ডারউইন, উত্তর অঞ্চল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, কোন সমস্যা?
৩৬ নং লাইন:
ডারউইন থেকে দক্ষিণে [[স্টুয়ার্ট হাইওয়ে]] নামের ২,৮৩৪ কিলোমিটার দীর্ঘ একটি মহাসড়ক [[অ্যালিস স্প্রিংস]] এবং [[অ্যাডেলেইড]] শহর পর্যন্ত চলে গেছে।
 
ডারউইনের শহরতলী এলাকাতে [[নর্দান টেরিটরি বিশ্ববিদ্যালয়]] অবস্থিত। বিশ্ববিদ্যালয়টি [[১৯৮৯]] সালে প্রতিষ্ঠিত হয়। ডারউইন থেকে ২০০ কিলোমিটার পূর্বে [[কাকাডু জাতীয় উদ্যান]] অবস্থিত। শহরের কাছেই [[ইউরেনিয়াম]] ও [[তামা|তামার]] খনি আছে। শহরে ফল, সবজি, মদ, আইসক্রিম, ও মাংস উৎপাদিত হয়। ডারউইন অস্ট্রেলিয়ার সবচয়ে বহুসাংস্কৃতিক শহরগুলির একটি। শহরটি [[ইন্দোনেশিয়া]] ও [[পূর্ব তিমুর|পূর্ব তিমুরের]] কাছেই অবস্থিত হওয়ায় অস্ট্রেলিয়া থেকে [[এশিয়া]] যাওয়ার পথে শহরটি পড়ে।
 
ডারউইন [[১৮৬৯]] সালে প্রতিষ্ঠিত হয়। তখন এর নাম ছিল পামার্সটন। [[১৯১১]] সালে বিখ্যাত বিজ্ঞানী [[চার্লস ডারউইন|চার্লস ডারউইনের]] সম্মানে এর নাম বদলে ডারউইন রাখা হয়। [[লাররাকিয়া জাতি|লাররাকিয়া জাতির]] লোকেরা বৃহত্তর ডারউইন এলাকার আদিবাসী। [[১৮৩৯]] সালের [[৯ই সেপ্টেম্বর]] [[এইচ এম এস বিগল]] জাহাজটি ডারউইন পোতাশ্রয়ে প্রবেশ করে এবং জাহাজের ক্যাপ্টেন [[জন ক্লেমেন্টস উইকহ্যাম]] জাহাজের প্রাক্তন অভিযাত্রী ও বিখ্যাত বিজ্ঞানী চার্লস ডারউইনের নামানুসারে অঞ্চলটির নাম দেন পোর্ট ডারউইন। বর্তমানে ডারউইনের কাছেই [[১৯৮১]] সাল থেকে শহরটির আদি নামানুকরণে [[পামার্সটন]] নামের একটি উপগ্রহ শহর গড়ে তোলা হয়েছে।
৪২ নং লাইন:
[[দ্বিতীয় বিশ্বযুদ্ধ|দ্বিতীয় বিশ্বযুদ্ধের]] সময় জাপানি যুদ্ধবিমানগুলি [[১৯৪২]] সালের মাঝামাঝি সময় পর্যন্ত শহরটির উপর ক্রমাগত বোমাবর্ষণ করে। [[১৯৭৪]] সালের শেষের দিকে [[সাইক্লোন ট্রেসি]] নামের এক ভয়াবহ ঘূর্ণিঝড়ে শহরের ৫০ লোকের প্রাণহানি হয় এবং শহরের অবকাঠামোর ৯০%-ই ধ্বংস হয়ে যায়। এর সাথে সাথেই শহরটি পুনর্নির্মাণের কাজ শুরু হয় এবং নতুন পরিকল্পনামাফিক ১৯৭০-এর দশকের শেষ দিকে এই কাজ সমাপ্ত হয়।
 
টপ এন্ড অঞ্চলের বাকী এলাকাগুলির মত ডারউইনের জলবায়ুও ক্রান্তীয় ধরনের এবং বর্ষাকাল ও শুষ্ক ঋতুতে বিভক্ত। বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় এবং এখানকার বজ্রবিদ্যুত দর্শনীয়।<ref name="GUM">{{cite web | title = Lightning Storms in the [[Top End]] | work = Australian Broadcasting Corporation | publisher = Scribbly Gum | url = http://www.abc.net.au/science/scribblygum/december2002/default.htm | date = 2002-12-10 | accessdate = 2008-07-27 }}</ref>
 
== তথ্যসূত্র ==