সুইডীয় ভাষা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Addbot (আলোচনা | অবদান)
বট: আন্তঃউইকি সংযোগ সরিয়ে নেওয়া হয়েছে, যা এখন উইকিউপাত্ত ...
আফতাব বট (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, সমস্যা? এখানে জানান
১৩ নং লাইন:
|agency=[[সুয়েডীয় ভাষার কাউন্সিল]]<br />(আধা-সরকারী)
|iso1=sv|iso2=swe|iso3=swe}}
'''সুয়েডীয় ভাষা''' ([[সুয়েডীয় ভাষা|সুয়েডীয় ভাষায়]]: svenska ''স্‌ভ়েন্‌স্কা'', [[ইংরেজি ভাষা|ইংরেজি ভাষায়]]: Swedish ''সুইডিশ্‌'') [[ইউরোপ]] মহাদেশের একটি ভাষা। ভাষাটি [[ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবার|ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের]] [[জার্মানীয় ভাষাসমূহ|জার্মানীয় শাখার]] উত্তর (স্ক্যান্ডিনেভীয়) দলের অন্তর্গত। ভাষাটি ডেনীয় ও নরওয়েজীয় ভাষার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। [[সুইডেন]], [[ফিনল্যান্ড]] এবং [[অলান্দ দ্বীপ|অলান্দ দ্বীপে]] প্রায় ৯০ লক্ষ লোক এই ভাষায় কথা বলেন। সুয়েডীয় সুইডেনের কার্যত (de facto) জাতীয় ভাষা। ফিনল্যান্ডে [[ফিনীয় ভাষা|ফিনীয় ভাষার]] সাথে এটিও একটি সরকারী ভাষা এবং ফিনল্যান্ডের স্কুলে সুয়েডীয় শিক্ষা বাধ্যতামূলক। সুয়েডীয় [[ইউরোপীয় ইউনিয়ন|ইউরোপীয় ইউনিয়নেরও]] একটি সরকারী ভাষা।
 
== ইতিহাস ==
২১ নং লাইন:
 
== ব্যাকরণ ==
আদি মধ্যযুগীয় সুয়েডীয় ভাষার ব্যাকরণ আধুনিক সুয়েডীয় ভাষার তুলনায় জটিল ছিল। [[বিশেষ্য]], [[বিশেষণ]], [[সর্বনাম]] ও কিছু [[সংখ্যাবাচক শব্দ]] চারটি [[কারক]] ও তিনটি [[লিঙ্গ]] দ্বারা চিহ্নিত হত। বর্তমান আধুনিক সুয়েডীয় ভাষায় কারকের সংখ্যা কমে মাত্র দুইটিতে দাঁড়িয়েছে (কর্তা ও সম্বন্ধ), আর লিঙ্গের সংখ্যা কমে হয়েছে দুই। [[ক্রিয়া|ক্রিয়াগুলিও]] আগে [[বচন]], [[পুরুষ]] ও [[ভাব|ভাবভেদে]] রূপ পরিবর্তন করত। বর্তমানে ক্রিয়ারূপের জটিলতা অনেকটাই কমে এসেছে।
 
== উপভাষা ==
২৯ নং লাইন:
* স্‌ভেয়া, গুতনিস্কা
 
তৃতীয়োক্ত স্‌ভেয়া উপভাষাটি, যা [[স্টকহোম]], [[উপ্পসালা]], [[লুন্দ]], [[গোটেনবুর্গ]] ও [[হেলসিংকি]] শহরে প্রচলিত, আদর্শ সুয়েডীয় ভাষার ভিত্তি। Svenska språknämnden নামের সরকারী ভাষা বোর্ড ভাষাটির আদর্শ রূপ কেমন হবে, তা স্থির করেন।
 
== শব্দভাণ্ডার ==
সুয়েডীয় ভাষার শব্দভাণ্ডারের মূল অংশ প্রাচীন জার্মানীয় ভাষা থেকে এসেছে। সুইডেনে খ্রিস্টধর্মের আগমনের পর ও জ্ঞানচর্চার বৃদ্ধির সাথে সাথে [[লাতিন ভাষা|লাতিন]] ও [[গ্রিক ভাষা]] থেকে বহু বিদেশী শব্দ সুয়েডীয়তে প্রবেশ করে। ১৩শ-১৬শ শতকে হানসেয়াটিক লিগের সময়ে এই ভাষায় নিম্ন জার্মান শব্দের আগম হয়। ১৭শ শতকে জার্মান ভাষা থেকে এবং ১৭শ ও ১৮শ শতকে ফরাসি ভাষা থেকে সুয়েডীয় ভাষায় প্রচুর শব্দ ঋণ নেয়া হয়।
 
== ধ্বনিব্যবস্থা ==
সুয়েডীয় ভাষা একটি বিশেষ উচ্চারণ-ভঙ্গি বা অ্যাক্‌সেন্টে উচ্চারিত হয়। এতে ঝোঁক ও সুর দুইয়েরই প্রাধান্য আছে, ফলে মনে হতে পারে সুয়েডীয় বক্তা যেন ছন্দময় গান গাইছেন।
 
== লিখন পদ্ধতি ==