আলেপ্পো: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
১৪৫ নং লাইন:
==সংস্কৃতি ==
===শিল্প===
আলেপ্পোকে আরব বিশ্বের সাংস্কৃতিক এবং ক্লাসিক সংগীতের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। ''আলেপ্পাইন মুওয়াশ্বাস'', ''কুদুদ্‌স'' এবং ''মাকাম'' হল এখানকার সংগীতের বিখ্যাত কিছু ধারা। এগুলো প্রধানত কিছু ধর্মীয় এবং ধর্ম-নিরপেক্ষ কাব্যিক শিল্প থেকে উৎসারিত হয়েছে। আলেপ্পোর অনেক শিল্পী আরবি ক্লাসিক এবং ঐতিহ্যবাহী সংগীতের অগ্রনায়ক হিসেবে বিবেচিত। আরব সংগীতের বিখ্যাত শিল্পী যেমন সাঈদ দারভিশ, মোহাম্মেদ আব্দেল ওয়াহাব আলেপ্পোর সমৃদ্ধ সংগীত-সংস্কৃতিকে স্বীকৃতি দিতে এবং এর ঐতিহ্য থেকে শিক্ষা নিতে আলেপ্পো পরিদর্শনে আসেন। আলেপ্পো এর সমঝদার শোতার জন্যেও সুপরিচিত। এরা ''সাম্মি'' নামে পরিচিত।<ref>{{cite book|last=Racy|first=A.J.|title=Making Music in the Arab World: The Culture and Artistry of Tarab|year=2003|publisher=Cambridge University Press|location=Cambridge, UK|isbn=0-521-31685-5|page=248}}</ref> আলেপ্পোর সংগীতশিল্পীরা বলে থাকেন যে কোন বিখ্যাত আরব শিল্পী ''সাম্মি''দের স্বীকৃতি ছাড়া খ্যাতি অর্জন করেনি।<ref>{{cite book|last=Shannon|first=Johnathan Holt|title=Among the Jasmine Trees: Music and Modernity in Contemporary Syria|year=2006|publisher=Wesleyan University Press|location=Middletown, CT|isbn=978-0-8195-6944-8}}</ref>
আলেপ্পোতে প্রতি বছর বেশ কিছু সংগীট উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। শহরের সিটাডেল অ্যাম্ফিথিয়েটারে এসব অনুষ্ঠান হয়। এগুলোড় মধ্যে উল্লেখযোগ্য কিছু অনুষ্ঠান হল সিরিয়ান সংগীত উৎসব, সিল্ক রোড উৎসব, খান-আল-হারির উৎসব।
 
== তথ্যসূত্র ==