সাকিউবাস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, কোন সমস্যা?
১ নং লাইন:
[[চিত্র:AdamNeve.jpg |right|250px|thumb| লিলথ ঈভকে প্রলুদ্ধ করছে নিষিদ্ধ ফল ভক্ষণ করতে]]
 
'''সাকিউবাস''' এক প্রকার লোককাহিনীর মহিলা দানব চরিত্র যা প্রাচীন কাল থেকে মধ্যযুগ পর্যন্ত কিংবদন্তি হয়ে আছে যে মেয়ে মানুষের রূপ ধারণ করে পুরুষদের ফুসলিয়ে [[যৌন সংগম|যৌন সংগমের]] দিকে নিয়ে যেতে পারে। <ref>[Fortune, Dion. "Chapter 13: The Motives of Psychic Attack: Part 1". Psychic Self-Defense. Weiser. p. 151. ISBN 1-57863-151-3. "Mediaeval tradition recognised two classes of demons which invade sleep, and called them Incubi and Succubi" ]</ref> আধুনিক কালে স্বপ্নে সাকিউবাসকে দেখা নাও যেতে পারে তবে একে বরঞ্চ চিত্রিত করা হচ্ছে আরো আকর্ষণীয় ও উত্তেজক হিসেবে, অথচ প্রাচীনকালে একে ভীতিকর দানবীয় চরিত্র হিসেবে দেখা যেত। <ref>[a b Curran, Bob (2006), Encyclopedia of the Undead: A Field Guide to Creatures That Cannot Rest in Peace, p. 21, Career Press, ISBN 1-56414-841-6]</ref> সাকিউবাসের পুরুষ চরিত্র হিসেবে দেখা যায় ইনকুবাসকে।ধর্মীয়ভাবে দেখা যায় যে সাকিউবাস বা ইনকুবাসের সাথে বারবার যৌন সংগম মানুষের স্বাস্থ্যহানী কারণ এমনকি মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে।
 
সাকিউবাস এক প্রকার লোককাহিনীর মহিলা দানব চরিত্র যা প্রাচীন কাল থেকে মধ্যযুগ পর্যন্ত কিংবদন্তি হয়ে আছে যে মেয়ে মানুষের রূপ ধারণ করে পুরুষদের ফুসলিয়ে [[যৌন সংগম|যৌন সংগমের]] দিকে নিয়ে যেতে পারে। <ref>[Fortune, Dion. "Chapter 13: The Motives of Psychic Attack: Part 1". Psychic Self-Defense. Weiser. p. 151. ISBN 1-57863-151-3. "Mediaeval tradition recognised two classes of demons which invade sleep, and called them Incubi and Succubi" ]</ref> আধুনিক কালে স্বপ্নে সাকিউবাসকে দেখা নাও যেতে পারে তবে একে বরঞ্চ চিত্রিত করা হচ্ছে আরো আকর্ষণীয় ও উত্তেজক হিসেবে, অথচ প্রাচীনকালে একে ভীতিকর দানবীয় চরিত্র হিসেবে দেখা যেত। <ref>[a b Curran, Bob (2006), Encyclopedia of the Undead: A Field Guide to Creatures That Cannot Rest in Peace, p. 21, Career Press, ISBN 1-56414-841-6]</ref> সাকিউবাসের পুরুষ চরিত্র হিসেবে দেখা যায় ইনকুবাসকে।ধর্মীয়ভাবে দেখা যায় যে সাকিউবাস বা ইনকুবাসের সাথে বারবার যৌন সংগম মানুষের স্বাস্থ্যহানী কারণ এমনকি মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে।
 
[[ভ্যাম্পায়ার|ভ্যাম্পায়ারের]] মতোই সাকিউবাসকে দেখা হয় [[লিলথ]], [[লিলিন]] বা [[বেলিলি]]র মতো চরিত্র হিসেবে যে মানুষ থেকে শক্তি নিয়ে বেঁচে থাকে।ঐতিহ্যগতভাবে তাদের ডানা ও লেজ সহকারে চিত্রিত করা হয়ে থাকে।তাদের ডানা হয় [[বাঁদুড়]] বা পাখির মতো আর লেজটা [[সাপ|সাপের]] মতো হয়ে থাকে।মাঝে মাঝে অবশ্য [[মৎস্যকন্যা]]দের মতোও হয়ে থাকে।
৮ ⟶ ৭ নং লাইন:
== শব্দতত্ত্ব ==
ল্যাটিন শব্দ সাকিউবাস থেকে যা অতিপ্রাকৃতিক বস্তুকে ব্যাখা করতে ব্যবহৃত হয়। সাক্কুবা শব্দটা আবার এসেছে সাক্কুবার যার মানে নীচে অবস্থান। এই শব্দ প্রথম ১৩৮৭ সালে ব্যবহৃত হয়। <ref>[http://www.etymonline.com/index.php?term=succubus ^ Harper, Douglas. Succubus-Online Etymology Dictionary]</ref>
 
 
== লোককাহিনীতে ==
জোহার ও বেনসিরা বর্ণমালা অনুযায়ী লিলথ [[আদম]]-এর প্রথম স্ত্রী যে পরে সাকিউবাসে পরিণত হয়। <ref>[http://jewishchristianlit.com/Topics/Lilith/alphabet.html ]</ref> আর্চ এ্যাঞ্জেল স্যামায়েলের সহচর হওয়ার পর সে আর আদমের কাছে ইডেন গার্ডেনে আর ফিরে যায়নি। <ref>[http://istina.rin.ru/eng/ufo/text/663.html ]</ref> জোহারিস্টিক কাব্বালায় আমরা দেখতে পাই যে চারজন সাকিউবাস আর্চ এ্যাঞ্জেল স্যামায়েলের সাথে সহচর হিসেবে থেকেছে তারা হলেন [[লিলথ]], [[নামাহ]], ইশেথ জেনুনিম ও আগ্রাত ভাত মাহালাট।পরবর্তীতে আমরা লোককাহিনীতে দেখতে পাই যে সাকিউবাস সিরেনের রূপ ধারণ করেছে।ইতিহাসে আমরা দেখতে পাই ধর্মযাজক ও গুরুরা যেমন-হানিনা বেন দোসা ও আবেয়ি সাকিউবাসের মানুষের ওপর প্রভাব বিস্তারের ক্ষমতা দমন করার চেষ্টা করেছেন। <ref>[Geoffrey W. Dennis, The encyclopedia of Jewish myth, magic and mysticism. p. 126]</ref >সব সাকিউবাসই আবার পরশ্রীকাতর নয়। ওয়াল্টার মাপিসের মতে পোপ সাইল্ভেস্টার দ্বিতীয় একজন সাকিউবাস মেরিডিয়ানার সাহায্য নিয়ে [[ক্যাথোলিক চার্চ]]-এ সর্বোচ্চ আসন পেয়েছেন।পরে তিনি মৃত্যুর আগে পাপ স্বীকার করেন ও অনুশোচনা নিয়ে মৃত্যুবরণ করেন। <ref>[http://www.cyodine.com/succubus/History.htm]</ref>
 
== পরিচিত সাকিউবির নাম ==
[[চিত্র:Lilith_%28John_Collier_painting%29Lilith (John Collier painting).jpg|right|200px|thumb| জিন কলায়ারের আঁকা লিলথ (১৮৯২)]]
* লেডা
* মেরিডিয়ানা
২৫ ⟶ ২৩ নং লাইন:
== কল্পকাহিনীতে সাক্কুবি ==
ইতিহাসে আমরা দেখতে পাই যে সাক্কুবি একটি জনপ্রিয় চরিত্র টেলিভিশনে, চলচ্চিত্রে, সংগীতে, সাহিত্যে ও বিশেষ করে ভিডিও গেমে এবং অ্যাানিম চরিত্রে।
 
 
== প্রজননের ক্ষমতা ==
[[চিত্র:Succubus_bracket_02Succubus bracket 02.jpg |right|200px|thumb| ষোড়শ শতাব্দীর একটি ভাস্কর্য যা সাক্কুবাসকে উপস্থাপন করছে]]
 
কাব্বালাহ ও রাশবাহ বিদ্যালয়ের মতে তিনটি দানবদের রাণী [[লিলথ]] বাদে [[নামাহ]],ইশেথ জেনুনিম ও আগ্রাত ভাত মাহালাট প্রজনন ক্ষমতা সম্পন্ন।<ref>[http://www.lilithgallery.com/library/lilith/Queen-of-the-Demons.html]</ref> তবে অন্য কিংবদন্তি মতে [[লিলথ]]-এর মেয়ে হলো লিলিন। হেনরিক কামারের লেখা ১৪৮৭ সালের ডাইনীর হাতুড়ি গ্রন্থে আমরা দেখতে পাই যে সাক্কুবাস তার বশে আনা পুরুষ থেকে বীর্য সংগ্রহ করে প্রজননের জন্য।তারপর পুরুষ সাক্কুবাস সেই বীর্যকে মেয়েদের আনুপ্রাণিত করতে ব্যবহার করে। <ref>[http://www.sacred-texts.com/pag/mm/mm02b08a.htm]</ref> এটাই হলো ব্যাখা যে দানবেরা প্রজনন ক্ষমতাহীন হলেও কিভাবে শিশু উৎপাদন করে।এভাবে উৎপাদিত শিশুরা অতিপ্রাকৃতিক ক্ষমতার প্রভাবে অধিক প্রভাবিত হয়, সাধারণত ধারণা করা হয় যে জন্মগত কদাকার শিশুরাই এমন হয়ে থাকে।<ref>[ Lewis, James R., Oliver, Evelyn Dorothy, Sisung Kelle S. (Editor) (1996), Angels A to Z, Entry: Incubi and Succubi, pp. 218, 219, Visible Ink Press, ISBN 0-7876-0652-9,Till date, most Africa belief has it that men that have similar experience with such principality (succubus) in dreams (usually in form of a pretty lady) find themselves exhausted as soon as they wake up, and often ascribing spiritual attack to them. Again, rituals/divination are often resulted to with a view to appeasing the god for divine protection and intervention, while the christian folks direct their intervention to God through either fasting and prayer or going for anointing and deliverance (I.E. Bello) ]</ref> এই বইটি অবশ্য ব্যাখা করেনি যে কেন ঐসব মহিলারা স্বাভাবিক শিশুর জন্ম দেয় না যদিও তারা মানব বীর্য দ্বারাই প্রভাবিত হয়ে থাকে।