সরকার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, কোন সমস্যা?
৩ নং লাইন:
'''সরকার''' হল এমন একটি [[সংস্থা]], শাসনযন্ত্র অথবা [[কর্তৃপক্ষ]] যার মাধ্যমে কোনো একটি রাজনৈতিক এককের শাসন কর্তৃত্ব নির্বাহিত হয়। সরকার উক্ত এককটির নিয়ন্ত্রণ, জননীতি পরিচালনা ও তার সদস্য বা প্রজাদের শাসন ও পরিচালনার ক্ষমতাসম্পন্ন।<ref>[http://dictionary.reference.com/browse/government "government"] -- Dictionary.com: cites 3 separate dictionaries</ref>
সাধারণত "সরকার" শব্দটির দ্বারা একটি [[সাধারণ সরকার]] বা [[সার্বভৌম রাষ্ট্র|সার্বভৌম রাষ্ট্রকে]] বোঝায়। সরকার স্থানীয়, জাতীয় বা আন্তর্জাতিক হতে পারে। যদিও [[বাণিজ্য|বাণিজ্যিক]], শিক্ষাগত, ধর্মীয়, বা অন্যান্য বিধিবদ্ধ সংস্থাগুলিও নিজস্ব পরিচালন কর্তৃপক্ষ কর্তৃক শাসিত হয়। এই জাতীয় কর্তৃপক্ষ [[বোর্ড অফ ডিরেক্টর]], ম্যানেজ‍ার, গভর্নর নামে পরিচিত; এগুলিকে প্রশাসন (যেমন বিদ্যালয় প্রশাসন) বা [[কাউন্সিল অফ এল্ডার্স]] (যেমন খ্রিষ্টান চার্চে) নামেও চিহ্নিত করা হয়ে থাকে। সরকারের আকার অঞ্চল বা উদ্দেশ্য অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়।
 
সংগঠনের আয়তন বৃদ্ধি হলে সরকারের জটিলতাও বাড়ে। তাই ছোটো শহর বা ছোটো-মাঝারি বেসরকারি সংস্থাগুলিতে আধিকারিকের সংখ্যা বড়ো বড়ো বহুজাতিক কর্পোরেশনের তুলনায় কম রাখা হয়। বড়ো সংস্থায় বহুমুখী দপ্তর ব্যবস্থা ও প্রশাসনের ক্রমপর্যায়ে লক্ষিত হয়। জটিলতা বাড়লে সরকারের কাজ-কর্মের প্রকৃতিও জটিল হয়ে পড়ে। তাই আনুষ্ঠানিক নীতি ও কার্যপদ্ধতি ঘোষণারও প্রয়োজন হয়।
১৩ নং লাইন:
* [[নৈরাজ্যবাদ]] – এটি এমন একটি [[রাজনৈতিক দর্শন]] যা [[সার্বভৌম রাষ্ট্র|রাষ্ট্রকে]] অপ্রয়োজনীয়, ক্ষতিকর ও অবাঞ্ছনীয় মনে করে এবং [[রাষ্ট্রহীন সমাজ|রাষ্ট্রহীন সমাজের]] সপক্ষে মতপ্রকাশ করে।
* [[কর্তৃত্ববাদ|কর্তৃত্ববাদী সরকার]] – কর্তৃত্ববাদী সরকার কোনো প্রজাতন্ত্র বা যুক্তরাষ্ট্রে রাষ্ট্রের সর্বময় কর্তৃত্বের সপক্ষে মতপ্রকাশ করে। এটি অনির্বাচিত শাসকদের দ্বারা নিয়ন্ত্রিত একটি ব্যবস্থা, যাঁরা কিছুটা ব্যক্তিগত স্বাধীনতা দিয়ে থাকেন।
* [[সাংবিধানিক রাজতন্ত্র]] – এই জাতীয় সরকারে একটি [[রাজতন্ত্র]] বিদ্যমান; কিন্তু উক্ত রাজতন্ত্রের ক্ষমতা [[আইন]] বা ঘোষিত সংবিধানের দ্বারা সীমাবদ্ধ। উদাহরণ: [[যুক্তরাজ্য]]।<ref> [[Takis Fotopoulos|Fotopoulos, Takis]], ''The Multidimensional Crisis and [[Inclusive Democracy]]''. (Athens: Gordios, 2005).([http://www.inclusivedemocracy.org/fotopoulos/english/brbooks/multi_crisis_id.htm English translation] of the book with the same title published in Greek).</ref><ref name="victoria"> {{cite web|url=http://www.parliament.vic.gov.au/SARC/E-Democracy/Final_Report/Glossary.htm |title=Victorian Electronic Democracy : Glossary |date=July 28, 2005| accessdate=2007-12-14}}</ref>
* [[সাংবিধানিক প্রজাতন্ত্র]] – এই জাতীয় সরকারের ক্ষমতা আইন বা আনুষ্ঠানিক সংবিধান দ্বারা সীমাবদ্ধ এবং এই সরকার সংশ্লিষ্ট দেশের জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ দ্বারা নির্বাচিত। উল্লেখ্য, প্রাচীন [[স্পার্টা]] ঘোষিতভাবে ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র; কিন্তু সেদেশের অধিকাংশ মানুষই ভোটদানের অধিকার থেকে বঞ্চিত থাকতেন। আবার প্রথম যুগের [[মার্কিন যুক্তরাষ্ট্র]]ও ছিল গণতান্ত্রিক দেশ; কিন্তু ক্রীতদাসদের সেযুগে ভোটদানের অধিকার ছিল না।
* [[গণতন্ত্র]] – গণতন্ত্র হল এমন একটি সরকার যা দেশের জনসংখ্যার বৃহত্তম অংশ দ্বারা নির্বাচিত। এই সরকার সাংবিধানিক রাজতন্ত্র বা সাংবিধানিক প্রজাতন্ত্র দুইই হতে পারে। গণতন্ত্রের ব্যক্তির [[ভোট|ভোটদানের]] অধিকার তাঁর সামাজিক মর্যাদা বা সম্পদের উপর নির্ভরশীল নয়।
* [[একনায়কতন্ত্র]] – একক ব্যক্তি স্বেচ্ছায় শাসিত দেশের সরকার। স্বৈরাচারী শাসক সাধারণত বলপূর্বক ক্ষমতা দখল করেন।<ref name="American 503">American 503</ref> (আরও দেখুন [[স্বৈরতন্ত্র]] ও [[রাষ্ট্রতন্ত্র]])
* [[রাজতন্ত্র]] – এমন ব্যক্তির শাসন যিনি শাসনক্ষমতা উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত হন।<ref> name="American 503<"/ref>
* [[সংকীর্ণ গোষ্ঠীতন্ত্র]] – একই স্বার্থবিশিষ্ট ছোটো ছোটো গোষ্ঠী বা পরিবারের শাসন।<ref>American 1225</ref>
* [[ধনিকতন্ত্র]] – ধনবান শ্রেণির শাসন।