অ্যাডোবি ফ্ল্যাশ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
File Corrected
DennisMacCampbellGale (আলোচনা | অবদান)
ভারতীয় ডাউনলোড অবস্থান
২০ নং লাইন:
ফ্ল্যাশ একই সাথে ভেক্টর এবং রাস্টার গ্রাফিক্স নিয়ে কাজ করতে পারে, সেই সাথে রয়েছে দ্বিমুখী অডিও এবং ভিডিও স্ট্রিমিং। [[অ্যাকশন স্ক্রিপ্ট]] নামের একটি [[স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ]] ব্যবহার করা হয় ফ্ল্যাশে। [[পার্সোনাল কম্পিউটার|পার্সোনাল কম্পিউটারে]] (বিশেষত [[ওয়েব ব্রাউজার|ওয়েব ব্রাউজারে]]) অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার, বেশ কিছু মোবাইল ফোন, [[চাম্বি]] এবং আরো বিভিন্ন যন্ত্রে বা প্লাটফর্মে ফ্ল্যাশ চলতে পারে। তার মধ্যে মোবাইল ফোন বা অনুরূপ ছোট আকারের যন্ত্রের জন্য ফ্ল্যাশের বিশেষায়িত সংষ্করণ, ফ্ল্যাশ লাইট ব্যবহার করা হয়।
 
ফ্ল্যাশে তৈরি করা ফাইলগুলো SWF ফরম্যাটে হয়ে থাকে। এদের বলা হয় [[শকওয়েভ ফ্ল্যাশ]] ফাইল। এটির ফাইল এক্সটেনশন হল .swf এবং এই ফাইলগুলোকে ওয়েব পেজে অবজেক্ট হিসেবে এমবেড করা সম্ভব। ওয়েব পেজ ছাড়াও ফ্ল্যাশ প্লেয়ারে চালিয়ে দেখা সম্ভব। [[উইন্ডোজ|উইন্ডোজের]] জন্য .exe ফরম্যাটে ফ্ল্যাশ মুভি হিসেবে এবং [[ম্যাকিন্টোসে]] .hqx ফরম্যাটে চলতে পারে। ফ্ল্যাশ ভিডিও ফাইলের সাধারণত .flv এক্সটেনশন থাকে এবং তাকে আরেকটি .swf ফাইল থেকে অথবা .flv ফাইল চালাতে সক্ষম যে কোন [[মিডিয়া প্লেয়ার]] যেমন [http://www.vlc-india.org/ VLC] বা কুইকটাইম বা উইন্ডোজ মিডিয়া প্লেয়ার দিয়ে চালান সম্ভব। তবে এজন্য মিডিয়া প্লেয়ারে আলাদা কোডেক সংযোজিত থাকতে হবে।
 
== ইতিহাস ==