দি অ্যাডভেঞ্চার্স অব টম সয়্যার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, কোন সমস্যা?
২২ নং লাইন:
| followed_by = [[এ টেম্প এবরোড]]
}}
 
 
'''''টম সোয়ারের দুঃসাহসীক অভিযান''''' মূল শিরোনাম '''''দি অ্যাডভেঞ্চার্স অফ টম সয়্যার''''' ''({{lang-en|The Adventures of Tom Sawyer}})'' [[মার্ক টোয়েইন]] লিখিত একটি অসাধারণ অনবদ্য কিশোর উপন্যাস যা [[টম সয়্যার]] নামের এক বাড়ন্ত কিশোরকে নিয়ে রচিত যে [[মিসিসিপি নদী|মিসিসিপি নদীর]] ঘনিষ্ঠে বাস করে। এটি মূলত সেইন্ট পিটারবার্গ নিয়ে লিখত শহুরে উপন্যাস। লেখক মূলত উদ্বুদ্ধ [[হেনিবাল, মিজুরি|হেনিবাল]], [[মিজুরি]] যেখানে টোয়েইন তার বাল্যকাল কাটিয়েছেন। <ref>{{cite web|last=Mark Twain 2010 : "The Stories Started Here"&nbsp;– Hannibal, MO|title=Exploring the Life and Literature of Mark Twain|url=http://www.twain2010.org/|accessdate=MT2010|date=4 March 2011}}</ref>
২৯ ⟶ ২৮ নং লাইন:
এতিম টম সয়্যার তার পলি খালা এবং সৎ ভাই সিডের সাথে থাকে। টমের নোংরা কাপড় এবং দুষ্টমি তাকে প্রতিদিন পলি খালার দ্বারা শাসন করতে বাধ্য করায় এবং খালা তাকে কিছু বাড়তি কাজ করতে দেন। টম তখন চালাকির সাথে সেই কাজগুলো তার বন্ধুদের দিয়ে করিয়ে নেয় কিছু ছোট-খাটো জিনিসের বিনিময়ে।
 
টম শহরে আসা নতুন মেয়ে বেকি থ্যাচারের কে ভালোবেসে ফেলে এবং সম্পর্ক স্থাপনে সক্ষম চুম্বনের মাধ্যমে। কিন্তু তাদের ভালোবাসার সেইখানেই সমাপ্তি ঘতে যখন বেকি জানতে পারে টমের এর আগেও এমি লরেন্স নামে এক মেয়ের সাথে সম্পর্ক ছিল। বেকির সাথে সম্পর্ক শেষ হওয়ার পর টম [[হাক্‌লবেরি ফিন্|হাক্‌লবেরি ফিনের]] সাথে গোরস্থান যায় এবং ইঞ্জুন জোর দ্বারা ড. রবিনসন হত্যা স্বচক্ষে প্রত্যক্ষ করে।
 
টম, হাক্‌ এবং জো হারপার একটি দ্বিপে পালিয়ে যায়। যখন তারা তাদের নতুন পাওয়া স্বাধীনতা উপভোগ করছিলো তখন তারা জানতে পারে মানুষ তাদের লাশ নদীতে খুঁজছে। এক রাতে টম বাড়িতে ফিরে তার জন্য অন্যদের মানসিক বিপর্যয় প্রত্যক্ষ করে। তারা স্বাধীন জীবন যাপন থেকে আবার আগের জিবনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
 
স্কুলে ফিরে আসার পর বেকির ভালোবাসা আবার ফিরে পায়, এবং অনেকের স্নেহের পাত্র বনে যায়। টম উপলব্ধি করে ইঞ্জুন জো জেনে গিয়েছে যে টম আর হাক্‌ রবিনসন হত্যার সময় উপস্থিত ছিল।
 
== তথ্যসূত্র ==