রিনিদাদের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন রামদিন।
 
১৩ জুলাই, ২০০৫ তারিখে [[শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল|শ্রীলঙ্কা ক্রিকেট দলের]] বিপক্ষে তার টেস্ট অভিষেক ঘটে। একদিনের আন্তর্জাতিক অভিষেক ঘটে [[ভারত জাতীয় ক্রিকেট দল|ভারতের]] বিপক্ষে ৩১ জুলাই, ২০০৫ তারিখে। ২০১০ সালে তিনি দল থেকে বাদ পড়েন এবং [[ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড|ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের]] সাথে কেন্দ্রীয়ভাবে তার চুক্তির নবায়ণ ঘটেনি। ২০১১ সালে একদিনের দলে পুণরায় ডাকা হয় তাকে। এর পরের বছর ২০১২ সালে টেস্ট দলে জায়গা পান।
 
== তথ্যসূত্র ==