জয়ন্ত বিষ্ণু নারলিকর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, কোন সমস্যা?
২০ নং লাইন:
}}
 
'''জয়ন্ত বিষ্ণু নারলিকর''' (জন্ম: [[১৯ জুলাই]], [[১৯৩৮]] - ) ([[মারাঠি ভাষা|মারাঠি]]: जयंत विष्णू नारळीकर) একজন [[ভারতীয়]] [[মারাঠি জাতি|মারাঠি]] [[জ্যোতির্পদার্থবিদ্যা|জ্যোতির্পদার্থবিজ্ঞানী]]। [[বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়|বেনারস হিন্দু]] ও [[কেমব্রিজ বিশ্ববিদ্যালয়|কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের]] প্রাক্তনী ও [[মুম্বাই|মুম্বাইয়ের]] [[টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ|টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে]] কর্মরত এই বিজ্ঞানী [[স্থিতাবস্থা তত্ত্ব|স্থিতাবস্থা তত্ত্বের]] অন্যতম প্রবক্তা। নারলিকর [[ইংরেজি]] ও [[মারাঠি ভাষা|মারাঠি]] উভয় ভাষায় একাধিক বিজ্ঞান বিষয়ক গ্রন্থের রচয়িতা এবং ভারতের এক বিশিষ্ট [[কল্পবিজ্ঞান]] লেখক। মাতৃভাষা মারাঠিতে রচিত তাঁর কল্পবিজ্ঞান কাহিনিগুলি বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।
 
== শিক্ষাজীবন ==
জয়ন্ত বিষ্ণু ১৯৫৭ সালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে গণিতে বিএসসি এবং ১৯৬০ সালে ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে গণিতে বিএ ডিগ্রি অর্জন করেন। ক্যাম্ব্রিজে তার সহপাঠী ছিলেন [[জামাল নজরুল ইসলাম]]<ref>http://arts.bdnews24.com/?p=346</ref>। ১৯৬৩ সালে ফ্রেড হয়েলের তত্ত্বাবধানে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। ১৯৬৪ সালে তিনি গণিতে এমএ ডিগ্রি অর্জন করেন। ১৯৭৬ সালে তিনি গণিতে ডিএসসি (ডক্টর অব সায়েন্স) ডিগ্রি অর্জন করেন।
 
== কর্মজীবন ==
ডক্টরেট ডিগ্রি অর্জনের পর জয়ন্ত বিষ্ণু ১৯৭২ সাল পর্যন্ত ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের কিংস কলেজের বেরি র‍্যামজে ফেলো হিসেবে কাজ করেন। ১৯৬৬ থেকে ১৯৭২ সাল পর্যন্ত তিনি ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব থিওরেটিক্যাল অ্যাস্ট্রোনমিতে প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে কাজ করেছেন।
 
== পুরস্কার ও সম্মাননা ==
৪৮ নং লাইন:
* ''Creation of Matter and Anomalous Redshifts'', 2002
* ''Absorber Theory of Radiation in Expanding Universes'', 2002
* ''आकाशाशी जडले नाते (আকাশাশী জডলে নাতে),'' (মারাঠি ভাষায়)
 
=== কথাসাহিত্য ===
৫৯ নং লাইন:
* ''वायरस (ভাইরাস)''
* ''वामन परत न आला (বামন পরত ন আলা)''
* ''अभयारण्य (অভয়ারণ্য)''
 
== তথ্যসূত্র ==